ETV Bharat / sitara

অস্কারের দৌড়ে নাসিরুদ্দিন শাহর শর্ট ফিল্ম 'হাফ ফুল' - short film

লস অ্যাঞ্জেলেসে শর্টস টিভির বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভাল 2019-এ 'কাউন্টার কুঙ্কু'-র সঙ্গে বিজয়ী ঘোষিত হওয়ার পর অস্কার পাওয়ার দৌড়ে এক ধাপ এগোল নাসিরুদ্দিন শাহ অভিনীত 'হাফ ফুল' ।

নাসিরুদ্দিন শাহ
author img

By

Published : Aug 14, 2019, 9:27 AM IST

Updated : Aug 14, 2019, 9:53 AM IST

দিল্লি : অস্কার অ্যাওয়ার্ডের দৌড়ে এক ধাপ এগোল প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনীত শর্ট ফিল্ম 'হাফ ফুল' ।

'হাফ ফুল'-এ নাসিরুদ্দিন ছাড়াও রয়েছেন বিক্রান্ত ম্যাসে । লস অ্যাঞ্জেলেসে শর্টস টিভির বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভাল 2019-এ 'কাউন্টার কুঙ্কু'-র সঙ্গে 'হাফ ফুল'-ও বিজয়ী ঘোষিত হয়েছে । এই জয় ছবিটিকে অস্কারের আরও কাছে নিয়ে গেল ।

IANS-কে নাসিরুদ্দিন বলেন, "ছবিটি একটি ভালো ছবি হিসেবে প্রমাণিত হয়েছে । আমার কাছে যেকোনও পুরস্কারের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ । আমি মনে করি, ছবির উচ্চ প্রোফাইল পাওয়ার জন্য পুরস্কার জেতাটা গুরুত্বপূর্ণ... স্বাভাবিকভাবেই আমি এটা নিয়ে খুশি । এইভাবেই ছবিটি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ।"

করণ রাওয়াল পরিচালিত 'হাফ ফুল' একটি 12 মিনিটের শর্ট ফিল্ম । ছবিতে নিজের ভিতরে দ্বন্দ্বের মধ্যে থাকা এক যুবকের বিচার ও যন্ত্রণার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে । এক রাতে, সে এক বৃদ্ধের মুখোমুখি হয় । দু'জনের মধ্যে অদ্ভুত ভাইব তৈরি হয় । কিছু বিদ্রূপাত্মক ও অস্পষ্ট প্রশ্ন ওঠে ।

এই ছবিতে কাজ করে সত্যি আনন্দ পেয়েছেন বলেই জানান নাসিরুদ্দিন শাহ ।

তিনি বলেন, "এক রাতের শুটিং ছিল এটা । আমি এটা উপভোগ করেছি । এটি খুবই কার্যকরী ও চতুরতার সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছে ।"

দিল্লি : অস্কার অ্যাওয়ার্ডের দৌড়ে এক ধাপ এগোল প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনীত শর্ট ফিল্ম 'হাফ ফুল' ।

'হাফ ফুল'-এ নাসিরুদ্দিন ছাড়াও রয়েছেন বিক্রান্ত ম্যাসে । লস অ্যাঞ্জেলেসে শর্টস টিভির বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভাল 2019-এ 'কাউন্টার কুঙ্কু'-র সঙ্গে 'হাফ ফুল'-ও বিজয়ী ঘোষিত হয়েছে । এই জয় ছবিটিকে অস্কারের আরও কাছে নিয়ে গেল ।

IANS-কে নাসিরুদ্দিন বলেন, "ছবিটি একটি ভালো ছবি হিসেবে প্রমাণিত হয়েছে । আমার কাছে যেকোনও পুরস্কারের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ । আমি মনে করি, ছবির উচ্চ প্রোফাইল পাওয়ার জন্য পুরস্কার জেতাটা গুরুত্বপূর্ণ... স্বাভাবিকভাবেই আমি এটা নিয়ে খুশি । এইভাবেই ছবিটি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ।"

করণ রাওয়াল পরিচালিত 'হাফ ফুল' একটি 12 মিনিটের শর্ট ফিল্ম । ছবিতে নিজের ভিতরে দ্বন্দ্বের মধ্যে থাকা এক যুবকের বিচার ও যন্ত্রণার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে । এক রাতে, সে এক বৃদ্ধের মুখোমুখি হয় । দু'জনের মধ্যে অদ্ভুত ভাইব তৈরি হয় । কিছু বিদ্রূপাত্মক ও অস্পষ্ট প্রশ্ন ওঠে ।

এই ছবিতে কাজ করে সত্যি আনন্দ পেয়েছেন বলেই জানান নাসিরুদ্দিন শাহ ।

তিনি বলেন, "এক রাতের শুটিং ছিল এটা । আমি এটা উপভোগ করেছি । এটি খুবই কার্যকরী ও চতুরতার সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছে ।"

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 14, 2019, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.