ETV Bharat / sports

ধোনির মতো কাউকে খুঁজে পাওয়া দুষ্কর, বলছেন স্মিথ

author img

By

Published : Jul 12, 2020, 6:55 PM IST

ধোনির নেতৃত্বদানের পদ্ধতি নিয়ে প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ৷

ধোনির মতো দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুস্কর, বলছেন স্মিথ
ধোনির মতো দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুস্কর, বলছেন স্মিথ

মুম্বই, 12 জুলাই : মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিস্ক আর ধীরভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্রিকেট বিশ্বে আর দু'টি নেই ৷ আর কোনওদিন হবেও না ৷ এভাবেই প্রশংসা করলেন গ্রেম স্মিথ ৷

কয়েকদিন আগেই 39তম জন্মদিন পালন করেছেন ধোনি ৷ অনেকে শুভেচ্ছা জানালেও জন্মদিনে সবার আড়ালেই থেকেছেন তিনি ৷ স্মিথ বলেন, "ক্রিকেট বিশ্ব ধোনির মতো দ্বিতীয় কাউকে কোনওদিনও পেতে পারে বলে আমার সন্দেহ রয়েছে ৷ ও শুধু নিজের কাজ করে গেছে ৷ শান্ত মস্তিস্কের ধোনির নেতৃত্বদানের ক্ষমতা বিরল ৷"

শুধু ধোনিই নন, বর্তমান BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ বলেন, "ক্রিকেট প্রশাসনে থাকার সুবাদে দাদার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি ৷ ফোন মারফতও বেশ কয়েকবার কথা হয়েছে ৷ টেস্ট ক্রিকেট, ক্যাপ্টেন্সি নিয়ে ওর সঙ্গে কথা হয় ৷ দাদার মধ্যেও শান্তভাব রয়েছে ৷ ওদের দু'জনের জন্যই আমার মনে অগাধ শ্রদ্ধা ৷"

মুম্বই, 12 জুলাই : মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিস্ক আর ধীরভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্রিকেট বিশ্বে আর দু'টি নেই ৷ আর কোনওদিন হবেও না ৷ এভাবেই প্রশংসা করলেন গ্রেম স্মিথ ৷

কয়েকদিন আগেই 39তম জন্মদিন পালন করেছেন ধোনি ৷ অনেকে শুভেচ্ছা জানালেও জন্মদিনে সবার আড়ালেই থেকেছেন তিনি ৷ স্মিথ বলেন, "ক্রিকেট বিশ্ব ধোনির মতো দ্বিতীয় কাউকে কোনওদিনও পেতে পারে বলে আমার সন্দেহ রয়েছে ৷ ও শুধু নিজের কাজ করে গেছে ৷ শান্ত মস্তিস্কের ধোনির নেতৃত্বদানের ক্ষমতা বিরল ৷"

শুধু ধোনিই নন, বর্তমান BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ বলেন, "ক্রিকেট প্রশাসনে থাকার সুবাদে দাদার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি ৷ ফোন মারফতও বেশ কয়েকবার কথা হয়েছে ৷ টেস্ট ক্রিকেট, ক্যাপ্টেন্সি নিয়ে ওর সঙ্গে কথা হয় ৷ দাদার মধ্যেও শান্তভাব রয়েছে ৷ ওদের দু'জনের জন্যই আমার মনে অগাধ শ্রদ্ধা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.