ETV Bharat / sitara

বড় হলে জয়া বচ্চনের মতো হতে চান, ট্রোলড সোনম - sonam wants to be jaya

সংসদে জয়া বচ্চনের বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন । এরপর অনেকের মতোই জয়া বচ্চনের পাশে দাঁড়িয়েছেন সোনম কাপুরও । কিন্তু জয়াকে সমর্থন করতে গিয়ে ট্রোলড হতে হল তাঁকে ।

asd
asd
author img

By

Published : Sep 15, 2020, 10:55 PM IST

মুম্বই : সংসদে জয়া বচ্চনের বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন । একাধিক বলিউড তারকা এনিয়ে টুইটও করেছেন । কিন্তু তাঁকে সমর্থন করতে গিয়ে ট্রোলড হতে হল সোনম কাপুরকে ।

আজ জয়া বচ্চন রাজ্যসভায় অভিযোগ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার জন্য অনেকেই নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন । বলেন, অনেকে যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে ।

এরপর অনেকের মতোই জয়া বচ্চনের পাশে দাঁড়িয়েছেন সোনম কাপুর । আর তা করতে গিয়েই টুইটারে তিনি লেখেন, "আমি বড় হলে তাঁর মতো হতে চাই ।"

SDF
সোনমের টুইট

ব্যস ! এরপরই নেটিজেনদের প্রশ্ন ও কটাক্ষের মুখে পড়তে হয় সোনমকে । অনেকেরই প্রশ্ন, 35 বছরের অভিনেত্রী বড় হওয়া বলতে কী বলতে চেয়েছেন ?

একজন লিখেছেন, "আর কত বড় হবে ? তুমি ইতিমধ্যেই কাকিমা হয়ে গেছ । তুমি এখনও নিজেকে ষোড়শী ভাব ? আর হ্যাঁ সরাসরি বলে দাও যে তুমিও জয়ার মতো মাদক সেবনকে সমর্থন করতে চাও ও অপরাধীদের বাঁচাতে চাও ।"

আর একজন লিখেছেন, "আপনি কোন ক্লাসে পড়েন ?" আরও একজন তাঁর উদ্দেশে প্রশ্ন করেছেন, "চাচি এখনই আপনার বয়স 35 । আপনি কবে বড় হবেন ?"

মুম্বই : সংসদে জয়া বচ্চনের বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন । একাধিক বলিউড তারকা এনিয়ে টুইটও করেছেন । কিন্তু তাঁকে সমর্থন করতে গিয়ে ট্রোলড হতে হল সোনম কাপুরকে ।

আজ জয়া বচ্চন রাজ্যসভায় অভিযোগ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার জন্য অনেকেই নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন । বলেন, অনেকে যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে ।

এরপর অনেকের মতোই জয়া বচ্চনের পাশে দাঁড়িয়েছেন সোনম কাপুর । আর তা করতে গিয়েই টুইটারে তিনি লেখেন, "আমি বড় হলে তাঁর মতো হতে চাই ।"

SDF
সোনমের টুইট

ব্যস ! এরপরই নেটিজেনদের প্রশ্ন ও কটাক্ষের মুখে পড়তে হয় সোনমকে । অনেকেরই প্রশ্ন, 35 বছরের অভিনেত্রী বড় হওয়া বলতে কী বলতে চেয়েছেন ?

একজন লিখেছেন, "আর কত বড় হবে ? তুমি ইতিমধ্যেই কাকিমা হয়ে গেছ । তুমি এখনও নিজেকে ষোড়শী ভাব ? আর হ্যাঁ সরাসরি বলে দাও যে তুমিও জয়ার মতো মাদক সেবনকে সমর্থন করতে চাও ও অপরাধীদের বাঁচাতে চাও ।"

আর একজন লিখেছেন, "আপনি কোন ক্লাসে পড়েন ?" আরও একজন তাঁর উদ্দেশে প্রশ্ন করেছেন, "চাচি এখনই আপনার বয়স 35 । আপনি কবে বড় হবেন ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.