কলকাতা, 15 নভেম্বর: আগামী রবিবার 100 দিন অতিক্রান্ত হবে আরজি কর-কাণ্ডের। বিচার মেলেনি এখনও। সেদিন ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। রাত ন'টায় সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সমাবেশের ডাক দিল 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'। অন্যদিকে, ওই দিনের সমাবেশে অংশ নেবে অভয়া মঞ্চও। এছাড়াও 'বিচারহীন 100 দিন'কে কেন্দ্র করে একাধিক কর্মসুচি নেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শনিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এরসঙ্গেই রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কদের জনতার চার্জশিট পাঠানো হবে অভয়া মঞ্চের তরফে। মশাল হাতে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত হবে সাইকেল মিছিলও। এছাড়াও সেদিন 100টি জায়গায় 100 মিনিটের জন্য নীরবতা পালন করা হবে।
তবে শুধুমাত্র ওই দিন নয়, আগামিদিনেও বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা নিয়েছে অভয়া মঞ্চ। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে একটি কনভেনশন করার পরিকল্পনা রয়েছে অভয়া মঞ্চের। সমাজের যেখানে নারী নির্যাতনে ঘটনা ঘটেছে সর্বত্র আন্দোলন করার পরিকল্পনা রয়েছে। সমস্ত জেলায় অভয়া মঞ্চ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের। এদিকে শুক্রবারও আরজি করের নির্যাতিতার ন্যায় বিচার চেয়ে ফের সরব হল চিকিৎসক সংগঠন । মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে শুক্রবার গণ কনভেনশনে আবারও সুবিচারের দাবি তোলা হল ৷ এদিন ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো ৷
এদিকে, দিন দুয়েক আগে সাগর দত্ত মেডিক্য়াল কলেজের পিজিটি চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে মেইল করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ এই মনোজিৎ। তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা জানিয়ে মেইল করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই জুনিয়র চিকিৎসক।