ETV Bharat / technology

গাড়িপ্রেমীদের জন্য সুখবর! বাজার কাঁপাতে এল BMW M2 কুপ

BMW ইন্ডিয়া সদ্য লঞ্চ করেছে আপডেটেড BMW M2 কুপ মডেল। আপডেট করা M2 মডেলে ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র সবটাই পরিবর্তন করা হয়েছে ৷

2024 BMW M2
2024 BMW M2 (ছবি BMW ইন্ডিয়া)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 30, 2024, 11:32 AM IST

হায়দরাবাদ: বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW ইন্ডিয়া ভারতীয় বাজারে তাদের আপডেটেড BMW M2 কুপ লঞ্চ করেছে । এই গাড়িটির এক্স শোরুম মূল্য 1.03 কোটি টাকা থেকে শুরু হয়েছে । BMW এখন আপডেট করা M2- ইঞ্জিন থেকে শুরু করে ছোট নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷ বর্ষশেষের বাজারে গাড়ি প্রেমীদের মধ্য়ে আলোড়োন সৃষ্টি করবে এই মডেলটি এমন মনে করছেন অনেকে ৷

2024 BMW M2
2024 BMW M2 এর সাইড প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

2024 BMW M2-এর Powertrain
BMW-এর M ডিভিশন মডেলে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হল M2-এর ইঞ্জিনের উপর আরও গুরত্ব দেওয়া হয়েছে ৷ BMW-র নতুন মডেলে টার্বোচার্জড 3.0-লিটার স্ট্রেইট সিক্স পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । এই ইঞ্জিনটির 480hp শক্তি উৎপন্ন করার ক্ষমতা আছে ৷ যা আগের মডেলের তুলনায় 20hp বেশি । এই ইঞ্জিনটি 2,650-6,130rpm এ 600Nm টর্ক উৎপন্ন করে ৷ এক্ষেত্রেও আগের থেকে 50Nm শক্তিশালী ।

2024 BMW M2
2024 BMW M2 এর সামনের প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

BMW-র তরফে দাবি করা হয়েছে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধির কারণে গাড়িটির গতিবেগ বৃদ্ধি পেয়েছে ৷ নতুন অত্যাধুনিক শক্তিশালী ইঞ্জিনে 8-স্পীড টর্ক কনভার্টার ও স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ যা 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স মডেলগুলির থেকে গতি অনেকটাই বেশি বেড়েছে গাড়ির গতি ৷

2024 BMW M2
2024 BMW M2- ব্য়াকসাইড প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

2024 BMW M2-এর ডিজাইন
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় 250 কিমি থাকলেও নতুন মডেলে গতিবেগ বেড়ে হয়েছে 285কিমি/ঘণ্টা। গাড়িটি নতুন মডেলগুলি তিনটি বিকল্প রঙে আনা হয়েছে ৷ নতুন BMW M2 কুপ মডেল সাও পাওলো ইয়েলো, ফায়ার রেড, পোর্টিমও ব্লু এবং স্কাইস্ক্র্যাপার গ্রে রঙে পাওয়া যাচ্ছে এছাড়াও, স্ট্যান্ডার্ড এম-এ চাকায় কালো ফিনিশ-সহ ডাবল-স্পোক ডিজাইন রয়েছে ৷ চাকার বিকল্প হিসেবে সিলভার ফিনিশিং রয়েছে ৷ এই মডেলের সামনের দিকটি 19-ইঞ্চি এবং পিছনের অংশ 20-ইঞ্চি । নতুন BMW M2-এর আভ্যন্তরীণ পরিবর্তন করা হয়েছে ৷ এতে ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল ইনস্টল করা হয়েছে ।

2024 BMW M2
2024 BMW M2 এর ইন্টেরিয়র (ছবি BMW ইন্ডিয়া)

আপডেটেড মডেলটিতে লেটেস্ট iDrive সিস্টেম ও নতুন ডিজিটাল অপারেটিং সিস্টেমের সুবিধা রয়েছে । যদিও ভারতে BMW M2-এর কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷ তবে এটির আকার এবং গতিশীলতার দিক থেকে মার্সিডিজ-AMG A 45 S হ্যাচব্যাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম ৷

উৎসবে রেকর্ড মাহিন্দ্রা থরের, অক্টোবরে বিক্রি 2 লক্ষ ইউনিট

হায়দরাবাদ: বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW ইন্ডিয়া ভারতীয় বাজারে তাদের আপডেটেড BMW M2 কুপ লঞ্চ করেছে । এই গাড়িটির এক্স শোরুম মূল্য 1.03 কোটি টাকা থেকে শুরু হয়েছে । BMW এখন আপডেট করা M2- ইঞ্জিন থেকে শুরু করে ছোট নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷ বর্ষশেষের বাজারে গাড়ি প্রেমীদের মধ্য়ে আলোড়োন সৃষ্টি করবে এই মডেলটি এমন মনে করছেন অনেকে ৷

2024 BMW M2
2024 BMW M2 এর সাইড প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

2024 BMW M2-এর Powertrain
BMW-এর M ডিভিশন মডেলে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হল M2-এর ইঞ্জিনের উপর আরও গুরত্ব দেওয়া হয়েছে ৷ BMW-র নতুন মডেলে টার্বোচার্জড 3.0-লিটার স্ট্রেইট সিক্স পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । এই ইঞ্জিনটির 480hp শক্তি উৎপন্ন করার ক্ষমতা আছে ৷ যা আগের মডেলের তুলনায় 20hp বেশি । এই ইঞ্জিনটি 2,650-6,130rpm এ 600Nm টর্ক উৎপন্ন করে ৷ এক্ষেত্রেও আগের থেকে 50Nm শক্তিশালী ।

2024 BMW M2
2024 BMW M2 এর সামনের প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

BMW-র তরফে দাবি করা হয়েছে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধির কারণে গাড়িটির গতিবেগ বৃদ্ধি পেয়েছে ৷ নতুন অত্যাধুনিক শক্তিশালী ইঞ্জিনে 8-স্পীড টর্ক কনভার্টার ও স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ যা 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স মডেলগুলির থেকে গতি অনেকটাই বেশি বেড়েছে গাড়ির গতি ৷

2024 BMW M2
2024 BMW M2- ব্য়াকসাইড প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

2024 BMW M2-এর ডিজাইন
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় 250 কিমি থাকলেও নতুন মডেলে গতিবেগ বেড়ে হয়েছে 285কিমি/ঘণ্টা। গাড়িটি নতুন মডেলগুলি তিনটি বিকল্প রঙে আনা হয়েছে ৷ নতুন BMW M2 কুপ মডেল সাও পাওলো ইয়েলো, ফায়ার রেড, পোর্টিমও ব্লু এবং স্কাইস্ক্র্যাপার গ্রে রঙে পাওয়া যাচ্ছে এছাড়াও, স্ট্যান্ডার্ড এম-এ চাকায় কালো ফিনিশ-সহ ডাবল-স্পোক ডিজাইন রয়েছে ৷ চাকার বিকল্প হিসেবে সিলভার ফিনিশিং রয়েছে ৷ এই মডেলের সামনের দিকটি 19-ইঞ্চি এবং পিছনের অংশ 20-ইঞ্চি । নতুন BMW M2-এর আভ্যন্তরীণ পরিবর্তন করা হয়েছে ৷ এতে ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল ইনস্টল করা হয়েছে ।

2024 BMW M2
2024 BMW M2 এর ইন্টেরিয়র (ছবি BMW ইন্ডিয়া)

আপডেটেড মডেলটিতে লেটেস্ট iDrive সিস্টেম ও নতুন ডিজিটাল অপারেটিং সিস্টেমের সুবিধা রয়েছে । যদিও ভারতে BMW M2-এর কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷ তবে এটির আকার এবং গতিশীলতার দিক থেকে মার্সিডিজ-AMG A 45 S হ্যাচব্যাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম ৷

উৎসবে রেকর্ড মাহিন্দ্রা থরের, অক্টোবরে বিক্রি 2 লক্ষ ইউনিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.