ETV Bharat / sports

ধোনি তুমি যেও না, আর্জি লতা মঙ্গেশকরের

ধোনিকে এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

ধোনিকে এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর
author img

By

Published : Jul 11, 2019, 7:08 PM IST

Updated : Jul 11, 2019, 11:01 PM IST

মুম্বই, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত । এরপরই শুরু হয়েছে জোর জল্পনা । এটাই কি তবে ভারতের হয়ে শেষ ম্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির । যদিও এখনও অবসরের কথা ঘোষণা করেননি তিনি । আর এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

আজ ধোনিকে অবসর না নেওয়ার আর্জি জানিয়ে টুইট করেন লতা মঙ্গেশকর । টুইটে তিনি লেখেন, "নমস্কার এমএস ধোনি জি । আমি শুনছি আপনি অবসর নিতে চলেছেন । দয়া করে আপনি এমনটা ভাববেন না । আপনার খেলা এখনও দেশের দরকার রয়েছে । আমার অনুরোধ, অবসরের বিষয়টি আপনি মন থেকে ঝেড়ে ফেলুন ।"

গতকাল শুরুতেই পরপর উইকেট হারায় ভারত । আর ধোনি রান আউট হওয়ার পরই স্বপ্নভঙ্গ হয় কয়েক কোটি ভারতীয় সমর্থকের ।

তবে নিউজ়িল্যান্ডের কাছে বিরাট বাহিনী হেরে যাওয়ার পর ভারতীয় দলকে উদ্বুদ্ধ করে গুলজারের "আকাশ কে উস পার ভি" গানটি উত্‍‌সর্গ করেন লতা । তিনি লেখেন, "কাল আমরা জিততে না পারলেও হেরে যাইনি । ক্রিকেটের জন্য গুলজার সাহেবের লেখা এই গান আমি আমাদের দলকে উত্‍‌সর্গ করছি ।"

মুম্বই, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত । এরপরই শুরু হয়েছে জোর জল্পনা । এটাই কি তবে ভারতের হয়ে শেষ ম্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির । যদিও এখনও অবসরের কথা ঘোষণা করেননি তিনি । আর এখনই অবসর না নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

আজ ধোনিকে অবসর না নেওয়ার আর্জি জানিয়ে টুইট করেন লতা মঙ্গেশকর । টুইটে তিনি লেখেন, "নমস্কার এমএস ধোনি জি । আমি শুনছি আপনি অবসর নিতে চলেছেন । দয়া করে আপনি এমনটা ভাববেন না । আপনার খেলা এখনও দেশের দরকার রয়েছে । আমার অনুরোধ, অবসরের বিষয়টি আপনি মন থেকে ঝেড়ে ফেলুন ।"

গতকাল শুরুতেই পরপর উইকেট হারায় ভারত । আর ধোনি রান আউট হওয়ার পরই স্বপ্নভঙ্গ হয় কয়েক কোটি ভারতীয় সমর্থকের ।

তবে নিউজ়িল্যান্ডের কাছে বিরাট বাহিনী হেরে যাওয়ার পর ভারতীয় দলকে উদ্বুদ্ধ করে গুলজারের "আকাশ কে উস পার ভি" গানটি উত্‍‌সর্গ করেন লতা । তিনি লেখেন, "কাল আমরা জিততে না পারলেও হেরে যাইনি । ক্রিকেটের জন্য গুলজার সাহেবের লেখা এই গান আমি আমাদের দলকে উত্‍‌সর্গ করছি ।"

Ludhiana (Punjab)/ New Delhi, Jul 06 (ANI): Narendra Modi government presented the Union Budget on July 05. Finance Minister Nirmala Sitharaman hiked tax on petrol and diesel, raised import duty on gold, and levied additional surcharge on super rich. While speaking to ANI, a local from Ludhiana said, "The rate of petrol is already expensive; the government should have reduced the rate instead of increasing it." "The price shouldn't have been increased, every day the price increases. The government should look into the matter. It is a problem", said a local from Delhi.
Last Updated : Jul 11, 2019, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.