হায়দরাবাদ, 30 নভেম্বর:দেখতে দেখতে এক বছরে পা দিয়েছে রাজ চক্রবর্তী ও শুভশঅরী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি ৷ মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা রাজ এমন কিছু মুহূর্ত শেয়ার করেছেন যা অমূল্য ৷ সোশাল মিডিয়ায় প্রথমবার মেয়ের জন্মের মুহূর্তের ছবি শেয়ার করলেন রাজ ৷ ইয়ালিনির জন্মের পর ক্যামেরায় ধরা পরে নানা আবেগঘন সময় দেখে আপ্লুত অনুরাগীরাও ৷
এদিন হাসপাতালের পাঁচটি ছবি শেয়ার করেন রাজ ৷ যেখানে দেখা গিয়েছে শুভশ্রী অপারেশন থিয়েটারের বিছানায় শুয়ে ৷ তারপর ইয়ালিনির জন্মের পর লাল টুকটুকে মেয়েকে নিয়ে আসা হয় মা শুভশ্রীর সামনে ৷ সেখানে বিছানায় শুনে মেয়ের মুখ দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে শুভশ্রীর ৷ এরপরের ছবিতে দেখা গিয়েছে বাবা রাজকে ৷ হাসপাতালে পোশাক পরা অবস্থায় মেয়ে ইয়ালিনিকে হলুদ কাপড়ে জড়িয়ে কোলে তুলে নিয়েছেন তিনি ৷
তৃতীয় ছবিতে দাদা ইউভানের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে ছোট্ট ইয়ালিনি ৷ বোনকে কোলে নিয়ে মুগ্ধ চোখে দেখতে ব্যস্ত দাদা ইউভান ৷ এরপরের ছবিতে দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর মাকে ৷ হাসাপাতেলর বেডে শুয়ে শুভশ্রী ৷ নাতনি কোলে নিয়ে একগাল হাসি ঠাকুমার ৷ অন্যদিকে, শুভশ্রীও মেয়ের অদেখা ছবি শেয়ার করেছেন নেটপাড়ায় ৷ জানিয়েছেন, জন্মদিনের শুভেচ্ছা ৷
প্রথমবার এই ছবি দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷ তারাও একরত্তি ইয়ালিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ উল্লেখ্য, গত বছর আজকের দিনে শুভশ্রী-রাজের কোল আলো করে এল 'লিটল প্রিন্সেস' ৷ সোশাল হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে নেন পরিচালক রাজ চক্রবর্তী ৷ রাজ সেদিন পোস্টে লেখেন, "আমার ঘরে নতুন সদস্যকে ঘিরে সকলেই উচ্ছ্বসিত-আনন্দিত ৷ আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই আমাদের কন্যা সন্তানের জন্য ৷" খুশির খবর সামনে আসতেই ভেসে আসে শুভেচ্ছা বন্যা ৷
এই ছবি প্রকাশ্যে আসতেই ইউভানের মা-বাবাকে শুভেচ্ছা জানান অনুরাগীরাও ৷ কেউ লেখেন, "ছানার অপেক্ষায় রইলাম৷" আবার কেউ লেখেন, "দুগ্গা-দুগ্গা ৷" কেউ আবার লেখেন অবশেষে খেলার সাথী হিসাবে ছোট্ট বোনকে পেলেন দাদা ইউভান ৷