ETV Bharat / sitara

ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেব - bangla film of dev

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেব। প্রযোজনায় SVF। ETV ভারত সিতারাকে জানালেন পরিচালক।

dev latest story
author img

By

Published : Nov 11, 2019, 2:58 PM IST

কলকাতা : দেব যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন, এই খবর অনেকেরই জানা হয়ে গিয়েছে। 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন' ছবির পরিচালনা করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁরই পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন দেব। আজ পরিচালক জানালেন বিখ্যাত ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারের চরিত্রে দেখা যাবে তাঁকে।

ধ্রুব আমাদের বলেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বাংলার তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল প্লেয়ার। তাঁকে বলা হয় ভারতীয় ফুটবলের জনক। আমার এই ছবিতে নগেন্দ্রপ্রসাদ চরিত্রে দেখা যাবে দেবকে। নগেন্দ্রপ্রসাদ ও দেবের চেহারা অদ্ভুতভাবে একই রকম। সেই কারণেই ওঁকে নেওয়া।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5028228_dev-1.jpg
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী


দেব কি এর জন্য ফুটবলের কোনও ট্রেনিং নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে ধ্রুব বলেন, "করবে, শুরু করবে ট্রেনিং।" ধ্রুব আমাদের এটাও জানান, "2020 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। গরমকালে আসবে ছবিটা। আমার তো ছবিগুলো সামারেই আসে। তাই সেটা মাথায় রেখেই চলছি। ছবিটা তো ছোটোদের জন্য। ফুটবল তো ছোটোদের ভালোলাগার বিষয়। সেই সময় সামার ভ্যাকেশন থাকবে। আর আমি তো নর্মালি যা ছবি বানাই, সেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য। ছুটির মধ্যে যদি ছবি রিলিজ় করে, তাহলে পরিবারের সকলের সুবিধাই হয়।"

আর কে কে কাজ করছেন ছবিতে, জানতে চাওয়ায় তিনি বলেন, "আমি অন্যান্য কাস্ট আর কাউকে ফাইনাল করিনি। একমাত্র দেবই ফাইনাল হয়েছে। আমার মনে হয় আরও 3-4 দিনের মধ্যে লেখাটা শেষ হয়ে যাবে।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5028228_dev-1.jpg
ধ্রুব ব্যানার্জি

ধ্রুব এই মুহূর্তে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি। তিনি বলেন, "আমি এখন KIFFএর জুরি হিসেবে রয়েছি। এছাড়া আমি জাস্ট এই ছবিটা নিয়ে পড়ে আছি। সবকিছু নভেম্বরের শেষের মধ্যে আমরা জানতে পারব। তখনই আমি সবকিছু ফাইনালাইজ় করে উঠতে পারব।"

কলকাতা : দেব যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন, এই খবর অনেকেরই জানা হয়ে গিয়েছে। 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন' ছবির পরিচালনা করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁরই পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন দেব। আজ পরিচালক জানালেন বিখ্যাত ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারের চরিত্রে দেখা যাবে তাঁকে।

ধ্রুব আমাদের বলেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বাংলার তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল প্লেয়ার। তাঁকে বলা হয় ভারতীয় ফুটবলের জনক। আমার এই ছবিতে নগেন্দ্রপ্রসাদ চরিত্রে দেখা যাবে দেবকে। নগেন্দ্রপ্রসাদ ও দেবের চেহারা অদ্ভুতভাবে একই রকম। সেই কারণেই ওঁকে নেওয়া।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5028228_dev-1.jpg
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী


দেব কি এর জন্য ফুটবলের কোনও ট্রেনিং নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে ধ্রুব বলেন, "করবে, শুরু করবে ট্রেনিং।" ধ্রুব আমাদের এটাও জানান, "2020 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। গরমকালে আসবে ছবিটা। আমার তো ছবিগুলো সামারেই আসে। তাই সেটা মাথায় রেখেই চলছি। ছবিটা তো ছোটোদের জন্য। ফুটবল তো ছোটোদের ভালোলাগার বিষয়। সেই সময় সামার ভ্যাকেশন থাকবে। আর আমি তো নর্মালি যা ছবি বানাই, সেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য। ছুটির মধ্যে যদি ছবি রিলিজ় করে, তাহলে পরিবারের সকলের সুবিধাই হয়।"

আর কে কে কাজ করছেন ছবিতে, জানতে চাওয়ায় তিনি বলেন, "আমি অন্যান্য কাস্ট আর কাউকে ফাইনাল করিনি। একমাত্র দেবই ফাইনাল হয়েছে। আমার মনে হয় আরও 3-4 দিনের মধ্যে লেখাটা শেষ হয়ে যাবে।"

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5028228_dev-1.jpg
ধ্রুব ব্যানার্জি

ধ্রুব এই মুহূর্তে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি। তিনি বলেন, "আমি এখন KIFFএর জুরি হিসেবে রয়েছি। এছাড়া আমি জাস্ট এই ছবিটা নিয়ে পড়ে আছি। সবকিছু নভেম্বরের শেষের মধ্যে আমরা জানতে পারব। তখনই আমি সবকিছু ফাইনালাইজ় করে উঠতে পারব।"

Intro:দেব যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন, এই খবর অনেকেরই জানা হয়ে গিয়েছে। 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন' ছবির পরিচালনা করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁরই পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন দেব। ভেঙ্কটেশের ঘরে ফেরা দেবের এই ছবি দিয়েই। ছবির নাম যদিও এখনও ঠিক হয়নি। কিন্তু ধ্রুবর ছবিতে কোন চরিত্রে কাজ করছেন দেব? পরিচালক জানালেন ETV ভারত সিতারাকে।


Body:ধ্রুব আমাদের বলেন, "নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী বাংলার তথা ভারতবর্ষের অন্যতম ফুটবল প্লেয়ার। তাঁকে বলা হয় ভারতীয় ফুটবলের জনক। আমার এই ছবিতে নগেন্দ্রপ্রসাদ চরিত্রে দেখা যাবে দেবকে।"

কেন দেবকেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে ভাবলেন? উত্তরে ধ্রুব জানান, "নগেন্দ্রপ্রসাদ ও দেবের চেহারা অদ্ভুতভাবে একই রকম। সেই কারণেই ওকে নেওয়া। আর ওই ধরনের একজন মানুষ। তাঁর চেহারার যা বর্ণনা, তার সঙ্গে দেবের চেহারা একদম মিলে যায়।"

দেব কি এর জন্য ফুটবলের কোনও ট্রেনিং নিচ্ছেন? ধ্রুব বলেন, "করবে, শুরু করবে ট্রেনিং।"

ধ্রুব আমাদের এও জানান, "২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু। গরমকালে আসবে ছবিটা। আমার তো ছবিগুলো সামারেই আসে। তাই সেটা মাথায় রেখেই চলছি। ছবিটা তো ছোটোদের জন্য। ফুটবল তো ছোটোদের ভালোলাগার বিষয়। সেসময় সামার ভ্যাকেশন থাকবে। আর আমি তো নর্মালি যা ছবি বানাই, সেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য। ছুটির মধ্যে যদি ছবি রিলিজ করে, তাহলে পরিবারের সকলের সুবিধাই হয়।"

আর কে কে কাজ করছেন ছবিতে, জানতে চাওয়ায় তিনি বলেন, "আমি অন্যান্য কাস্ট আর কাউকে ফাইনাল করিনি। শুধু একমাত্র দেব ফাইনাল হয়েছে। আমার মনে হয় আরও ৩-৪দিনের মধ্যে লেখাটা শেষ হয়ে যাবে।"

ধ্রুব এই মুহূর্তে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি। তিনি বলেন, "আমি এখন KIFFএর জুরি হিসেবে রয়েছি। এছাড়া আমি জাস্ট এই ছবিটা নিয়ে পড়ে আছি। সবকিছু নভেম্বরের শেষের মধ্যে আমরা জানতে পারব। তখনই আমি সবকিছু ফাইনালাইজ করে উঠতে পারব।"







Conclusion:KIFFএর অভিজ্ঞতা সম্পর্কে ধ্রুব বলেন, "ভীষণ ভালো অভিজ্ঞতা হচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগছে, এত সুন্দর অর্গানাইজড। সকলে খুব আনন্দ করছে। এইরকম ঝড়জল, তাররপরেও মানুষের ঢল। এটা কলকাতা না হলে আর কোথাও সম্ভব?"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.