কলকাতা : তিনি দশক আগের বালিগঞ্জ । পরিচালক অতুল সত্য কৌশিকের একটি নাটক । যার প্রেক্ষাপট প্রেম, আকাঙ্ক্ষা, ক্ষতি ও রহস্যের অন্তর্গত ।
85 মিনিটের 'বালিগঞ্জ ১৯৯০' নাটকটিতে মুখ্য চরিত্রে রয়েছেন 'ক্রাইম পেট্রল'-র অ্যাঙ্কর অনুপ সোনি । তবে নাটকের কাহিনী ও সম্পাদনাও দর্শককে নাটকের সঙ্গে জড়িয়ে রাখবে ।
অনুপ হিন্দি নাটকটিকে "প্রতিশোধের গল্প" হিসেবে বর্ণনা করেছেন । যেখানে তাঁর চরিত্রটি উচ্চাকাঙ্ক্ষার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় । পরে ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ফিরে আসে । কোনও বিরতি ছাড়াই একটি সাধারণ প্রেমের গল্প থেকে অপরাধে পরিণত হওয়াকে ধাপে ধাপে নাটকে দেখানো হয়েছে ।
এখনও পর্যন্ত বেশিরভাগ নাটকই সামাজিক-রাজনৈতিক বা পৌরাণিক থিমের উপর তৈরি হয়েছে । কিন্তু থ্রিলারের উপর সেভাবে কখনও নাটক হয়নি । পরিচালক কৌশিক এই জনরাতে এই প্রথম নাটক তৈরি করছেন । একটি ব্যর্থ সম্পর্কের প্রতিশোধের গল্প রয়েছে 'বালিগঞ্জ ১৯৯০'-তে ।