মুম্বই : কিছুদিনের জন্য সিল করে দেওয়া হল ভিকি কৌশল ও চিত্রাঙ্গদা সিংয়ের আবাসনের একটি ব্লক । সূত্রের খবর, কোরোনায় আক্রান্ত ওই ব্লকেরই এক নাবালিকা ।
ওই নাবালিকার বাবা একজন চিকিৎসক । সূত্রের খবর, কিছুদিন আগেই ওই নাবালিকার শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । সন্দেহ হওয়ায় তার কোরোনা পরীক্ষা করা হয় । এরপর পজ়িটিভ আসে সেই রিপোর্ট । সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয় তাকে । তার পাশাপাশি সিল করে দেওয়া হয় পুরো সি উইং । তবে আন্ধেরির ওই আবাসনের পুরোটাই সিল করে দেওয়া হয়েছে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি । যদিও কড়া নিরাপত্তা জারি হয়েছে সি উইংয়ে ।
এদিকে একাধিক বলি তারকা থাকেন ওই সি উইংয়ে । তার মধ্যে ভিকি কৌশল, চিত্রাঙ্গদা সিং, অর্জন বাজওয়া, রাহুল দেব, প্রভু দেবা সহ আরও অনেকে ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জন বাজওয়া বলেন, "এই সময় আমার লিফটও ব্যবহার করছি না । এ আর বি উইংয়ের বাসিন্দাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।"
এই আবাসনের ঠিক উলটোদিকে রয়েছে আরও একটি আবাসন । সেখানেও বাস করেন বলিউডের একাধিক তারকা । তার মধ্যে রাজকুমার রাও, নীল নীতিন মুকেশ, আনন্দ এল রাই, বিপুল শাহ, আহমেদ খান, স্বপ্না মুখার্জি, সুদাংশু পান্ডে সহ আরও অনেকে ।
এদিকে ওই এলাকায় কোরোনা আক্রান্তের খবর পাওয়া মাত্রই গোটা এলাকায় পরিষ্কার স্যানিটাইজ় করা হচ্ছে বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনের তরফে । পাশাপাশি এই সময় আবাসনের বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনও করতে বলা হয়েছে ।