ETV Bharat / sitara

প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও একজন অভিনেতা সুখী হতে পারে : রজতাভ

রজতাভ দত্ত, বাংলা ইন্ডাস্ট্রির এক অত্যন্ত পরিচিত নাম। কমেডি ফিল্ম হোক বা থ্রিলার, রমকম হোক বা সমাজকেন্দ্রিক ছবি- রজতাভ সাবলীল সব জঁরেই। হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালে ETV ভারত সিতারার সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন সকলের প্রিয় 'রনিদা'।

রজতাভ দত্ত
author img

By

Published : Jul 23, 2019, 6:29 PM IST

হায়দরাবাদ : সমস্ত চরিত্রেই অভিনয় করা হয়ে গেছে রজতাভর। 'নামতে নামতে'-র সেই হেরে যাওয়া ভীতু মানুষটা হোক বা 'ওপেন টি বায়োস্কোপ'-এর স্নেহশীল ফুটবল কোচ, চরিত্রায়নে নিজের ছাপ রেখেছেন রজতাভ। তবে এখনও যেন রজতাভ নামটা শুনলে দর্শক তাঁকে ভিলেন বা কমিক রিলিফ হিসেবেই কল্পনা করেন। এই নিয়ে কোনও আক্ষেপ?

উত্তরে অভিনেতা বললেন, "অমিতাভ বচ্চন বা প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও কেউ তাঁর অভিনয় জীবন নিয়ে সুখী হতে পারেন। এক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গির একটা ভুল রয়ে গেছে।"

অভিনেতা হিসেবে তিনি যে যে চরিত্র করার সুযোগ পেয়েছেন তা নিয়েই তিনি খুশি। তাই রাতে শোওয়ার সময় রজতাভ মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটল। আর সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটবে। আজকের এই প্রতিযোগিতার বাজারে এরকম সুখী মানুষ সত্য়িই বিরল।

রজতাভর বক্তব্য় তোলা রইল ভিডিয়োতে..দেখে নিন...

দেখে নিন ভিডিয়ো...

হায়দরাবাদ : সমস্ত চরিত্রেই অভিনয় করা হয়ে গেছে রজতাভর। 'নামতে নামতে'-র সেই হেরে যাওয়া ভীতু মানুষটা হোক বা 'ওপেন টি বায়োস্কোপ'-এর স্নেহশীল ফুটবল কোচ, চরিত্রায়নে নিজের ছাপ রেখেছেন রজতাভ। তবে এখনও যেন রজতাভ নামটা শুনলে দর্শক তাঁকে ভিলেন বা কমিক রিলিফ হিসেবেই কল্পনা করেন। এই নিয়ে কোনও আক্ষেপ?

উত্তরে অভিনেতা বললেন, "অমিতাভ বচ্চন বা প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও কেউ তাঁর অভিনয় জীবন নিয়ে সুখী হতে পারেন। এক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গির একটা ভুল রয়ে গেছে।"

অভিনেতা হিসেবে তিনি যে যে চরিত্র করার সুযোগ পেয়েছেন তা নিয়েই তিনি খুশি। তাই রাতে শোওয়ার সময় রজতাভ মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটল। আর সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটবে। আজকের এই প্রতিযোগিতার বাজারে এরকম সুখী মানুষ সত্য়িই বিরল।

রজতাভর বক্তব্য় তোলা রইল ভিডিয়োতে..দেখে নিন...

দেখে নিন ভিডিয়ো...
Intro:Body:

প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও অভিনেতা হিসেবে সুখী হওয়া যায় : রজতাভ



রজতাভ দত্ত, বাংলা ইন্ডাস্ট্রির এক অত্যন্ত পরিচিত নাম। কমেডি ফিল্ম হোক বা থ্রিলার, রমকম হোক বা সমাজকেন্দ্রিক ছবি- রজতাভ সাবলীল সব জঁরেই। হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালে ETV ভারত সিতারার সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন সকলের প্রিয় 'রনিদা'।



হায়দরাবাদ : সমস্ত চরিত্রেই অভিনয় করা হয়ে গেছে রজতাভর। 'নামতে নামতে'-র সেই হেরে যাওয়া ভীতু মানুষটা হোক বা 'ওপেন টি বায়োস্কোপ'-এর স্নেহময় ফুটবল কোচ, চরিত্রায়নে নিজের ছাপ রেখেছেন রজতাভ। তবে এখনও যেন রজতাভ নামটা শুনলে দর্শক তাঁকে ভিলেন বা কমিক রিলিফ হিসেবেই কল্পনা করেন। এই নিয়ে কোনও আক্ষেপ আছে?



উত্তরে অভিনেতা বললেন, "অমিতাভ বচ্চন বা প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও কেউ তাঁর অভিনয় জীবন নিয়ে সুখী হতে পারেন। এক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গির একটা ভুল রয়ে গেছে।"



অভিনেতা হিসেবে তিনি যে যে চরিত্র করার সুযোগ পেয়েছেন তা নিয়েই তিনি খুশি। তাই রাতে শোওয়ার সময় রজতাভ মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটল। আর সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটবে। আজকের এই প্রতিযোগিতার বাজারে এরকম সুখী মানুষ সত্য়িই অবিরল।



রজতাভর বক্তব্য় তোলা রইল ভিডিয়োতে..দেখে নিন...






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.