জম্মু ও কাশ্মীর, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে, শনিবার ভোরে নাগাদ জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা উত্তপ্ত হয়ে উঠল সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ৷ জঙ্গল ঘেঁষা এলাকায় সেনার যে অস্থায়ী ক্যাম্প রয়েছে এদিন সেখানে গুলি চালায় জঙ্গিরা ৷
বাটোদ পঞ্চায়েতের অস্থায়ী ওই সেনা ক্যাম্পের জওয়ানরা গতকাল রাত দেড়টা নাগাদ সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি টের পান ৷ জানা গিয়েছে, এদিন ভোর নাগাদ গুলি চালায় সন্দেহভাজনরা ৷ তারপর থেকে তারা পলাতক ৷ পলাতকদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে ৷ জম্মু প্রতিরক্ষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল ভরতওয়ালের মতে, ভাটোলি এলাকায় সন্ত্রাসীদের সন্দেহজনক গতিবিধি ছিল সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প তৈরি করা হয়েছিল। তারপরই গুলির লডা়ই শুরু হয় ৷ তদন্ত চলছে।"
যাইহোক, উভয় পক্ষের কোনও হতাহতের ঘটনা ঘটেনি, কর্মকর্তারা বলেছেন যে সন্ত্রাসীরা, সংখ্যায় বেশ কয়েকজন ছিল ৷ তারা কাছাকাছি জঙ্গল হয়ে পালিয়ে গিয়েছে ৷ আগামিকাল প্রজাতন্ত্র দিবস ৷ 26 জানুয়ারিতে উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে যখন চারিদিকে আঁটোসাঁটো নিরাপত্তা তখন কাশ্মীরে সেন-জঙ্গির গুলির লড়াই চলছে ৷
উল্লেখ্য, দেশের সীমান্তগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। প্রজাতন্ত্র দিবসে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সীমান্তে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন বিএসএফের স্পেশাল ডিজি। 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত বিশেষভাবে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে।
এদিকে রাজধানী দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতিবছর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। এই বছর সংবিধান গৃহীত হওয়ার 75 বছর পূর্ণ হচ্ছে। যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।