ETV Bharat / sitara

বিদ্যুৎহীন শহর মুম্বই, শিবসেনাকে কটাক্ষ কঙ্গনার

author img

By

Published : Oct 12, 2020, 3:43 PM IST

সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে শহর মুম্বই । বিষয়টি নিয়ে একাধিক সেলেব্রিটি সোশাল মিডিয়ায় সরব হয়েছেন । কঙ্গনা কি চুপ করে থাকবেন ? তিনিও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের উদ্দেশে কটুক্তি করলেন টুইটারে ।

kangana ranaut takes dig at sanjay raut
kangana ranaut takes dig at sanjay raut

মুম্বই : আজ সকাল থেকে সারা মুম্বই শহরে কোথাও বিদ্যুৎ নেই । কার্যত স্তব্ধ হয়ে রয়েছে মুম্বই । এই বিষয়টি নিয়ে অনেক মুম্বইবাসী সোশাল মিডিয়ায় সরব হয়েছেন । চুপ নেই কঙ্গনা রানাওয়াতও । তিনি শিবসেনাকে কটাক্ষ করে একটি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ।

টুইটারে কমেডিয়ান কুণাল কামরা ও সঞ্জয় রাউতের একটি ছবি শেয়ার করে কঙ্গনা ব্যঙ্গ করে লিখেছেন, "মহারাষ্ট্রে পাওয়ার কাট, তবে এখনও মহারাষ্ট্র সরকার ক-ক-ক...কঙ্গনা করে যাচ্ছে !"

ছবিতে একটি বুলডোজ়ারের খেলনা নিয়ে পোজ় দিয়েছেন সঞ্জয় আর কুণাল । এই বিশষ ছবিটি শেয়ার করে যেন ফের অফিস ভাঙার প্রসঙ্গটিকেই পরোক্ষে তুলে আনলেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...

অমিতাভ বচ্চনও মুম্বইয়ের পাওয়ার কাট নিয়ে একটি পোস্ট করেছেন । তবে তিনি কাউকে কটাক্ষ করেননি । বরং সবাইকে শান্ত থাকতে বলেছেন, দিয়েছেন পজ়িটিভ বার্তা । অভিষেক বচ্চন, রিচা চড্ডা, আলি ফজলরা আবার এই নিয়ে মিম শেয়ার করেছেন টুইটারে ।

মুম্বই : আজ সকাল থেকে সারা মুম্বই শহরে কোথাও বিদ্যুৎ নেই । কার্যত স্তব্ধ হয়ে রয়েছে মুম্বই । এই বিষয়টি নিয়ে অনেক মুম্বইবাসী সোশাল মিডিয়ায় সরব হয়েছেন । চুপ নেই কঙ্গনা রানাওয়াতও । তিনি শিবসেনাকে কটাক্ষ করে একটি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ।

টুইটারে কমেডিয়ান কুণাল কামরা ও সঞ্জয় রাউতের একটি ছবি শেয়ার করে কঙ্গনা ব্যঙ্গ করে লিখেছেন, "মহারাষ্ট্রে পাওয়ার কাট, তবে এখনও মহারাষ্ট্র সরকার ক-ক-ক...কঙ্গনা করে যাচ্ছে !"

ছবিতে একটি বুলডোজ়ারের খেলনা নিয়ে পোজ় দিয়েছেন সঞ্জয় আর কুণাল । এই বিশষ ছবিটি শেয়ার করে যেন ফের অফিস ভাঙার প্রসঙ্গটিকেই পরোক্ষে তুলে আনলেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...

অমিতাভ বচ্চনও মুম্বইয়ের পাওয়ার কাট নিয়ে একটি পোস্ট করেছেন । তবে তিনি কাউকে কটাক্ষ করেননি । বরং সবাইকে শান্ত থাকতে বলেছেন, দিয়েছেন পজ়িটিভ বার্তা । অভিষেক বচ্চন, রিচা চড্ডা, আলি ফজলরা আবার এই নিয়ে মিম শেয়ার করেছেন টুইটারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.