ETV Bharat / state

নালায় পড়ে মৃত্যু শাবকের, এলাকাজুড়ে ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব

জলপাইগুড়ির ডুয়ার্সের চা-বাগানে বনকর্মীরা পৌঁছলে তাঁদের গাড়ির উপর হামলা চালায় মা হাতি। যদিও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

ELEPHANT ATTACK IN LOCALITY
ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব এলাকাজুড়ে (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

জলপাইগুড়ি, 16 নভেম্বর: চা-বাগানের নালায় পড়ে মৃত্যু হস্তিশাবকের। এরপর ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব এলাকায়। বন দফতরের গাড়ির উপর হামলা চালাল মা হাতি। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন দফতরের গাড়ি। পালিয়ে প্রাণে বাঁচেন চালক ও যাত্রীরা । শনিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা-বাগানে।

জানা গিয়েছে, এদিন বাগানের 15 নম্বর ব্লকের 124 নম্বর সেকশনে ঘটনার সূত্রপাত হয় সকাল 6টা নাগাদ। শনিবার রেতীর জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির দল থেকে একটি শাবক বাগানের নালায় পড়ে যায় ৷ যার জেরে সেখানেই তার মৃত্যু হয়। এরপর মা হাতি এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। তারাও শাবকটিকে উদ্ধারের চেষ্টা করে।

এলাকাজুড়ে ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব (ইটিভি ভারত)

সেই সময় মা হাতিটি বন দফতরের গাড়ির উপর হামলা চালায়। কোনওরকমে চালক গাড়ি থেকে নেমে গিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন চালক-সহ যাত্রীরা। বর্তমানে ঘটনাস্থলে বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন ৷ বাগানের দারোয়ান করণ ওরাওঁয়ের কথায়, "রাতে যিনি ডিউটিতে ছিলেন তাঁর কাছ থেকে আমরা জানতে পারি ঘটনাটি। বন দফতরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা হাতির শাবককে উদ্ধার করতে গেলে মা হাতিটি গাড়ির উপর হামলা চালায়। আমরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছি।"

সকালে হস্তিশাবকের মৃত্যু হলেও বিকাল পর্যন্ত পাওয়া খবর এখনও মা হাতি এলাকায় রয়েছে। তাপ সামনে পৌঁছনো বা মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। শাবকটিকে উদ্ধারের সময় বানারহাট রেঞ্জের বনকর্মীরা হাতির হামলার মুখে পড়েছিলেন। তাঁরা কোনওরকমে পালাতে সক্ষম হয়েছেন। এখন নজর রাখা ছাড়া এই মুহূর্তে কোনও উপায় নেই বলে জানান বন দফতরের এডিএফ ও জয়ন্ত মণ্ডল।

জলপাইগুড়ি, 16 নভেম্বর: চা-বাগানের নালায় পড়ে মৃত্যু হস্তিশাবকের। এরপর ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব এলাকায়। বন দফতরের গাড়ির উপর হামলা চালাল মা হাতি। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন দফতরের গাড়ি। পালিয়ে প্রাণে বাঁচেন চালক ও যাত্রীরা । শনিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা-বাগানে।

জানা গিয়েছে, এদিন বাগানের 15 নম্বর ব্লকের 124 নম্বর সেকশনে ঘটনার সূত্রপাত হয় সকাল 6টা নাগাদ। শনিবার রেতীর জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির দল থেকে একটি শাবক বাগানের নালায় পড়ে যায় ৷ যার জেরে সেখানেই তার মৃত্যু হয়। এরপর মা হাতি এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। তারাও শাবকটিকে উদ্ধারের চেষ্টা করে।

এলাকাজুড়ে ক্ষিপ্ত মা হাতির তাণ্ডব (ইটিভি ভারত)

সেই সময় মা হাতিটি বন দফতরের গাড়ির উপর হামলা চালায়। কোনওরকমে চালক গাড়ি থেকে নেমে গিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন চালক-সহ যাত্রীরা। বর্তমানে ঘটনাস্থলে বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন ৷ বাগানের দারোয়ান করণ ওরাওঁয়ের কথায়, "রাতে যিনি ডিউটিতে ছিলেন তাঁর কাছ থেকে আমরা জানতে পারি ঘটনাটি। বন দফতরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা হাতির শাবককে উদ্ধার করতে গেলে মা হাতিটি গাড়ির উপর হামলা চালায়। আমরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছি।"

সকালে হস্তিশাবকের মৃত্যু হলেও বিকাল পর্যন্ত পাওয়া খবর এখনও মা হাতি এলাকায় রয়েছে। তাপ সামনে পৌঁছনো বা মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। শাবকটিকে উদ্ধারের সময় বানারহাট রেঞ্জের বনকর্মীরা হাতির হামলার মুখে পড়েছিলেন। তাঁরা কোনওরকমে পালাতে সক্ষম হয়েছেন। এখন নজর রাখা ছাড়া এই মুহূর্তে কোনও উপায় নেই বলে জানান বন দফতরের এডিএফ ও জয়ন্ত মণ্ডল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.