হায়দরাবাদ : সমস্ত চরিত্রেই অভিনয় করা হয়ে গেছে রজতাভর। 'নামতে নামতে'-র সেই হেরে যাওয়া ভীতু মানুষটা হোক বা 'ওপেন টি বায়োস্কোপ'-এর স্নেহশীল ফুটবল কোচ, চরিত্রায়নে নিজের ছাপ রেখেছেন রজতাভ। তবে এখনও যেন রজতাভ নামটা শুনলে দর্শক তাঁকে ভিলেন বা কমিক রিলিফ হিসেবেই কল্পনা করেন। এই নিয়ে কোনও আক্ষেপ?
উত্তরে অভিনেতা বললেন, "অমিতাভ বচ্চন বা প্রসেনজিৎ-চিরঞ্জিত না হয়েও কেউ তাঁর অভিনয় জীবন নিয়ে সুখী হতে পারেন। এক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গির একটা ভুল রয়ে গেছে।"
অভিনেতা হিসেবে তিনি যে যে চরিত্র করার সুযোগ পেয়েছেন তা নিয়েই তিনি খুশি। তাই রাতে শোওয়ার সময় রজতাভ মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটল। আর সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে, একটা খুব সুন্দর দিন কাটবে। আজকের এই প্রতিযোগিতার বাজারে এরকম সুখী মানুষ সত্য়িই বিরল।
রজতাভর বক্তব্য় তোলা রইল ভিডিয়োতে..দেখে নিন...