ETV Bharat / sports

ধোনির দলের সাফল্যের পিছনে সৌরভের অবদান রয়েছে : গম্ভীর - Sourav has full contribution behind the success of Dhoni's team

ধোনির দলের সাফল্য়ের পিছনে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান রয়েছে ৷ সৌরভের গড়া দল নিয়েই ICC টুর্নামেন্টে সফল্য পেয়েছে ধোনি ৷ মত, গৌতম গম্ভীরের ।

image
গম্ভীর
author img

By

Published : Jul 12, 2020, 6:02 AM IST

দিল্লি, 11 জুলাই : মহেন্দ্র সিং ধোনিকে নি:সন্দেহে ভারতের সর্বাকালের সেরা অধিনায়ক ধরা হয় ৷ কিন্তু, ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের মনে করেন, ধোনি সাফল্য পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের ফলে ৷

একটি টিভি চ্যানেলে 2011 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য বলেন, ‘‘ধোনি খুব ভাগ্যবান অধিনায়ক ৷ তিন ফর্ম্যাটেই এক দারুণ দল পেয়েছিল মাহি ৷ অধিনায়ক ধোনির 2011 বিশ্বকাপ জয়ও অত্যন্ত সহজ ছিল ৷ কারণ দলে ছিল সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, বিরাট কোহলির মতো খেলোয়াড় ৷ তাই বলাই যায় ধোনির হাতে ছিল সেরা ভারতীয় টিম ৷’’

ধোনির অধিনায়কত্বে 3 টি ICC টুর্নামেন্ট জয় পায় ভারত ৷ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত ৷ এরপর 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ ও 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে মেন ইন ব্লুরা ৷ এছাড়া টেস্টেও এক নম্বরে উঠেছিল ধোনির ভারত ৷ এই সাফল্য আরও কোনও ভারতীয় অধিনায়কের নেই ৷ কিন্তু ধোনির এহেন সাফল্যের জন্য সৌরভকে কৃতিত্ব দিতে চান গম্ভীর ৷

টেস্টেও অধিনায়ক ধোনি সমান সফল ছিলেন ৷ তার কারণও ব্যাখ্যা করেন গম্ভীর ৷ তাঁর মতে, ‘‘টেস্টে ধোনির দলে ছিল জাহির খানের মতো বোলার ৷ যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় দলে এসেছিল ৷ আমার মতে, জাহির হল ভারতের সেরা পেস বোলার ৷’’

2011 বিশ্বকাপে ধোনির তুরুপের তাস ছিলেন গম্ভীর ৷ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 97 রানের ইনিংস খেলেছিলেন ৷ ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ধোনি নিজেও ৷ করেছিলেন 91 রান৷ ভারতকে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ।

দিল্লি, 11 জুলাই : মহেন্দ্র সিং ধোনিকে নি:সন্দেহে ভারতের সর্বাকালের সেরা অধিনায়ক ধরা হয় ৷ কিন্তু, ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের মনে করেন, ধোনি সাফল্য পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের ফলে ৷

একটি টিভি চ্যানেলে 2011 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য বলেন, ‘‘ধোনি খুব ভাগ্যবান অধিনায়ক ৷ তিন ফর্ম্যাটেই এক দারুণ দল পেয়েছিল মাহি ৷ অধিনায়ক ধোনির 2011 বিশ্বকাপ জয়ও অত্যন্ত সহজ ছিল ৷ কারণ দলে ছিল সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, বিরাট কোহলির মতো খেলোয়াড় ৷ তাই বলাই যায় ধোনির হাতে ছিল সেরা ভারতীয় টিম ৷’’

ধোনির অধিনায়কত্বে 3 টি ICC টুর্নামেন্ট জয় পায় ভারত ৷ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত ৷ এরপর 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ ও 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে মেন ইন ব্লুরা ৷ এছাড়া টেস্টেও এক নম্বরে উঠেছিল ধোনির ভারত ৷ এই সাফল্য আরও কোনও ভারতীয় অধিনায়কের নেই ৷ কিন্তু ধোনির এহেন সাফল্যের জন্য সৌরভকে কৃতিত্ব দিতে চান গম্ভীর ৷

টেস্টেও অধিনায়ক ধোনি সমান সফল ছিলেন ৷ তার কারণও ব্যাখ্যা করেন গম্ভীর ৷ তাঁর মতে, ‘‘টেস্টে ধোনির দলে ছিল জাহির খানের মতো বোলার ৷ যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় দলে এসেছিল ৷ আমার মতে, জাহির হল ভারতের সেরা পেস বোলার ৷’’

2011 বিশ্বকাপে ধোনির তুরুপের তাস ছিলেন গম্ভীর ৷ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 97 রানের ইনিংস খেলেছিলেন ৷ ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ধোনি নিজেও ৷ করেছিলেন 91 রান৷ ভারতকে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.