ETV Bharat / sitara

'রবীন্দ্র উৎসব'-এ অংশ নিতে শহরে সিঙ্গাপুর সহ 3 বিদেশি নাট্য দল

19 সেপ্টেম্বর থেকে চলছে 'রবীন্দ্র উৎসব 2019' । চলবে পাঁচদিন । হোচিমিন সরণির ICCR-র সত্যজিৎ রায় অডিটোরিয়ামে । এই বছর তিনটি বিদেশি গ্রুপ এসেছে উৎসবে অংশগ্রহণ করতে । দুটি কলকাতা ও তার আশপাশের দলও আছে । যে তিনটি বিদেশি দল এবছর অংশগ্রহণ করছেন, তারা এসেছেন সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে ।

রবীন্দ্র উৎসব
author img

By

Published : Sep 22, 2019, 1:37 PM IST

Updated : Sep 22, 2019, 2:40 PM IST

কলকাতা : রবীন্দ্রনাথের সৃষ্টি বিশ্বের সব দেশে ছড়িয়ে রয়েছে । তাই কলকাতায় প্রতি বছর রবীন্দ্র উৎসবে অংশগ্রহণ করতে বিদেশ থেকেও নাট্যদল হাজির হয় । গত 12 বছর ধরে 'হ্যাপেনিংস' নামে একটি সংস্থা আয়োজন করে আসছে এই উৎসবের । এবছর 19 সেপ্টেম্বর থেকে চলছে 'রবীন্দ্র উৎসব 2019' । চলবে পাঁচদিন । হোচিমিন সরণির ICCR-র সত্যজিৎ রায় অডিটোরিয়ামে । উৎসব সম্পর্কে অনেক কথা জানালেন উদ্যোক্তা অভিজিৎ দাশগুপ্ত ।

এই উৎসবের প্রাণপুরুষ হাবিব তানবীর এবং ভিজি আয়েঙ্গার । তানবীর এখন আর নেই । ভিজি আয়েঙ্গারকে আসার অনুমতি দেননি ডাক্তার । এই বছর তিনটি বিদেশি গ্রুপ এসেছে উৎসবে অংশগ্রহণ করতে । দুটি কলকাতা ও তার আশপাশের দলও আছে । যে তিনটি বিদেশি দল এবছর অংশগ্রহণ করছেন, তারা এসেছেন সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে ।

ভিডিয়োয় শুনুন অভিজিৎ দাশগুপ্তর বক্তব্য

কলকাতার নাট্যদল 'উহিনী' মঞ্চস্থ করল 'মুক্তধারা' নাটকটি । 'দেবতার গ্রাস' গল্প অবলম্বনে সিঙ্গাপুরের 'টেগর সোসাইটি' মঞ্চস্থ করল 'হঠাৎ এক মঞ্চে' । কলকাতা থেকে 'তোতার কাহানি' মঞ্চস্থ করল বালার্ক নাট্যদল । মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কলকাতায় এসে নাটক মঞ্চস্থ করবে 'টেগর মিউজিক গ্রুপ' । তাদের নাটকের নাম 'মাটির কন্যা' । উৎসবের শেষদিন মঞ্চস্থ হবে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক 'তাসের দেশ' । আগের উৎসবগুলিতে বাইরে থেকে এসে অংশগ্রহণ করে গেছে আফগানিস্থান, শ্রীলঙ্কার মতো দেশও । তবে উৎসবে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে প্রতিবেশী বাংলাদেশ ।

অভিজিৎ বলেন, "কলকাতা শহরে থিয়েটারে খুব বেশি মানুষ আসেন না । যাঁরা আসেন, তাঁরা সিরিয়াস । এই বছর আমরা পুরো অনুষ্ঠানটি ভিডিয়ো রেকর্ড করছি । আমরা এই বছর রবীন্দ্রনাথকে একটা অন্য রূপে দেখতে চাইছি, প্রতিবাদের স্বর হিসেবে । আমরা রবীন্দ্রনাথকে জানি একজন কবি হিসেবে । কিন্তু তিনি কবি ছাড়াও অনেককিছু ছিলেন । তিনি প্রতিবাদী ছিলেন । তিনি রেভলিউশনারি ।"

কলকাতা : রবীন্দ্রনাথের সৃষ্টি বিশ্বের সব দেশে ছড়িয়ে রয়েছে । তাই কলকাতায় প্রতি বছর রবীন্দ্র উৎসবে অংশগ্রহণ করতে বিদেশ থেকেও নাট্যদল হাজির হয় । গত 12 বছর ধরে 'হ্যাপেনিংস' নামে একটি সংস্থা আয়োজন করে আসছে এই উৎসবের । এবছর 19 সেপ্টেম্বর থেকে চলছে 'রবীন্দ্র উৎসব 2019' । চলবে পাঁচদিন । হোচিমিন সরণির ICCR-র সত্যজিৎ রায় অডিটোরিয়ামে । উৎসব সম্পর্কে অনেক কথা জানালেন উদ্যোক্তা অভিজিৎ দাশগুপ্ত ।

এই উৎসবের প্রাণপুরুষ হাবিব তানবীর এবং ভিজি আয়েঙ্গার । তানবীর এখন আর নেই । ভিজি আয়েঙ্গারকে আসার অনুমতি দেননি ডাক্তার । এই বছর তিনটি বিদেশি গ্রুপ এসেছে উৎসবে অংশগ্রহণ করতে । দুটি কলকাতা ও তার আশপাশের দলও আছে । যে তিনটি বিদেশি দল এবছর অংশগ্রহণ করছেন, তারা এসেছেন সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে ।

ভিডিয়োয় শুনুন অভিজিৎ দাশগুপ্তর বক্তব্য

কলকাতার নাট্যদল 'উহিনী' মঞ্চস্থ করল 'মুক্তধারা' নাটকটি । 'দেবতার গ্রাস' গল্প অবলম্বনে সিঙ্গাপুরের 'টেগর সোসাইটি' মঞ্চস্থ করল 'হঠাৎ এক মঞ্চে' । কলকাতা থেকে 'তোতার কাহানি' মঞ্চস্থ করল বালার্ক নাট্যদল । মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কলকাতায় এসে নাটক মঞ্চস্থ করবে 'টেগর মিউজিক গ্রুপ' । তাদের নাটকের নাম 'মাটির কন্যা' । উৎসবের শেষদিন মঞ্চস্থ হবে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক 'তাসের দেশ' । আগের উৎসবগুলিতে বাইরে থেকে এসে অংশগ্রহণ করে গেছে আফগানিস্থান, শ্রীলঙ্কার মতো দেশও । তবে উৎসবে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে প্রতিবেশী বাংলাদেশ ।

অভিজিৎ বলেন, "কলকাতা শহরে থিয়েটারে খুব বেশি মানুষ আসেন না । যাঁরা আসেন, তাঁরা সিরিয়াস । এই বছর আমরা পুরো অনুষ্ঠানটি ভিডিয়ো রেকর্ড করছি । আমরা এই বছর রবীন্দ্রনাথকে একটা অন্য রূপে দেখতে চাইছি, প্রতিবাদের স্বর হিসেবে । আমরা রবীন্দ্রনাথকে জানি একজন কবি হিসেবে । কিন্তু তিনি কবি ছাড়াও অনেককিছু ছিলেন । তিনি প্রতিবাদী ছিলেন । তিনি রেভলিউশনারি ।"

Intro:রবীন্দ্রনাথ শুধু ভারতীয় নন। তিনি আন্তর্জাতিক। তাঁর সৃষ্টি সমাদৃত বিশ্বের সবকটি দেশে। যে কারণে, প্রতিবছর রবীন্দ্র উৎসবে অংশগ্রহণ করতে বিদেশ থেকেও নাট্যদল হাজির হয় কলকাতায়। এবছরটাও তার ব্যতিক্রম ঘটেনি। গত ১২ বছর হ্যাপেনিংস নামের একটি সংস্থা পালন করে আসছে এই উৎসব। এবছর হাপেনিংস 'রবীন্দ্র উৎসব ২০১৯' শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে। চলবে টানা পাঁচদিন। পালিত হচ্ছে মধ্যকলকাতার হোচিমিন সরণীর ICCRএর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। উৎসবে উপস্থিত ETV ভারত সিতারা কথা বলল উদ্যোক্তা অভিজিত দাশগুপ্তর সঙ্গে।


Body:এই উৎসবের প্রাণপুরুষ হাবিব তানবীর এবং ভিজি আয়েঙ্গার। তানবীর এখন আর নেই। ভিজি আয়েঙ্গারকে আসার অনুমতি দেননি ডাক্তার। এই বছর তিনটি বিদেশি গ্রুপ এসেছে উৎসবে অংশগ্রহণ করতে। দুটি কলকাতা ও তার আশপাশের দলও আছে। যে তিনটি বিদেশি দল এবছর অংশগ্রহণ করছেন, তারা এসেছেন সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে। কলকাতার নাট্যদল 'উহিনী' মঞ্চস্থ করল 'মুক্তধারা' নাটকটি। 'দেবতার গ্রাস' গল্প অবলম্বনে সিঙ্গাপুরের 'টেগর সোসাইটি' মঞ্চস্থ করল 'হঠাৎ এক মঞ্চে'। কলকাতা থেকে 'তোতার কাহানি' মঞ্চস্থ করল বালার্ক নাট্যদল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কলকাতায় এসে নাটক মঞ্চস্থ করবে 'টেগর মিউজিক গ্রুপ'। তাদের নাটকের নাম 'মাটির কন্যা'। উৎসবের শেষদিন মঞ্চস্থ হবে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক 'তাসের দেশ'। আগের উৎসবগুলিতে বাইরে থেকে এসে অংশগ্রহণ করে গেছে আফগানিস্থান, শ্রীলঙ্কার মতো দেশও। তবে উৎসবে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে প্রতিবেশী বাংলাদেশ।


Conclusion:উৎসবের উদ্যোক্তা অভিজিত দাশগুপ্ত আমাদের বললেন, "কলকাতা শহরে থিয়েটারে খুব বেশি মানুষ আসেন না। যাঁরা আসেন, তাঁরা সিরিয়াস। এই বছর আমরা পুরো অনুষ্ঠানটি ভিডিও টেপ করছি। আমরা এই বছর রবীন্দ্রনাথকে একটা অন্য রূপে দেখতে চাইছি, প্রতিবাদের স্বর হিসেবে। আমরা রবীন্দ্রনাথকে জানি একজন কবি হিসেবে। কিন্তু তিনি কবি ছাড়াও অনেককিছু ছিলেন। তিনি প্রতিবাদী ছিলেন। তিনি রেভলিউশনারি।" ভিডিওতে শুনুন সম্পূর্ণ বক্তব্য :
Last Updated : Sep 22, 2019, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.