দিঘায় সতর্কবার্তা জারি প্রশাসনের, মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা - Digha Sea Alert

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 8:31 PM IST

thumbnail
নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সৈকত, সতর্কবার্তা প্রশাসনের (ইটিভি ভারত)

Digha Situation on Heavy Rain: নিম্নচাপের জেরে ক'দিন ধরে চলছে বৃষ্টি । আগামী ক'দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এতে দিঘায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে বলা হয়েছে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ এই নিয়ে সতর্কবার্তা জারি করেছে মৎস্য দফতর ৷ এমনকী গভীর সমুদ্রে যাতে কোনও মৎস্যজীবী ট্রলার নিয়ে মাছ ধরতে না যান, তার জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ অপরদিকে, শুক্রবার সমুদ্র উপকূলবর্তী এলাকায় স্নান ঘাটগুলিতে প্রশাসনের তরফ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । মাইকে সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে । স্পিডবোটে চেপে প্রশাসনের কর্মকর্তারা সমুদ্রের উপর নজরদারি করছেন । এমনকী ভাটার সময় যে সব পর্যটকেরা সমুদ্রে স্নান করছেন, তাঁদের কোমর জল থেকে আরও বেশি জলে নামতে দেওয়া হচ্ছে না । কোনও পর্যটক যেন মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে না নামে, তাও দেখা হচ্ছে । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.