ETV Bharat / state

কৃষ্ণনগর থেকে কুম্ভ ! রিক্সায় স্ত্রীকে নিয়ে চললেন 78 বছরের বৃদ্ধ - MAHA KUMBH MELA 2025

ভ্যান রিক্সায় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজের কুম্ভ মেলার উদ্দেশ্য়ে রওনা দিলেন কৃষ্ণনগরের বৃৃদ্ধ ৷ সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করার লক্ষ্য়ে তাঁর এই যাত্রা ৷

MAHA KUMBH MELA 2025
রিক্সায় কুম্ভের উদ্দেশ্য়ে নদিয়ার বৃদ্ধ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 2:32 PM IST

নদিয়া, 25 জানুয়ারি: নাম দুলাল বিশ্বাস ৷ তবে এলাকায় সকলের কাছে তিনি 'বাঁকা দা' হিসেবেই বেশি পরিচিত । কৃষ্ণনগরে হাই স্ট্রিট এলাকায় এক সময় দর্জির দোকান ছিল তাঁর ৷ বয়স বেড়ে যাওয়ায় নিয়মিত তেমন কোনও কাজ করেন না ৷ হাতে সময় রয়েছে অগাধ ৷ সময় কাজে লাগিয়ে ভ্যান রিক্সা চালিয়ে কৃষ্ণনগর থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিলেন 78 বছরের বৃদ্ধ ৷ স্ত্রী'র আবদার রাখতে দীর্ঘ এই যাত্রায় তাঁকেও সঙ্গে নিয়েছেন দুলাল বিশ্বাস ৷

নদিয়ার এই বৃদ্ধর প্যাডেলে পায়ের চাপ দেওয়ার সখ বহুদিনের ৷ সেলাই মেশিনের হোক, কিংবা সাইকেলের, তাঁর পা দুটি কখনও থেমে থাকে না ৷ হাতে অফুরন্ত সময় থাকায় প্রতি রবিবার বন্ধুদের সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে বেড়িয়ে পড়েন তিনি ৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তিনি ৷ বেশ কয়েকবার তাঁর সংগঠনের 'নদী বাঁচাও, জল বাঁচাও' স্লোগান নিয়ে সাইকেল অভিযানের প্রথম সারিতে দেখা গিয়েছে দুলাল বিশ্বাসকে ৷ সাইকেলকে সঙ্গী করে বেশ কয়েকটি ছোট ছোট মাইলস্টোন সম্পূর্ণ করেছেন তিনি ৷ এবার আর ছোট কোনও যাত্রা নয়, সোজা প্রয়াগরাজ ৷

তবে অবশ্য তীর্থ করতে নয়, এই যাত্রার অন্য উদ্দেশ্য় রয়েছে দুলাল বিশ্বাসের ৷ তাঁর কথায়, পরিবেশ, জল সংরক্ষণ, নদী প্রভৃতি বিষয়ে সাধারণ মানুষের মধ্য়ে বার্তা পৌঁছে দিতে এই যাত্রা ৷ প্রতি বছর পরিবেশ সম্পর্কে সতর্কবার্তা ছড়িয়ে দিতে একাধিক অভিযান করেন দুলাল বিশ্বাস ৷ এই যাত্রাও তারই একটি অঙ্গ ৷

দুলাল বিশ্বাস জানান, প্রায় 12 বছর আগে এই ভ্যান রিক্সার উপরের অংশটি লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা । সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে । স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছে প্রকাশ করে যাওয়ার ৷ এড়াতে পারেননি তিনি । তবে এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন । গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম । রয়েছে গান শোনার বক্সও । ইতিমধ্যেই, তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন ৷ ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ধমান ছাড়িয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷

পড়ুন: বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার ! চমকে গেল বিএসএফ

নদিয়া, 25 জানুয়ারি: নাম দুলাল বিশ্বাস ৷ তবে এলাকায় সকলের কাছে তিনি 'বাঁকা দা' হিসেবেই বেশি পরিচিত । কৃষ্ণনগরে হাই স্ট্রিট এলাকায় এক সময় দর্জির দোকান ছিল তাঁর ৷ বয়স বেড়ে যাওয়ায় নিয়মিত তেমন কোনও কাজ করেন না ৷ হাতে সময় রয়েছে অগাধ ৷ সময় কাজে লাগিয়ে ভ্যান রিক্সা চালিয়ে কৃষ্ণনগর থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিলেন 78 বছরের বৃদ্ধ ৷ স্ত্রী'র আবদার রাখতে দীর্ঘ এই যাত্রায় তাঁকেও সঙ্গে নিয়েছেন দুলাল বিশ্বাস ৷

নদিয়ার এই বৃদ্ধর প্যাডেলে পায়ের চাপ দেওয়ার সখ বহুদিনের ৷ সেলাই মেশিনের হোক, কিংবা সাইকেলের, তাঁর পা দুটি কখনও থেমে থাকে না ৷ হাতে অফুরন্ত সময় থাকায় প্রতি রবিবার বন্ধুদের সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে বেড়িয়ে পড়েন তিনি ৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তিনি ৷ বেশ কয়েকবার তাঁর সংগঠনের 'নদী বাঁচাও, জল বাঁচাও' স্লোগান নিয়ে সাইকেল অভিযানের প্রথম সারিতে দেখা গিয়েছে দুলাল বিশ্বাসকে ৷ সাইকেলকে সঙ্গী করে বেশ কয়েকটি ছোট ছোট মাইলস্টোন সম্পূর্ণ করেছেন তিনি ৷ এবার আর ছোট কোনও যাত্রা নয়, সোজা প্রয়াগরাজ ৷

তবে অবশ্য তীর্থ করতে নয়, এই যাত্রার অন্য উদ্দেশ্য় রয়েছে দুলাল বিশ্বাসের ৷ তাঁর কথায়, পরিবেশ, জল সংরক্ষণ, নদী প্রভৃতি বিষয়ে সাধারণ মানুষের মধ্য়ে বার্তা পৌঁছে দিতে এই যাত্রা ৷ প্রতি বছর পরিবেশ সম্পর্কে সতর্কবার্তা ছড়িয়ে দিতে একাধিক অভিযান করেন দুলাল বিশ্বাস ৷ এই যাত্রাও তারই একটি অঙ্গ ৷

দুলাল বিশ্বাস জানান, প্রায় 12 বছর আগে এই ভ্যান রিক্সার উপরের অংশটি লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা । সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে । স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছে প্রকাশ করে যাওয়ার ৷ এড়াতে পারেননি তিনি । তবে এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন । গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম । রয়েছে গান শোনার বক্সও । ইতিমধ্যেই, তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন ৷ ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ধমান ছাড়িয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷

পড়ুন: বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার ! চমকে গেল বিএসএফ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.