ETV Bharat / sports

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইরফান - retirement

29টি টেস্টে 1105 রান এবং 100টি উইকেট দখল করেন ইরফান ৷ 120টি একদিনে ম্যাচে 1544 রান এবং 173টি উইকেট দখল করেন ইরফান ৷ কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন 24টি ৷ 28 উইকেট নেওয়ার পাশাপাশি করেন 172 রান ৷

Irfan Khan
ইরফান পাঠান
author img

By

Published : Jan 4, 2020, 5:44 PM IST

Updated : Jan 4, 2020, 9:41 PM IST

মুম্বই, 4 জানুয়ারি : তাঁর বাঁহাতের সুইং এক সময় প্রশংসা কুড়িয়েছিল বিশ্বের তামাম পেস বোলারদের ৷ তাঁর সঙ্গে তুলনা টানা হত ওয়াসিম আক্রমের ৷ 2003-04-এ সিডনিতে তাঁর বোলিং এখনও ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারেননি ৷ তৎকালীন অস্ট্রেলিয়া দলের প্রধান দুই স্তম্ভ স্টিভ ওয়া এবং অ্যাডাম গিলক্রিস্টকে আউট করে বিশ্বক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন ৷ ভারতীয় দলের সেই সুইং মাস্টার ইরফান পাঠান ক্রিকেটের সব ফরম্যাট থেকে সড়ে দাঁড়ালেন ৷

জাতীয় দল থেকে বহুদিনই বাইরে ৷ বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার এবং মেন্টর হিসেবে কাজ করছিলেন ৷ অবশেষে আজ জানিয়ে দিলেন অবসরের কথা ৷ 35 বছরের ইরফান গত বছরের ফেব্রুয়ারিতে শেষবারের জন্য কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিয়েছিলেন ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন ইরফান ৷ 2012 সালে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ৷ 29টি টেস্টে 1105 রান এবং 100টি উইকেট দখল করেন ইরফান ৷ 120টি একদিনে ম্যাচে 1544 রান এবং 173টি উইকেট দখল করেন ইরফান ৷ কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন 24টি ৷ 28 উইকেট নেওয়ার পাশাপাশি করেন 172 রান ৷

  • Was such a joy to see #IrfanPathan evolve from a aspiring 17yr old cricketer when I first saw him into a mature International Cricketer. You can be very proud of what u have achieved not only as a cricketer but also in mentoring young cricketers from J&K. A very happy 2nd innings pic.twitter.com/T63yF3G7z7

    — VVS Laxman (@VVSLaxman281) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় দলের সুযোগ পাওয়ার পর ইরফান বোলিংয়ে বৈচিত্র আনতে যোগ দিয়েছিলেন ইমরান খানের প্রশিক্ষণ শিবিরে ৷ সেই শিবির থেকে ফেরার পর ইরফানের বোলিংয়ে ধার বহুগুণ বেড়ে যায় ৷ 2003-04 ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বোলার ছিলেন ইরফান ৷ তাঁর বোলিং বিপদের সময় দলকে অনেক সাফল্য এনে দিয়েছিল ৷ হরভজন সিংয়ের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন ইরফান ৷ 2007-এর টি20 বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ম্যান অফ দা ম্যাচ হন ৷

তবে, ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রেগ চ্যাপেল নেওয়ার পর দলের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ৷ বিতর্ক থেকে বাদ পড়েননি পাঠানও ৷ কখনও ইরফানকে ওপেনার কখনও আবার পিঞ্চ হিটার হিসেবে তিন নম্বর পাঠানো হতে থাকে ৷ বিষয়টি নিয়ে নানা বিতর্ক হয় ৷ অনেকের মতে, বার বার ব্যাটিং-বোলিং অর্ডার পরিবর্তনের প্রভাব পড়ে ইরফানের খেলায় ৷

মুম্বই, 4 জানুয়ারি : তাঁর বাঁহাতের সুইং এক সময় প্রশংসা কুড়িয়েছিল বিশ্বের তামাম পেস বোলারদের ৷ তাঁর সঙ্গে তুলনা টানা হত ওয়াসিম আক্রমের ৷ 2003-04-এ সিডনিতে তাঁর বোলিং এখনও ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারেননি ৷ তৎকালীন অস্ট্রেলিয়া দলের প্রধান দুই স্তম্ভ স্টিভ ওয়া এবং অ্যাডাম গিলক্রিস্টকে আউট করে বিশ্বক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন ৷ ভারতীয় দলের সেই সুইং মাস্টার ইরফান পাঠান ক্রিকেটের সব ফরম্যাট থেকে সড়ে দাঁড়ালেন ৷

জাতীয় দল থেকে বহুদিনই বাইরে ৷ বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার এবং মেন্টর হিসেবে কাজ করছিলেন ৷ অবশেষে আজ জানিয়ে দিলেন অবসরের কথা ৷ 35 বছরের ইরফান গত বছরের ফেব্রুয়ারিতে শেষবারের জন্য কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিয়েছিলেন ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন ইরফান ৷ 2012 সালে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ৷ 29টি টেস্টে 1105 রান এবং 100টি উইকেট দখল করেন ইরফান ৷ 120টি একদিনে ম্যাচে 1544 রান এবং 173টি উইকেট দখল করেন ইরফান ৷ কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন 24টি ৷ 28 উইকেট নেওয়ার পাশাপাশি করেন 172 রান ৷

  • Was such a joy to see #IrfanPathan evolve from a aspiring 17yr old cricketer when I first saw him into a mature International Cricketer. You can be very proud of what u have achieved not only as a cricketer but also in mentoring young cricketers from J&K. A very happy 2nd innings pic.twitter.com/T63yF3G7z7

    — VVS Laxman (@VVSLaxman281) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় দলের সুযোগ পাওয়ার পর ইরফান বোলিংয়ে বৈচিত্র আনতে যোগ দিয়েছিলেন ইমরান খানের প্রশিক্ষণ শিবিরে ৷ সেই শিবির থেকে ফেরার পর ইরফানের বোলিংয়ে ধার বহুগুণ বেড়ে যায় ৷ 2003-04 ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বোলার ছিলেন ইরফান ৷ তাঁর বোলিং বিপদের সময় দলকে অনেক সাফল্য এনে দিয়েছিল ৷ হরভজন সিংয়ের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন ইরফান ৷ 2007-এর টি20 বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ম্যান অফ দা ম্যাচ হন ৷

তবে, ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রেগ চ্যাপেল নেওয়ার পর দলের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ৷ বিতর্ক থেকে বাদ পড়েননি পাঠানও ৷ কখনও ইরফানকে ওপেনার কখনও আবার পিঞ্চ হিটার হিসেবে তিন নম্বর পাঠানো হতে থাকে ৷ বিষয়টি নিয়ে নানা বিতর্ক হয় ৷ অনেকের মতে, বার বার ব্যাটিং-বোলিং অর্ডার পরিবর্তনের প্রভাব পড়ে ইরফানের খেলায় ৷

Bodhgaya (Bihar), Jan 04 (ANI): Hollywood actor Richard Gere is on a trip to India. He was seen in Bihar's Bodhgaya. The actor was in Bodhgaya to attend the opening ceremony of a teaching session of Dalai Lama. The first session of Dalai Lama's teaching was started on January 02. Richard has attended Dalai Lama's Kalachakra in 2017 as well.
Last Updated : Jan 4, 2020, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.