কলকাতা, 24 মার্চ : বিনোদনের জগতে ফের শোকের আবহ ৷ প্রয়াত হলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee passes away)৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 57 বছর ৷ তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে (Eminent Bengali Actor Abhishek Chatterjee Passes Away) ৷
বুধবার রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক চট্টোপাধ্যায় । তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী এবং কন্যাকে । জানা গিয়েছে, বুধবার রাতে একটি চ্যানেলের অনুষ্ঠানের শুটিং করছিলেন তিনি । সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন । বেশ কয়েকবার বমিও করেন বলে জানা গিয়েছে । তবে হাসপাতালে ভর্তিতে রাজি হননি অভিষেক । তিনি বাড়ি ফিরে চিকিৎসা করাতে চান । রাতে তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি ৷ রাত 1টা নাগাদ তাঁর জীবনাবসান হয় ৷
অভিষেক চট্টোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকে ভেঙে পড়েন তাঁর পরিবার ও আত্মীয়-স্বজন ৷ শোকস্তব্ধ হয়ে পড়ে টলিউড ৷ অভিনেতাকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছেন টলিপাড়ার অনেকেই । আজই হয়তো প্রয়াত অভিনেতার শেষকৃত্য হবে ।
আরও পড়ুন: New Serial Godhuli Alap : বহুরূপী নোলক আর উকিল 'কাকু'-র অসম প্রেমের গল্প নিয়ে হাজির 'গোধুলি আলাপ'
অভিনেতার এই মুহূর্তে সবথেকে বড় পরিচয় হয়ে উঠেছিল তিনি গুনগুনের বাবা । 'খড়কুটো' ধারাবাহিকে নায়িকা চরিত্র গুনগুনের বাবা ডাক্তার কৌশিক বাবুর চরিত্রে অভিনয় করছিলেন তিনি । সকালেই তাঁর বাড়িতে হাজির হন ধারাবাহিকে তাঁর বেশ কয়েকজন সহ-অভিনেতা । সকলেই এই খবর পেয়ে স্তম্ভিত, শোকস্তব্ধ । এত কম বয়সে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই । এর আগে 'টাপুর টুপুর', 'মোহর', 'অন্দরমহল'সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । তবে, তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয় বড় পর্দাতেই । তাঁর প্রথম ছবি পথভোলা ৷ এরপর মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখীর মতো বহু ছবিতে অভিনয় করেছেন ৷
এ বছর মেয়ের সঙ্গে চুটিয়ে দোল খেলেছেন অভিষেক চট্টোপাধ্যায় । হাসিখুশি, খোলামেলা স্বভাবের মানুষ ছিলেন তিনি । তাঁর প্রয়াণে শোকের আবহ গোটা টলিউডে ৷