ETV Bharat / state

বন্দুকবাজের নিশানায় তৃণমূল কাউন্সিলর, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা - KASBA SHOOTOUT

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ৷ বাড়ির সামনেই কাউন্সিলরকে ঘিরে ধরে দুই দুষ্কৃতী ৷

TMC Councillor of KMC
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 9:51 PM IST

কসবা, 15 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ৷ বাড়ির সামনেই কাউন্সিলরকে ঘিরে ধরে দুই দুষ্কৃতী ৷ তবে গুলি চালানোর চেষ্টা করা হলেও বন্দুক লক হয়ে যাওয়ায় বেঁচে যান কাউন্সিলর ৷ তারপর সেখান থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একজনকে স্থানীয়রা ধরে ফেলেন ৷ পরে তাকে গ্রেফতার করা হয়েছে। একটি পিস্তলও উদ্ধার হয়েছে । পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ সেখানেই দেখা গিয়েছে কীভাবে গুলি করে খুনের চেষ্টা করা হয় ৷

তবে এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ আছে তা মানতে নারাজ 107 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ ভরসন্ধ্যায় এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ অভিযোগ, সুশান্ত ঘোষ কোয়েস্ট মলের কাছে নিজের একটি কাজে গিয়েছিলেন। ঠিক সেই সময় বাইকে করে দু'জন আসেন। এক যুবক মাথায় হেলমেট পড়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে । তবে শেষমেশ প্রাণে বেঁচে যান কাউন্সিলর।

কসবায় গুলি চলার ঘটনার সিসিটিভি ফুটেজ (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের শাখার গোয়েন্দারা ৷ পৌঁছেছেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক জাভেদ আহমেদ খান ও সাংসদ মালা রায় ৷ ঠিক কী কারণে এই ঘটনা এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই রাস্তা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, মহম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে পাঠিয়েছে ৷ বলা হয়েছে এই কাজ করতে পারলেই টাকা দেওয়া হবে ৷

কসবা, 15 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ৷ বাড়ির সামনেই কাউন্সিলরকে ঘিরে ধরে দুই দুষ্কৃতী ৷ তবে গুলি চালানোর চেষ্টা করা হলেও বন্দুক লক হয়ে যাওয়ায় বেঁচে যান কাউন্সিলর ৷ তারপর সেখান থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একজনকে স্থানীয়রা ধরে ফেলেন ৷ পরে তাকে গ্রেফতার করা হয়েছে। একটি পিস্তলও উদ্ধার হয়েছে । পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ সেখানেই দেখা গিয়েছে কীভাবে গুলি করে খুনের চেষ্টা করা হয় ৷

তবে এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ আছে তা মানতে নারাজ 107 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ৷ ভরসন্ধ্যায় এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ অভিযোগ, সুশান্ত ঘোষ কোয়েস্ট মলের কাছে নিজের একটি কাজে গিয়েছিলেন। ঠিক সেই সময় বাইকে করে দু'জন আসেন। এক যুবক মাথায় হেলমেট পড়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে । তবে শেষমেশ প্রাণে বেঁচে যান কাউন্সিলর।

কসবায় গুলি চলার ঘটনার সিসিটিভি ফুটেজ (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের শাখার গোয়েন্দারা ৷ পৌঁছেছেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। বেশ কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক জাভেদ আহমেদ খান ও সাংসদ মালা রায় ৷ ঠিক কী কারণে এই ঘটনা এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই রাস্তা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, মহম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে পাঠিয়েছে ৷ বলা হয়েছে এই কাজ করতে পারলেই টাকা দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.