হায়দরাবাদ: আবার নতুন ফিচার থিম এল হোয়াটসঅ্যাপে ৷ মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন চ্যাট থিম ৷ যা ব্যবহারকারীদের চ্যাট কাস্টমাইজ, ডুডুলস তৈরি এবং নতুন ওয়ালপেপার যোগ করার অপশন দেবে । হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার আগে থেকে সেট করা চ্যাটগুলির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ নতুন ফিচারে প্রতিটি চ্যাট বক্সে আলাদা থিম নয়, রঙ, চ্যাট ডুডুলস এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এই আপডেটের ডেমো হিসেবে প্রি-সেট থিম অফার করছে মেটার এই অ্যাপটি।
30টি নতুন ওয়ালপেপার
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে 30টি নতুন ওয়ালপেপার যুক্ত হয়েছে ৷ যা ব্য়বহারকারীর চ্যাটিংয়ের অভিজ্ঞতাও আগের থেকে অনেক ভালো করেছে ৷ এছাড়াও, ব্যবহারকারীরা আগের মতোই তাদের ক্যামেরার সহায্যে ছবি তুলে কাস্টম ওয়ালপেপার সেট করার অপশন পাবেন। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য একই থিম ব্যবহার করতে পারেন ৷ প্রতিটি চ্যাটের জন্য আলাদা আলাদা থিম কম্বিনেশন তৈরি করে ব্যবহার করতে পারবেন। নতুন ফিচারে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আগের থেকে অনেকটাই উন্নত হবে । এই থিমগুলি শুধুমাত্র ব্যবহারকারীরা দেখতে পাবেন। চ্যাট বক্স ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলের থিম পরিবর্তন করা যাবে ৷
চ্যাট থিম পরিবর্তন
ডিফল্ট চ্যাট থিম কীভাবে সেট করবেন: এবার জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ চ্যাটে ডিফল্ট চ্যাট থিম কীভাবে সেট করবেন ৷ ব্যবহারকারীদের প্রথমে সেটিংসে যেতে হবে এবং তারপরে চ্যাটে ক্লিক করতে হবে ৷ এরপর ডিফল্ট চ্যাট থিম সিলেক্ট করতে হবে। Settings > Chats > Default chat theme অপশনে সেট করা যাবে থিম ৷
পৃথক চ্যাট কাস্টমাইজ: আলাদা চ্যাটের থিম কাস্টমাইজ করার জন্য iOS ডিভাইস ব্যাবহারকারীরা চ্যাট বক্সের উপরের স্ক্রিনে চ্যাট নামে একটি অপশন পাবেন ৷ যেখান থেকে আইওএস ডিভাইসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাট কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে থাকা তিনিটি ডট মেনুতে ক্লিক করতে হবে ৷ এরপর চ্যাট থিমের অপশনে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে ৷
একইসঙ্গে, অ্যাপল এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট কাস্টমাইজ করতে পারবেন ৷ WhatsApp বিশ্বব্যাপী নতুন চ্যাট থিম এবং নতুন ওয়ালপেপার চালু করা শুরু করেছে । যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপের এই নতুন চ্যাট থিম ফিচার না আসে, তাহলে আপডেট করলেই এটি রিফ্লেক্ট করবে ৷
কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে