ETV Bharat / entertainment

সুরের দুনিয়ায় নক্ষত্রপতন, প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় - PRATUL MUKHOPADHYAY PASSES AWAY

গানের জগতে ফের নক্ষত্রপতন ৷ 83 বছর বয়সে প্র‍য়াত সঙ্গীত পরিচালক তথা গায়ক প্রতুল মুখোপাধ্যায় ৷ শেষ শ্রদ্ধা জানাতে হাজির অরূপ বিশ্বাস-ইন্দ্রনীল সেন ৷

Pratul Mukhopadhyay passes away
প্র‍য়াত কিংবদন্তি সঙ্গীত পরিচালক তথা গায়ক প্রতুল মুখোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 15, 2025, 11:50 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । বাংলার সুর সাম্রাজ্য থেকে হারিয়ে গেলেন আরও এক উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল 83 বছর । শনিবার সকাল 11টা 40 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ প্রতুল মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাসপাতালে হাজির মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে ইন্দ্রনীল সেন ।

'আমি বাংলায় গান গাই' এবং 'ডিঙা ভাসাও সাগরে'র মতো কালজয়ী গানকে 'অমরত্ব' দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন কলকাতার এসএসকে এম হাসপাতালে । দিন কয়েক আগেই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই শনিবার তাঁর মৃত্যুর খবর সামনে এল ৷

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীরও আজ প্রয়াণ দিবস । এই একইদিনে থেমে গেল আরও এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা সুরকার গীতিকারের জীবন । গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ।

1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার এখনকার বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় । দেশ বিভাগের সময় পরিবারের সঙ্গেই চলে আসেন এই দেশে । তারপর শিল্পীর শৈশব কাটে হুগলি জেলার চুঁচুড়ায় । ছোটবেলা থেকেই গানের প্রতি অমোঘ টান তাঁর । গাইতেন নিজের লেখা ও সুরে । মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের 'আমি ধান কাটার গান গাই' কবিতায় প্রথম সুরারোপ করেন তিনি । নিজের লেখা গানের পাশাপাশি ছড়া এবং কবিতায়ও তিনি বিভিন্ন সময় সুর দিয়েছেন । সহজ কথায় গানের অন্য ঘরানা তৈরি করেছিলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ।

শিল্পী মনে করতেন, সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয় । তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, তাহলেই সেই একাকিত্বের সার্থকতা । আর তখনই সেই একক সাধনা সকলের হয়ে ওঠে । শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল ৷

হাসপাতালের তরফে জানা গিয়েছে, 4 ফেব্রুয়ারি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 6 তারিখ অস্ত্রোপচার হয়েছিল তাঁর । শিল্পীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে গত সোমবার রাতে আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । শুক্রবার রাতে ডায়ালিসিস নিতে পারেননি তিনি । এরপরেই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রতুল মুখোপাধ্যায়ের ।

হাসপাতালে এসেছে প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী ও পরিবার ৷ হাসপাতালে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন এবং সাংসদ দোলা সেন । দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত প্রতুল মুখোপাধ্যায়ের দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে । সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে ৷ এরপর আবারও তাঁকে নিয়ে আসা হবে এসএসকেএম হাসপাতালে । এখানে দেহ এবং চক্ষুদান হবে তাঁর ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । বাংলার সুর সাম্রাজ্য থেকে হারিয়ে গেলেন আরও এক উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল 83 বছর । শনিবার সকাল 11টা 40 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ প্রতুল মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাসপাতালে হাজির মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে ইন্দ্রনীল সেন ।

'আমি বাংলায় গান গাই' এবং 'ডিঙা ভাসাও সাগরে'র মতো কালজয়ী গানকে 'অমরত্ব' দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন কলকাতার এসএসকে এম হাসপাতালে । দিন কয়েক আগেই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই শনিবার তাঁর মৃত্যুর খবর সামনে এল ৷

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীরও আজ প্রয়াণ দিবস । এই একইদিনে থেমে গেল আরও এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা সুরকার গীতিকারের জীবন । গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ।

1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার এখনকার বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় । দেশ বিভাগের সময় পরিবারের সঙ্গেই চলে আসেন এই দেশে । তারপর শিল্পীর শৈশব কাটে হুগলি জেলার চুঁচুড়ায় । ছোটবেলা থেকেই গানের প্রতি অমোঘ টান তাঁর । গাইতেন নিজের লেখা ও সুরে । মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের 'আমি ধান কাটার গান গাই' কবিতায় প্রথম সুরারোপ করেন তিনি । নিজের লেখা গানের পাশাপাশি ছড়া এবং কবিতায়ও তিনি বিভিন্ন সময় সুর দিয়েছেন । সহজ কথায় গানের অন্য ঘরানা তৈরি করেছিলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ।

শিল্পী মনে করতেন, সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয় । তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, তাহলেই সেই একাকিত্বের সার্থকতা । আর তখনই সেই একক সাধনা সকলের হয়ে ওঠে । শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল ৷

হাসপাতালের তরফে জানা গিয়েছে, 4 ফেব্রুয়ারি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 6 তারিখ অস্ত্রোপচার হয়েছিল তাঁর । শিল্পীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে গত সোমবার রাতে আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । শুক্রবার রাতে ডায়ালিসিস নিতে পারেননি তিনি । এরপরেই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রতুল মুখোপাধ্যায়ের ।

হাসপাতালে এসেছে প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী ও পরিবার ৷ হাসপাতালে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন এবং সাংসদ দোলা সেন । দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত প্রতুল মুখোপাধ্যায়ের দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে । সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে ৷ এরপর আবারও তাঁকে নিয়ে আসা হবে এসএসকেএম হাসপাতালে । এখানে দেহ এবং চক্ষুদান হবে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.