ETV Bharat / sitara

মুজফ্ফরপুরের শিশুকে আর্থিক সাহায্য করতে চায় শাহরুখের সংস্থা - PPE কিট

একটি বিবৃতিতে মীর ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, "ওই শিশুর কাছে পৌঁছাতে যাঁরা আমাদের সাহায্য করেছেন তাঁদের মীর ফাউন্ডেশনের তরফে ধন্যবাদ । তার মৃত মাকে জাগিয়ে তোলার চেষ্টার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে । আমরা এখন ওই শিশুকে সাহায্য করতে চাই । এখন দাদুর কাছে আছে সে ।"

dfg
dfg
author img

By

Published : Jun 1, 2020, 6:41 PM IST

মুম্বই : স্টেশনে মৃত মা । চাদর টেনে বার বার তাঁকে ডেকে চলেছে দুধের শিশু । ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিহারের মুজফ্ফরপুর স্টেশনের এই ভিডিয়ো । আর এবার সেই অসহায় শিশুকে সাহায্যের জন্য এগিয়ে এল শাহরুখ খানের সংস্থা মীর ফাউন্ডেশন । তাকে আর্থিকভাবে সাহায্য করতে চায় ওই সংস্থা ।

একটি বিবৃতিতে ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, "ওই শিশুর কাছে পৌঁছাতে যাঁরা আমাদের সাহায্য করেছেন তাঁদের মীর ফাউন্ডেশনের তরফে ধন্যবাদ । তার মৃত মাকে জাগিয়ে তোলার চেষ্টার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে । আমরা এখন ওই শিশুকে সাহায্য করতে চাই । এখন দাদুর কাছে আছে সে ।"

এই কঠিন পরিস্থিতির মধ্যে একাধিক মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ । সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা । সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেন কিং খান ।

মীর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কলকাতার পুনর্গঠনে কাজ করবে কলকাতা নাইট রাইডার্স । এই কাজে নেতৃত্ব দেবেন জুহি চাওলা । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলেও অনুদান করেছে KKR ।

এছাড়া কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলেও অনুদান দিয়েছেন শাহরুখ । পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দেন তিনি । পাশাপাশি মহারাষ্ট্রে স্বাস্থ্য কর্মীদের জন্য 25 হাজার PPE কিটও দান করেন ।

মুম্বই : স্টেশনে মৃত মা । চাদর টেনে বার বার তাঁকে ডেকে চলেছে দুধের শিশু । ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিহারের মুজফ্ফরপুর স্টেশনের এই ভিডিয়ো । আর এবার সেই অসহায় শিশুকে সাহায্যের জন্য এগিয়ে এল শাহরুখ খানের সংস্থা মীর ফাউন্ডেশন । তাকে আর্থিকভাবে সাহায্য করতে চায় ওই সংস্থা ।

একটি বিবৃতিতে ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, "ওই শিশুর কাছে পৌঁছাতে যাঁরা আমাদের সাহায্য করেছেন তাঁদের মীর ফাউন্ডেশনের তরফে ধন্যবাদ । তার মৃত মাকে জাগিয়ে তোলার চেষ্টার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে । আমরা এখন ওই শিশুকে সাহায্য করতে চাই । এখন দাদুর কাছে আছে সে ।"

এই কঠিন পরিস্থিতির মধ্যে একাধিক মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ । সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা । সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেন কিং খান ।

মীর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কলকাতার পুনর্গঠনে কাজ করবে কলকাতা নাইট রাইডার্স । এই কাজে নেতৃত্ব দেবেন জুহি চাওলা । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলেও অনুদান করেছে KKR ।

এছাড়া কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলেও অনুদান দিয়েছেন শাহরুখ । পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দেন তিনি । পাশাপাশি মহারাষ্ট্রে স্বাস্থ্য কর্মীদের জন্য 25 হাজার PPE কিটও দান করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.