লন্ডন, 3 জুন: মাঠের মধ্যে অ্যামেরিকায় পুলিশিঅত্যাচারে প্রয়াত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ইংলিশপ্রিমিয়ার লিগের ফুটবলাররা । একটি সংবাদ মাধ্যমে ফুটবল অ্যাসোসিয়েশন বা FA- র পক্ষ থেকে এ কথা জানানো হয়।
গতসপ্তাহে পুলিশি কাস্টডিতে 46 বছরেরফ্লয়েডের মৃত্যু হয় । একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একজন পুলিশ অফিসার ডেরেক চৌভিন জর্জকেমাটিতে ফেলে তাঁর গলায় হাঁটু গেড়ে বসে আছেন। শ্বাস নিতে পারছেন না বলে বারবারজানানো সত্ত্বেও জর্জকে ছাড়েননি চৌভিন। এরপরই মৃত্যু হয় তাঁর। জর্জের মৃত্যুতেদেশজুড়ে প্রতিবাদ শুরু হয়।
একটিওয়েবসাইটে এফ এর পক্ষ থেকে বলা হয়,"যে কোনও রকমের বর্ণ বৈষম্য FA তীব্র নিন্দা জানায় । মাঠে খেলার আইনলঙ্ঘন করতে পারে এমন যে কোনও আচরণ বা অঙ্গভঙ্গির মূল্যায়ন করা হবে, তাদের প্রেক্ষাপট বোঝার সঙ্গে সঙ্গেকেস-বাই-কেসে পর্যালোচনা করা হবে । ফুটবলের শক্তি সম্প্রদায়ের বিভিন্ন প্রতিবন্ধকতাগুলিভেঙে ফেলতে পারে এবং আমরা সবাই যে খেলাকে ভালবাসি তার সমস্ত প্রকার বৈষম্য অপসারণেআমরা গভীর প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। "
আজলিভারপুল এর পক্ষ থেকে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হয়। সেখানে দেখা যায় গোটালিভারপুল দলই মাঠের মাঝের সার্কেলে হাঁটু গেড়ে বসে আছে।
বিশ্বেরবিভিন্ন প্রান্তের ফুটবলাররা ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে আওয়াজ তুলেছেন।হাইপ্রোফাইল সব ফুটবলাররা একত্রিত হওয়ায় এই প্রতিবাদ আন্দোলনের গতি কয়েক গুণবেড়ে গেছে।