হাওড়া, 30 নভেম্বর: দেশজুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী । সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার প্রভাব ৷ ফলে দেরিতে চলছে দূরপাল্লার একাধিক ট্রেন ৷ এই আবহে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ । এই বিষয়ে শুক্রবার একটি নির্দেশিকাও জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে ৷ সেখানে বলা হয়েছে, 2024-25 সালে শীতকালে ভোরে কুয়াশার জন্য ট্রেন চালাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় চালকদের । এই সময়ে দৃশ্যমানতা একেবারে কম হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া সম্ভব নয় । তাই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব রেল ।
বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকা:-
- ডিসেম্বরের 3, 6, 12, 13, 17, 20, 24, 27 ও 31 তারিখ জানুয়ারি মাসের 3, 7, 10, 14, 17, 21, 24, 28 ও 31 তারিখ এবং ফ্রেব্রুয়ারি মাসের 4, 7, 11, 14, 18, 21, 25 ও 28 তারিখ বাতিল থাকবে 12427 হাওড়া-দেরদুন উপাসনা এক্সপ্রেস ৷
- ডিসেম্বরের 4, 7, 11, 14, 18, 21, 25 ও 28 তারিখ, জানিয়ারি মাসের 1, 4, 8, 11, 15, 18, 22, 25 ও 29 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1, 5, 8, 12, 15, 19, 22 ও 26 তারিখ এবং আগামী 3 মার্চ বাতিল থাকবে 12328 দেরদুন-উপাসনা এক্সপ্রেস ৷
- ডিসেম্বরের 6, 13, 20 এবং 27 এবং 3 জানুয়ারি বাতিল থাকবে 22198 ঝাঁসি–কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস ৷
- 22197 কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস বাতিল থাকবে ডিসেম্বরের 8, 15, 22 ও 29 তারিখ এবং জানুয়ারির 5 ও 12 তারিখ ৷
- 15620 কামাখ্যা–গয়া উইকলি এক্সপ্রেস বাতিল থাকবে ডিসেম্বরের 2, 9, 16, 23 ও 30 তারিখ, জানুয়ারির 6, 13, 20 ও 27 তারিখ এবং 3, 10, 17 ও 24 ফেব্রুয়ারি ৷
- 15619 গয়া-কামাখ্যা উইকলি এক্সপ্রেস বাতিল থাকবে ডিসেম্বরের 3, 10, 17, 24 ও 31 তারিখ, জানুয়ারির 7, 14, 21 ও 28 তারিখ এবং ফেব্রুয়ারির 4, 11, 18 ও 25 তারিখ ৷
- ডিসেম্বরের 1, 5, 8, 12, 15, 19, 22 ও 26 তারিখ, জানুয়ারির 2, 5, 9, 12, 16, 19, 23, 26 ও 30 তারিখ এবং ফেব্রুয়ারির 2, 6, 9, 13, 16, 20, 23 ও 27 তারিখ বাতিল থাকবে 14004 নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেস ৷
- ডিসেম্বরের 3, 7, 10, 14, 17, 21, 24, 28 ও 31 তারিখ, জানুয়ারির 4, 7, 11, 14, 18, 21, 25 ও 28 তারিখ, ফেব্রুয়ারির 1, 4, 8, 11, 15, 18, 22 ও 25 তারিখ এবং মার্চের 1 তারিখ বাতিল থাকবে 14003 মালদা টাউন- নিউ দিল্লি এক্সপ্রেস ৷
আংশিক বাতিলের তালিকা:-
- আগামী 2, 9, 16, 23 ও 30 ডিসেম্বর এবং 6 জানুয়ারি মথুরা ও আগ্রার মধ্যে বাতিল থাকবে 12177 মথুরা–হাওড়া চম্বল এক্সপ্রেস ৷
- আগামী 6, 13, 20 ও 27 ডিসেম্বর এবং 3 ও 10 জানুয়ারি মথুরা ও আগ্রার মধ্যে বাতিল থাকবে 12177 হাওড়া – মথুরা চম্বল এক্সপ্রেস ৷
সংখ্যা কম হওয়া ট্রেনের তালিকা:-
- আগামী 1, 8, 15, 22 ও 29 ডিসেম্বর, জানুয়ারির 5, 12, 19 ও 26 তারিখ এবং ফেব্রুয়ারির 2, 9, 16 ও 23 তারিখ বাতিল থাকবে 13019 হাওড়া – কাঠগোদাম বাঘ এক্সপ্রেস ৷
- আগামী 3, 10, 17, 24 ও 31 ডিসেম্বর, 7, 14, 21 ও 28 জানুয়ারি এবং 4, 11, 18 ও 25 ফেব্রুয়ারি বাতিল থাকবে 13020 কাঠগোদাম বাঘ - হাওড়া এক্সপ্রেস ৷
- 12357 কলকাতা – অমৃতসর দুর্গোয়ানা এক্সপ্রেস বাতিল থাকবে আগামী 7, 24, 21 ও 28 ডিসেম্বর, 4, 11, 18 ও 25 জানুয়ারি এবং 1, 8, 15 ও 22 ফেব্রুয়ারি ৷
- 12358 অমৃতসর - কলকাতা দুর্গোয়ানা এক্সপ্রেস বাতিল থাকবে আগামী 9, 16, 23 ও 30 ডিসেম্বর, 6, 13, 20 ও 27 জানুয়ারি এবং 3, 10, 17 ও 24 ফেব্রুয়ারি ৷
- 22406 আনন্দ বিহার – ভাগলপুর গরিব রথ এক্সপ্রেস বাতিল থাকবে 4, 11, 18 ও 25 ডিসেম্বর, 1 ও 8 জানুয়ারি ৷
- 22405 ভাগলপুর - আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস বাতিল থাকবে 5, 12, 19 ও 26 ডিসেম্বর, 2 ও 9 জানুয়ারি ৷
- 12988 আজমের – শিয়ালদহ সুপার ফাস্ট এক্সপ্রেস বাতিল থাকবে 3, 5, 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 ও 31 ডিসেম্বর, 2, 4, 7 ও 9 জানুয়ারি ৷
- 12987 শিয়ালদহ - আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস বাতিল থাকবে আগামী 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27 ও 29 ডিসেম্বর এবং 1, 3, 5, 8 ও 10 জানুয়ারি ৷