ETV Bharat / sports

Eden Ticket Scam: সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন-ম্যাচের টিকিট কেটে প্রতারিত, দেখা হল না কোহলির সেঞ্চুরি

Fraud with 4 Youths Over Eden Match Tickets: সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন ম্যাচের টিকিট কেটে প্রতারিত হলেন একদল যুবক ৷ প্রতারকরা তাঁদের ধর্মতলায় শহিদ মিনারের সামনে অপেক্ষা করতে বলেছিল ৷ কিন্তু, ম্যাচ শুরু হলেও, সেই টিকিট হাতে পেলেন না তাঁরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 7:10 PM IST

সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন ম্যাচের টিকিট কেটে প্রতারিত 4 যুবক

কলকাতা, 5 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আজ যেমন বিরাট কোহলির 49 তম ওয়ান-ডে সেঞ্চুরির আনন্দ রয়েছে, তেমনি কয়েকজনের মনে আক্ষেপ ও দুঃখ ৷ কারণ, ইডেনে বিরাট কোহলির জন্মদিনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার আশা নিয়ে এসেও আশাহত তাঁরা ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন ম্যাচের টিকিট কেটে প্রতারিত হয়েছেন কয়েকজন যুবক ৷ কেউ এসেছেন বারুইপুর থেকে, তো কেউ হলদিয়া ৷

ইডেন ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে বিতর্ক চলছে ৷ দায় কার ? তা নিয়ে টানাপোড়েনও চলছে । সেই কালোবাজারির সঙ্গেও যোগ হল প্রতারণা চক্র ৷ সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করা হয়েছিল ৷ সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েই প্রতারিত হলেন, হলদিয়ার সুরজিত সামন্ত ও কৌশিক সামন্ত এবং বারুইপুরের রাকেশ নস্কর ও গৌরাঙ্গ নস্কর ৷

কিন্তু, কীভাবে প্রতারণার এই ফাঁদ পাতা হয়েছিল ? প্রতারণার শিকার এই যুবকরা জানিয়েছেন, সোশাল মিডিয়ায় টিকিটের দামের অগ্রিম দিয়ে নথিভুক্ত করার কথা ইচ্ছুকদের জানানো হয়েছিল ৷ সেই বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন ওই যুবকরা ৷ তাঁদের মধ্যে কয়েকজন টিকিটের কিছু টাকা অনলাইনে দিয়েও দিয়েছিলেন বুকিং হিসেবে ৷ আর আজ ম্যাচের দিন তাঁদের মাতঙ্গীনি হাজরার মূর্তি, অর্থাৎ শহিদ মিনারের নীচে অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, লাগাতার ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

আরও পড়ুন: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন

ওই যুবকরা জানান, চব্বিশ ঘণ্টা আগেও বিজ্ঞাপনদাতা টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিল ৷ তখন ফোন তাদের পাওয়াও যাচ্ছিল ৷ কিন্তু, রবিবার সকাল থেকে ছবিটা বদলে গিয়েছে ৷ ফোন বাজছে, কিন্তু সাড়া মিলছে না ৷ বেলা গড়াতেই তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন ৷ ইডেনে প্রতিটি শটে দর্শকদের চিৎকার কানে আসলে তাদের হতাশা বাড়ছিল সোশাল মিডিয়ার মাধ্যমে ম্যাচ টিকিটের বিজ্ঞাপন দেখে টাকা দেওয়া দুই যুবক রাকেশ নস্কর ও গৌরাঙ্গ নস্কর ৷

তবে, হলদিয়ার সুরজিত সামন্ত ও কৌশিক সামন্ত টাকা দেননি ৷ ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন ছিল ৷ কিন্তু, শেষ পর্যন্ত সংযত করেছিলেন নিজেদের ৷ টাকা না দিয়ে ম্যাচের দিন সরাসরি টিকিট নিয়ে টাকা দেওয়ার কথা বলেছিলেন তাঁরা ৷ সেই মতো মাতঙ্গীনি হাজরার মূর্তির সামনে অপেক্ষা করছিলেন ৷ এই দু’জন সে অর্থে প্রতারিত হননি ৷ কিন্তু, আশাহত অবশ্যই হয়েছেন ৷

আরও পড়ুন: হায়দরাবাদে হাফ ম্যারাথনের উদ্বোধনে সুস্থ ও সবল ভারতের প্রচারে সচিন

জানা গিয়েছে, 900 টাকার তিনটে টিকিটের জন্য 6 হাজার টাকা চাওয়া হয়েছিল ৷ 2 হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন রাকেশ নস্কর ৷ বাকি টাকা টিকিট হাতে পাওয়ার পর দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, টিকিট পাননি ৷ শুধু 6 হাজারের বদলে 2 হাজার টাকার লোকসান হয়েছে এই টুকুই সান্ত্বনা তাঁদের ৷

সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন ম্যাচের টিকিট কেটে প্রতারিত 4 যুবক

কলকাতা, 5 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আজ যেমন বিরাট কোহলির 49 তম ওয়ান-ডে সেঞ্চুরির আনন্দ রয়েছে, তেমনি কয়েকজনের মনে আক্ষেপ ও দুঃখ ৷ কারণ, ইডেনে বিরাট কোহলির জন্মদিনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার আশা নিয়ে এসেও আশাহত তাঁরা ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন ম্যাচের টিকিট কেটে প্রতারিত হয়েছেন কয়েকজন যুবক ৷ কেউ এসেছেন বারুইপুর থেকে, তো কেউ হলদিয়া ৷

ইডেন ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে বিতর্ক চলছে ৷ দায় কার ? তা নিয়ে টানাপোড়েনও চলছে । সেই কালোবাজারির সঙ্গেও যোগ হল প্রতারণা চক্র ৷ সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করা হয়েছিল ৷ সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েই প্রতারিত হলেন, হলদিয়ার সুরজিত সামন্ত ও কৌশিক সামন্ত এবং বারুইপুরের রাকেশ নস্কর ও গৌরাঙ্গ নস্কর ৷

কিন্তু, কীভাবে প্রতারণার এই ফাঁদ পাতা হয়েছিল ? প্রতারণার শিকার এই যুবকরা জানিয়েছেন, সোশাল মিডিয়ায় টিকিটের দামের অগ্রিম দিয়ে নথিভুক্ত করার কথা ইচ্ছুকদের জানানো হয়েছিল ৷ সেই বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন ওই যুবকরা ৷ তাঁদের মধ্যে কয়েকজন টিকিটের কিছু টাকা অনলাইনে দিয়েও দিয়েছিলেন বুকিং হিসেবে ৷ আর আজ ম্যাচের দিন তাঁদের মাতঙ্গীনি হাজরার মূর্তি, অর্থাৎ শহিদ মিনারের নীচে অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, লাগাতার ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

আরও পড়ুন: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন

ওই যুবকরা জানান, চব্বিশ ঘণ্টা আগেও বিজ্ঞাপনদাতা টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিল ৷ তখন ফোন তাদের পাওয়াও যাচ্ছিল ৷ কিন্তু, রবিবার সকাল থেকে ছবিটা বদলে গিয়েছে ৷ ফোন বাজছে, কিন্তু সাড়া মিলছে না ৷ বেলা গড়াতেই তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন ৷ ইডেনে প্রতিটি শটে দর্শকদের চিৎকার কানে আসলে তাদের হতাশা বাড়ছিল সোশাল মিডিয়ার মাধ্যমে ম্যাচ টিকিটের বিজ্ঞাপন দেখে টাকা দেওয়া দুই যুবক রাকেশ নস্কর ও গৌরাঙ্গ নস্কর ৷

তবে, হলদিয়ার সুরজিত সামন্ত ও কৌশিক সামন্ত টাকা দেননি ৷ ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন ছিল ৷ কিন্তু, শেষ পর্যন্ত সংযত করেছিলেন নিজেদের ৷ টাকা না দিয়ে ম্যাচের দিন সরাসরি টিকিট নিয়ে টাকা দেওয়ার কথা বলেছিলেন তাঁরা ৷ সেই মতো মাতঙ্গীনি হাজরার মূর্তির সামনে অপেক্ষা করছিলেন ৷ এই দু’জন সে অর্থে প্রতারিত হননি ৷ কিন্তু, আশাহত অবশ্যই হয়েছেন ৷

আরও পড়ুন: হায়দরাবাদে হাফ ম্যারাথনের উদ্বোধনে সুস্থ ও সবল ভারতের প্রচারে সচিন

জানা গিয়েছে, 900 টাকার তিনটে টিকিটের জন্য 6 হাজার টাকা চাওয়া হয়েছিল ৷ 2 হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন রাকেশ নস্কর ৷ বাকি টাকা টিকিট হাতে পাওয়ার পর দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, টিকিট পাননি ৷ শুধু 6 হাজারের বদলে 2 হাজার টাকার লোকসান হয়েছে এই টুকুই সান্ত্বনা তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.