ETV Bharat / sitara

রবার্ট ডি নিরো পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা : অনুপম - birthday

হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেতা অনুপম খের । বললেন, রবার্ট "পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা" ।

অনুপম খের
author img

By

Published : Aug 18, 2019, 1:18 PM IST

Updated : Aug 19, 2019, 1:05 PM IST

মুম্বই : বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের তাঁর বন্ধু রবার্ট ডি নিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন । রবার্টের 76 তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অনুপম বললেন, "পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা" ।

গতরাতে টুইটারে হলিউড স্টার রবার্টের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন অনুপম ।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "আমার বন্ধু ও পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা রবার্ট দে নিরোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । ভগবান তাঁকে বিশ্বের সব খুশি দিক । জয় হো ।"

এবছরের শুরুতে অনুপম তাঁর 64 তম জন্মদিন রবার্টের সঙ্গে নিউইয়র্কে উদযাপন করেছিলেন ।

ডেভিড ও রাসেলের পরিচালনায় 'সিলভার লাইনিঙ্গস্ প্লেবুক'-এ একসঙ্গে অভিনয় করেছেন অনুপম ও রবার্ট । ম্যাথিউ কুইকের 2008 সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি ।

মুম্বই : বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের তাঁর বন্ধু রবার্ট ডি নিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন । রবার্টের 76 তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অনুপম বললেন, "পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা" ।

গতরাতে টুইটারে হলিউড স্টার রবার্টের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন অনুপম ।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, "আমার বন্ধু ও পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা রবার্ট দে নিরোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । ভগবান তাঁকে বিশ্বের সব খুশি দিক । জয় হো ।"

এবছরের শুরুতে অনুপম তাঁর 64 তম জন্মদিন রবার্টের সঙ্গে নিউইয়র্কে উদযাপন করেছিলেন ।

ডেভিড ও রাসেলের পরিচালনায় 'সিলভার লাইনিঙ্গস্ প্লেবুক'-এ একসঙ্গে অভিনয় করেছেন অনুপম ও রবার্ট । ম্যাথিউ কুইকের 2008 সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি ।

Intro:Body:

Anupam Kher


Conclusion:
Last Updated : Aug 19, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.