কলকাতা : নুসরত-নিখিলের বিবাহিত জীবন নাকি টালমাটাল । নুসরতের জীবনে নাকি এসেছে নতুন প্রেম, যশ দাশগুপ্ত । তবে এই বিষয়ে নিখিল খোলাখুলি কিছু বলেননি এতদিন । তাঁর সোশাল মিডিয়াতেও ব্যক্তিগত জীবনের কোনও আঁচ পাওয়া যায়নি ।
সম্প্রতি নিখিলের করা একটি পোস্ট দেখে একটু খটকা লেগেছে নেটিজেনদের । পোস্টে নিখিলের লেখা ক্যাপশনটি দেখে সম্পর্ক ভাঙার ইঙ্গিত এবং অভিমানের গন্ধ খুঁজে পেয়েছেন তারা । কী লিখেছেন নিখিল ?
সম্ভবত বন্ধুদের সঙ্গে পাহাড়ি জায়গায় বেড়াতে গেছেন নিখিল । সেখান থেকেই নিজের একটি সেলফি শেয়ার করেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "জীবনটা বুমেরাংয়ের মতো । যা দেবে, তাই ফিরে পাবে ।"
নিখিলের এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে, নুসরতের দিকেই ইঙ্গিত তাঁর । দেখে নিন সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">