বজবজ, 24 জানুয়ারি: ফের বন্দুকের নলের নিশানায় তৃণমূল কংগ্রেসের নেতা ৷ এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বজবজ ৷ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শনিবার সকালে গুরুতর জখম হয়েছেন কৃষ্ণ মণ্ডল নামে তৃণমূল কংগ্রেসের ওই নেতা ৷ একে তিনি শাসক দলের নেতা, তার উপর ঘটনাস্থল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত, তাই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে ৷
ওই নেতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয় ৷ আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷
ঘটনাটি ঠিক কী ?
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি ঘটে শনিবার সকাল 11টা নাগাদ ৷ ঘটনাস্থল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালি ডাঙারিয়া 75 নম্বর রোডে । সেখানেই ছিলেন স্থানীয় রায়পুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ মণ্ডল ৷ সেই সময় বাইকে তিনজন যুবক সেখানে আসে ৷
স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে । তাঁকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চড়ে আসা দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল । তার উপর আবার মাথায় ছিল হেলমেট । তাই তাদের চিনতে পারেননি কেউ । কী কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয় । ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও অভিসন্ধি রয়েছে, তাও পরিষ্কার নয় ।
তবে আহত নেতার দাদা তপন মণ্ডলের দাবি, এর আগেও একবার গুলি করা হয়েছিল ৷ সেবার তৃণমূলের লোকেরাই গুলি চালাতে বলেছিল ৷ এবারও দলের লোকেরাই এই ঘটনায় জড়িত ৷
নোদাখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে । এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা । তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দিনেদুপুরে এমন শুটআউটের ঘটনা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয় । সেক্ষেত্রে গুলি করার আগে কেউ তাঁকে হুমকি দিয়েছিলেন, ঘটনাস্থলে তৃণমূল নেতাকে কেউ ডেকে পাঠিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।
এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, শনিবার সকালে এলাকায় দুষ্কৃতীরা একটি বাইকে করে এসে তৃণমূল নেতাকে গুলি করে । স্থানীয়রা আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে । সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে । সমস্ত দিক খতিয়ে দেখাচ্ছে ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে । দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে ।