ETV Bharat / state

ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল মহিলার ! মানসিক চাপেই কি চরম সিদ্ধান্ত নিলেন ভাইস চেয়ারম্যান, উঠছে প্রশ্ন - MUNICIPAL VICE CHAIRMAN

শুক্রবার থেকে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় নিখোঁজ ছিলেন । শনিবার সকালে ভাড়া বাড়ির ছাদের পরিত্যক্ত ঘর থেকে দেহ উদ্ধার হয় ৷ দেহের পাশে মিলল চিঠি।

municipal vice chairman
উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 3:37 PM IST

Updated : Nov 16, 2024, 4:49 PM IST

ব‍্যারাকপুর, 16 নভেম্বর: দিনের পর দিন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে ৷ সেই মানসিক চাপ সহ্য করতে না-পেরে কি চরম পদক্ষেপ নিয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ?

পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে । মৃতের আত্মীয়দের দাবি, ওই চিঠিতে এক মহিলা ও তাঁর স্বামীর নাম রয়েছে ৷ তাঁরাই সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য দায়ী ৷ এই চিঠি ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য ৷

ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল মহিলার! মানসিক চাপে আত্মঘাতী ভাইস চেয়ারম্যান ? সুইসাইড নোটে চাঞ্চল্যকর তথ্য (ইটিভি ভারত)

উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের এক আত্মীয় বলেন, "দাদার দেহের পাশে একটি চিঠি পাওয়া গিয়েছে ৷ তাতে সব লেখা আছে ৷ দাদা চিঠিতে এক মহিলা ও তাঁর স্বামীর নাম লিখে গিয়েছেন ৷ দাদার কাছে থেকে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেল করে নিয়েছে ৷ দাদার মৃত্যুর জন্য এক মহিলা ও তাঁর স্বামী দায়ী ৷ ন'মাস ধরে দাদাকে ভুয়ো ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করেছে তাঁরা ৷ আমরা ওই মহিলার শাস্তি চাই ৷"

municipal vice chairman
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (নিজস্ব ছবি)

একদিন নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের । শনিবার সকালে ভাড়া বাড়ির ছাদের পরিত্যক্ত একটি ঘর থেকে তাঁর দেহটি উদ্ধার হয় । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ​ ।

municipal vice chairman
পরিত্যক্ত ঘর থেকে ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ উদ্ধার (নিজস্ব ছবি)

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়ি ফেরেননি । দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তাঁর খোঁজ মেলেনি । এ দিন রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায় । পরিচিতরা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেন । কিন্তু, ফোন বন্ধ থাকায় সত‍্যজিতের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি তারা ।

কোথাও তাঁর হদিশ না-মেলায় শেষে পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন । শনিবার সকাল 10টা নাগাদ বাড়ির ছাদে পরিত্যক্ত একটি ঘরে নিখোঁজ সত‍্যজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তাঁর দেহ দেখতে পরিবারের লোকজন খবর দেয় নোয়াপাড়া থানায় । এরপর পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর ব্যারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন । 1984 সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন । প্রথমে কংগ্রেস করলেও 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান । 2022 সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপ-পুরপ্রধানের দায়িত্ব দেয় ।

municipal vice chairman
নিখোঁজ উপ পুরপ্রধানের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় উত্তেজনা (নিজস্ব ছবি)

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন । সম্প্রতি তাঁর বাড়ির সংস্কারের কাজ চলছে । তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন । বাড়িতে তাঁর মা, স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে । তিন ভাইয়ের মধ্যে সত্যজিৎ ছিলেন সবথেকে বড় ।

এই বিষয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, "বৃহস্পতিবার বিকেলেও পুরসভায় সত্যজিতের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে । তাঁর কথাবার্তা ও আচরণের মধ্যে আমি কোনও অস্বাভাবিকতা পাইনি । গতকাল পরিবারের লোকেরা আমাকে তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন । আজ সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি । ঠিক কী ঘটনা ঘটেছে, পুলিশ তা তদন্ত করছে ।"

এদিকে, এই রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত করতে নিহত তৃণমূল নেতার বাড়িতে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস । তিনি বলেন, "তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে । বাড়ির ছাদ থেকে একটি চিঠি মিলেছে । সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ব‍্যারাকপুর, 16 নভেম্বর: দিনের পর দিন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে ৷ সেই মানসিক চাপ সহ্য করতে না-পেরে কি চরম পদক্ষেপ নিয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ?

পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে । মৃতের আত্মীয়দের দাবি, ওই চিঠিতে এক মহিলা ও তাঁর স্বামীর নাম রয়েছে ৷ তাঁরাই সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য দায়ী ৷ এই চিঠি ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য ৷

ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল মহিলার! মানসিক চাপে আত্মঘাতী ভাইস চেয়ারম্যান ? সুইসাইড নোটে চাঞ্চল্যকর তথ্য (ইটিভি ভারত)

উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের এক আত্মীয় বলেন, "দাদার দেহের পাশে একটি চিঠি পাওয়া গিয়েছে ৷ তাতে সব লেখা আছে ৷ দাদা চিঠিতে এক মহিলা ও তাঁর স্বামীর নাম লিখে গিয়েছেন ৷ দাদার কাছে থেকে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেল করে নিয়েছে ৷ দাদার মৃত্যুর জন্য এক মহিলা ও তাঁর স্বামী দায়ী ৷ ন'মাস ধরে দাদাকে ভুয়ো ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করেছে তাঁরা ৷ আমরা ওই মহিলার শাস্তি চাই ৷"

municipal vice chairman
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (নিজস্ব ছবি)

একদিন নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের । শনিবার সকালে ভাড়া বাড়ির ছাদের পরিত্যক্ত একটি ঘর থেকে তাঁর দেহটি উদ্ধার হয় । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ​ ।

municipal vice chairman
পরিত্যক্ত ঘর থেকে ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ উদ্ধার (নিজস্ব ছবি)

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বের হন । তারপর আর বাড়ি ফেরেননি । দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তাঁর খোঁজ মেলেনি । এ দিন রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায় । পরিচিতরা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেন । কিন্তু, ফোন বন্ধ থাকায় সত‍্যজিতের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি তারা ।

কোথাও তাঁর হদিশ না-মেলায় শেষে পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন । শনিবার সকাল 10টা নাগাদ বাড়ির ছাদে পরিত্যক্ত একটি ঘরে নিখোঁজ সত‍্যজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তাঁর দেহ দেখতে পরিবারের লোকজন খবর দেয় নোয়াপাড়া থানায় । এরপর পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর ব্যারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন । 1984 সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন । প্রথমে কংগ্রেস করলেও 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান । 2022 সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপ-পুরপ্রধানের দায়িত্ব দেয় ।

municipal vice chairman
নিখোঁজ উপ পুরপ্রধানের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় উত্তেজনা (নিজস্ব ছবি)

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন । সম্প্রতি তাঁর বাড়ির সংস্কারের কাজ চলছে । তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন । বাড়িতে তাঁর মা, স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে । তিন ভাইয়ের মধ্যে সত্যজিৎ ছিলেন সবথেকে বড় ।

এই বিষয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, "বৃহস্পতিবার বিকেলেও পুরসভায় সত্যজিতের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে । তাঁর কথাবার্তা ও আচরণের মধ্যে আমি কোনও অস্বাভাবিকতা পাইনি । গতকাল পরিবারের লোকেরা আমাকে তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন । আজ সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি । ঠিক কী ঘটনা ঘটেছে, পুলিশ তা তদন্ত করছে ।"

এদিকে, এই রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত করতে নিহত তৃণমূল নেতার বাড়িতে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস । তিনি বলেন, "তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে । বাড়ির ছাদ থেকে একটি চিঠি মিলেছে । সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

Last Updated : Nov 16, 2024, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.