ETV Bharat / sitara

ব্যর্থ সম্পর্কের প্রতিশোধের গল্প বলছে 'বালিগঞ্জ ১৯৯০'

পৌরাণিক বা ঐতিহাসিক জনরাতে অনেক নাটক হলেও রহস্য, থ্রিলার নিয়ে তেমন কাজ দেখা যায়নি ভারতীয় নাটকে । এবার তাই তথাকথিত জনরা থেকে বেরিয়ে প্রতিশোধের গল্প নিয়ে নাটক আনলেন পরিচালক অতুল সত্য কৌশিক ।

বালিগঞ্জ ১৯৯০
author img

By

Published : Jul 23, 2019, 10:21 AM IST

Updated : Jul 23, 2019, 2:18 PM IST

কলকাতা : তিনি দশক আগের বালিগঞ্জ । পরিচালক অতুল সত্য কৌশিকের একটি নাটক । যার প্রেক্ষাপট প্রেম, আকাঙ্ক্ষা, ক্ষতি ও রহস্যের অন্তর্গত ।

85 মিনিটের 'বালিগঞ্জ ১৯৯০' নাটকটিতে মুখ্য চরিত্রে রয়েছেন 'ক্রাইম পেট্রল'-র অ্যাঙ্কর অনুপ সোনি । তবে নাটকের কাহিনী ও সম্পাদনাও দর্শককে নাটকের সঙ্গে জড়িয়ে রাখবে ।

অনুপ হিন্দি নাটকটিকে "প্রতিশোধের গল্প" হিসেবে বর্ণনা করেছেন । যেখানে তাঁর চরিত্রটি উচ্চাকাঙ্ক্ষার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় । পরে ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ফিরে আসে । কোনও বিরতি ছাড়াই একটি সাধারণ প্রেমের গল্প থেকে অপরাধে পরিণত হওয়াকে ধাপে ধাপে নাটকে দেখানো হয়েছে ।

এখনও পর্যন্ত বেশিরভাগ নাটকই সামাজিক-রাজনৈতিক বা পৌরাণিক থিমের উপর তৈরি হয়েছে । কিন্তু থ্রিলারের উপর সেভাবে কখনও নাটক হয়নি । পরিচালক কৌশিক এই জনরাতে এই প্রথম নাটক তৈরি করছেন । একটি ব্যর্থ সম্পর্কের প্রতিশোধের গল্প রয়েছে 'বালিগঞ্জ ১৯৯০'-তে ।

কলকাতা : তিনি দশক আগের বালিগঞ্জ । পরিচালক অতুল সত্য কৌশিকের একটি নাটক । যার প্রেক্ষাপট প্রেম, আকাঙ্ক্ষা, ক্ষতি ও রহস্যের অন্তর্গত ।

85 মিনিটের 'বালিগঞ্জ ১৯৯০' নাটকটিতে মুখ্য চরিত্রে রয়েছেন 'ক্রাইম পেট্রল'-র অ্যাঙ্কর অনুপ সোনি । তবে নাটকের কাহিনী ও সম্পাদনাও দর্শককে নাটকের সঙ্গে জড়িয়ে রাখবে ।

অনুপ হিন্দি নাটকটিকে "প্রতিশোধের গল্প" হিসেবে বর্ণনা করেছেন । যেখানে তাঁর চরিত্রটি উচ্চাকাঙ্ক্ষার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় । পরে ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ফিরে আসে । কোনও বিরতি ছাড়াই একটি সাধারণ প্রেমের গল্প থেকে অপরাধে পরিণত হওয়াকে ধাপে ধাপে নাটকে দেখানো হয়েছে ।

এখনও পর্যন্ত বেশিরভাগ নাটকই সামাজিক-রাজনৈতিক বা পৌরাণিক থিমের উপর তৈরি হয়েছে । কিন্তু থ্রিলারের উপর সেভাবে কখনও নাটক হয়নি । পরিচালক কৌশিক এই জনরাতে এই প্রথম নাটক তৈরি করছেন । একটি ব্যর্থ সম্পর্কের প্রতিশোধের গল্প রয়েছে 'বালিগঞ্জ ১৯৯০'-তে ।

Baltal (Jammu - Kashmir), July 23 (ANI): Continuing to extend a helping hand to Amarnath Yatra pilgrims, personnel of the Indo-Tibetan Border Police (ITBP) administered oxygen to devotees and shielded them from shooting stones. More than 161 pilgrims have been provided oxygen till now by ITBP personnel. Amarnath cave is considered as one of the holiest shrines for Hindus. ITBP is trying to provide all the possible aid to the pilgrims during their pilgrimage, to make their travel more convenient and safe. Impressed by the services provided, pilgrims were seen saluting and cheering for the personnel. In another attempt to help the devotees, ITBP troops made a human shield to protect them from getting injured by the stones falling from a mountain in Baltal. The 46-day-long yatra began on July 1, the day of Masik Shivratri, and will conclude on August 15.

Last Updated : Jul 23, 2019, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.