ETV Bharat / sports

MCC : ব্যাটসম্যান নয়, এবার থেকে ব্যাটার বলে পরিচিত হবেন বিরাটরা - মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব

এতদিন ব্যাটিং করার সময় পুরুষ ক্রিকেটারদের ব্যাটসম্যান ও মহিলা ক্রিকেটাদের ব্যাটার বলা হত ৷ কিন্তু এবার থেকে আর দু'টি আলাদা শব্দের ব্যবহার নয় ৷ দুই ক্ষেত্রেই ব্যবহার হবে একই শব্দ ৷ বুধবার এমনই বিজ্ঞপ্তি প্রাকাশ করল এমসিসি ৷

MCC
ব্যাটসম্যান নয়, এবার থেকে ব্যাটার বলে পরিচিত হবেন বিরাটরা
author img

By

Published : Sep 22, 2021, 9:13 PM IST

লন্ডন, 22 সেপ্টেম্বর : ক্রিকেট বিশ্বের 'অভিধান' রচয়িতা লন্ডনের মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব (MCC) ৷ বাইশ গজের নতুন নিয়ম হোক বা সংশোধন, এমসিসি-র ছাড়পত্র পেলে তবেই তা আইনে পরিণত হয় ৷ এবার অবশ্য নতুন ব্যবহারে সিলমোহর দিল এমসিসি ৷ এখন থেকে ব্যাটিং করার সময় আর বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটসম্যান বলে ডাকা যাবে না ৷ মহিলাদের মতো পুরুষ ক্রিকেটারদেও এবার থেকে ডাকতে হবে 'ব্যাটার' বলে ৷

বুধবারই এ নিয়ে এক বিবৃতি জারি করেছে মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি ৷ জেনডার-নিউট্রাল টার্ম হিসেবে পুরুষ ও মহিলা ক্ষেত্রেই যা ব্যাট করবেন, তাদের ব্যাটার বলে ডাকতে হবে ৷ এখন থেকেই নিয়ম চালু হচ্ছে ৷ এ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছিল এমসিসি-র বিশেষজ্ঞ ল সাব কমিটি ৷ তাতে সম্মতি দেয় এমসিসি ৷

এক বিবৃতিতে এমসিসি-র তরফে জানানো হয়, "এমসিসি বিশ্বাস করে লিঙ্গ-নিরপেক্ষ শব্দ ব্যবহার সকলের কাছেই ক্রিকেটের মর্যাদা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে ৷ সংশোধনগুলি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে প্রাকৃতিক বিবর্তন এবং খেলাধুলার প্রতি এমসিসি-র দায়িত্বের একটি অপরিহার্য অংশ হিসেবে ৷" সর্বস্তরেই বিশ্বক্রিকেটে মহিলারা অভূতপূর্ব সাফল্য পেয়েছে ৷ লিঙ্গ-নিরপেক্ষ শব্দ ব্যবহার করার পর তারা মহিলারা আরও উৎসাহ পাবে বলে মনে করে ক্রিকেটের এই অভিজাত ক্লাব ৷ ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা ও মিডিয়া এই ব্যাটর শব্দ ব্যবহার করেছে ৷

আরও পড়ুন : আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

এমসিসি-র তরফে আরও জানানো হয়, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও মহিলা ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শের পর 2017 সালে সর্বশেষ সংশোধনের সময় আইনে 'ব্যাটসম্যান' এবং 'ব্যাটসমেন' হিসেবে পরিচিত পেয়েছিল ৷ কিন্তু এদিন ফের ঘোষণা করা হচ্ছে, লিঙ্গ-নিরপেক্ষ শব্দ হিসেবে শুধুমাত্র ব্যাটার হিসেবে পরিচিত হবে ৷ বোলার ও ফিল্ডারদের সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যাটার শব্দটিও লিঙ্গ-নিরপেক্ষ হিসেবে ব্যবহৃত হবে ৷"

লন্ডন, 22 সেপ্টেম্বর : ক্রিকেট বিশ্বের 'অভিধান' রচয়িতা লন্ডনের মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব (MCC) ৷ বাইশ গজের নতুন নিয়ম হোক বা সংশোধন, এমসিসি-র ছাড়পত্র পেলে তবেই তা আইনে পরিণত হয় ৷ এবার অবশ্য নতুন ব্যবহারে সিলমোহর দিল এমসিসি ৷ এখন থেকে ব্যাটিং করার সময় আর বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটসম্যান বলে ডাকা যাবে না ৷ মহিলাদের মতো পুরুষ ক্রিকেটারদেও এবার থেকে ডাকতে হবে 'ব্যাটার' বলে ৷

বুধবারই এ নিয়ে এক বিবৃতি জারি করেছে মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি ৷ জেনডার-নিউট্রাল টার্ম হিসেবে পুরুষ ও মহিলা ক্ষেত্রেই যা ব্যাট করবেন, তাদের ব্যাটার বলে ডাকতে হবে ৷ এখন থেকেই নিয়ম চালু হচ্ছে ৷ এ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছিল এমসিসি-র বিশেষজ্ঞ ল সাব কমিটি ৷ তাতে সম্মতি দেয় এমসিসি ৷

এক বিবৃতিতে এমসিসি-র তরফে জানানো হয়, "এমসিসি বিশ্বাস করে লিঙ্গ-নিরপেক্ষ শব্দ ব্যবহার সকলের কাছেই ক্রিকেটের মর্যাদা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে ৷ সংশোধনগুলি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে প্রাকৃতিক বিবর্তন এবং খেলাধুলার প্রতি এমসিসি-র দায়িত্বের একটি অপরিহার্য অংশ হিসেবে ৷" সর্বস্তরেই বিশ্বক্রিকেটে মহিলারা অভূতপূর্ব সাফল্য পেয়েছে ৷ লিঙ্গ-নিরপেক্ষ শব্দ ব্যবহার করার পর তারা মহিলারা আরও উৎসাহ পাবে বলে মনে করে ক্রিকেটের এই অভিজাত ক্লাব ৷ ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা ও মিডিয়া এই ব্যাটর শব্দ ব্যবহার করেছে ৷

আরও পড়ুন : আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

এমসিসি-র তরফে আরও জানানো হয়, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও মহিলা ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শের পর 2017 সালে সর্বশেষ সংশোধনের সময় আইনে 'ব্যাটসম্যান' এবং 'ব্যাটসমেন' হিসেবে পরিচিত পেয়েছিল ৷ কিন্তু এদিন ফের ঘোষণা করা হচ্ছে, লিঙ্গ-নিরপেক্ষ শব্দ হিসেবে শুধুমাত্র ব্যাটার হিসেবে পরিচিত হবে ৷ বোলার ও ফিল্ডারদের সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যাটার শব্দটিও লিঙ্গ-নিরপেক্ষ হিসেবে ব্যবহৃত হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.