মুম্বই, 15 ফেব্রুয়ারি: সময় রায়নার 'ইন্ডিয়াস গট ল্যাটেন্টে' রণবীর ইলাহাবাদিয়ার মন্তব্য তোলপাড় দেশ ৷ বাবা, মায়ের সঙ্গম নিয়ে বেফাঁস কথা তাঁকে খবরের শিরোনামে এনেছে ৷ শুক্রবার মুম্বই ও অসম পুলিশ তাঁর বাড়িতে যায়। কিন্তু গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। আবাসনে ঝুলছে তালা ৷ মোবাইল ফোনও সুইচ অফ ৷ তাহলে কোথায় গেলেন জনপ্রিয় ইউটিউবার ? এদিকে, শনিতে ফের মুম্বইয়ের খার থানায় তাঁকে তলব করেছে পুলিশ ৷
উল্লেখ্য, দিনকয়েক আগে সময় রায়নার 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নামে একটি রোস্টিং শো'য়ে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। সেখানে তিনি আচমকাই বলে বসেন, "বাবা-মায়ের যৌনতা দেখবে? নাকি একবার তাদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে ?" এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীর-সহ অনুষ্ঠানে হাজির থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তাঁর রাজ্যের পুলিশ। অন্যদিকে, মুম্বইয়ে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিতর্কিত মন্তব্যের জন্য বৃহস্পতিবার মুম্বইয়ের খার থানায় ইলাহাবাদিয়াকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু, তিনি আসেননি ৷ শুক্রবার আসার কথা জানিয়ে ফের সমন পাঠায় পুলিশ। সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানা গিয়েছে, গতকাল মুম্বই এবং অসম পুলিশের যৌথভাবে রণবীর ইলাহাবাদিয়ার বাড়ি যায় ৷ কিন্তু, সেখানে গিয়ে দেখে তালা ঝুলছে। তাই এমনকী শনিতে বিয়ার বাইসেপস ওরফে রণবীরকে ফের তলব করে পুলিশ ৷
এদিন পুলিশের তরফে জানানো হয়, রণবীর ইলাহাবাদিয়া নাকি তাঁদের অনুরোধ করেছেন যাতে তাঁর বয়ান তাঁর বাড়ি বসেই নেওয়া হয়। কিন্তু তাঁর সেই অনুরোধ পত্রপাঠ নাকচ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, গতকালই রণবীর ইলাহাবাদিয়া সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তাঁর নামে একাধিক FIR করার অভিযোগে। কিন্তু, তারপর থেকেই তিনি 'নিখোঁজ' ৷
ইউটিউবের দুনিয়ায় বেশ জনপ্রিয় রণবীর ইলাহাবাদিয়া ৷ তাঁর 'বিয়ার বাইসেপস' চ্যানেলে ফলোয়ারের সংখ্যা 8.26 মিলিয়ন। তবে এই চর্চার পর থেকে সেই সংখ্যা অনেক কম ৷ ইউটিউবারকে তাঁর প্রেমিকাও প্রত্যাখান করেছেন ৷
- 'সুপ্রিম সুরক্ষা' চেয়ে আদালতে রণবীর ইলাহাবাদিয়া ! দিনকয়েকের মধ্যেই শুনানি