কলকাতা : বাবা পরিচালক ও ছেলে অভিনেতা, এই রসায়ন চলচ্চিত্র জগতে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। ঠিক তেমনই একটি জুটি হতে চলেছে অভিনেতা বনি সেনগুপ্ত এবং তাঁর বাবা অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত পরিচালিত 'জানবাজ' ছবিটি এই মাসেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সেখানে রয়েছেন বনি। আর এর মধ্যেই বনি সেনগুপ্ত ETV ভারত সিতারাকে জানালেন বাবার সঙ্গে তাঁর পরবর্তী ছবির কথাও।
বাবার সঙ্গে ফের জুটি বাঁধলেন বনি... - অনুপ সেনগুপ্ত
বাবা অনুপ সেনগুপ্তের সঙ্গে আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন বনি সেনগুপ্ত। ঘোষণা করলেন স্বয়ং অভিনেতা।
বনি সেনগুপ্ত
কলকাতা : বাবা পরিচালক ও ছেলে অভিনেতা, এই রসায়ন চলচ্চিত্র জগতে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। ঠিক তেমনই একটি জুটি হতে চলেছে অভিনেতা বনি সেনগুপ্ত এবং তাঁর বাবা অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত পরিচালিত 'জানবাজ' ছবিটি এই মাসেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সেখানে রয়েছেন বনি। আর এর মধ্যেই বনি সেনগুপ্ত ETV ভারত সিতারাকে জানালেন বাবার সঙ্গে তাঁর পরবর্তী ছবির কথাও।
Intro:বাবা পরিচালক ও ছেলে অভিনেতা, এই রসায়ন চলচ্চিত্র জগতে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। ঠিক তেমনই একটি জুটি হতে চলেছে অভিনেতা বনি সেনগুপ্ত এবং তাঁর বাবা অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত পরিচালিত 'জানবাজ' ছবিটি এই মাসেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সেখানে রয়েছেন বনি। আর এর মধ্যেই বনি সেনগুপ্ত ETV ভারত সিতারাকে জানালেন বাবার সঙ্গে তাঁর পরবর্তী ছবির কথাও।
Body:বনি বললেন, "এটা আমার বাবার সঙ্গে নতুন কাজ, নতুন ছবি। সুরিন্দর ফিল্মসের ছবি। যদিও এখনও স্ক্রিপ্ট লক হয়নি। দু'জন হিরোইন আছেন। তাঁদের মধ্যে একজন কৌশানি, ফাইনাল হয়েছে। আরেকজন এখনও ঠিক হয়নি। এখনো খোঁজ চলছে। অডিশন চলছে।"
Conclusion:বনির সঙ্গে তাঁর বাবা অনুপ সেনগুপ্তর প্রথম ছবি 'জানবাজ'। এই মাসেই মুক্তি পাবে সেই ছবি। সেটি একটি অ্যাকশন ছবি। বনির বিপরীতে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী এবং সুদীপ মুখোপাধ্যায়ও। কয়লা মাফিয়া এবং পুলিশ অফিসারদের মধ্যে বিরোধের গল্প দেখান হবে জানবাজে। কৌশানি প্রথমবারের জন্য এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে বনিকে দেখান হয়েছে কয়লা মাফিয়া দলের একজনের চরিত্রে।
Body:বনি বললেন, "এটা আমার বাবার সঙ্গে নতুন কাজ, নতুন ছবি। সুরিন্দর ফিল্মসের ছবি। যদিও এখনও স্ক্রিপ্ট লক হয়নি। দু'জন হিরোইন আছেন। তাঁদের মধ্যে একজন কৌশানি, ফাইনাল হয়েছে। আরেকজন এখনও ঠিক হয়নি। এখনো খোঁজ চলছে। অডিশন চলছে।"
Conclusion:বনির সঙ্গে তাঁর বাবা অনুপ সেনগুপ্তর প্রথম ছবি 'জানবাজ'। এই মাসেই মুক্তি পাবে সেই ছবি। সেটি একটি অ্যাকশন ছবি। বনির বিপরীতে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী এবং সুদীপ মুখোপাধ্যায়ও। কয়লা মাফিয়া এবং পুলিশ অফিসারদের মধ্যে বিরোধের গল্প দেখান হবে জানবাজে। কৌশানি প্রথমবারের জন্য এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে বনিকে দেখান হয়েছে কয়লা মাফিয়া দলের একজনের চরিত্রে।