ETV Bharat / state

অ্যাকাউন্ট বন্ধ করতে 'এক্স'কে আবেদন পুলিশের, অভিযোগ সেলিমের - X HANDLE OF MOHAMMED SALIM

মহম্মদ সেলিমকে এক্স সংস্থার তরফে ইমেল ! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদকের ৷

MOHAMMED SALIM
মহম্মদ সেলিম ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 8:58 PM IST

কলকাতা, 15 নভেম্বর: এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ আরজি কর-কাণ্ড নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন করায়, তাঁর 'এক্স' হ্যান্ডেল বন্ধ করানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ অভিযোগের প্রেক্ষিতে 'এক্স' সংস্থার তরফে তাঁকে পাঠানো ইমেলের কথা উল্লেখ করলেন সেলিম ৷

কোন অভিযোগে পুলিশ এই আবেদন করেছিল ? সেলিমের দাবি, আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন নির্যাতিতার বাবা-মাকে জানিয়েছিল, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন ৷ এ নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছিলেন ৷ একই সঙ্গে 14 অগস্ট রাতে আরজি করে ভাঙচুরের ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছিলেন তিনি ৷ সেই প্রেক্ষিতেই না কি পুলিশ মহম্মদ সেলিমের এক্স অ্যাকাউন্ট বন্ধের আবেদন করে ৷

সেলিম জানিয়েছেন, গত 13 নভেম্বর এক্স সংস্থার তরফে তাঁকে ইমেল করে সে কথা জানানো হয় ৷ সেখানে বলা হয়েছে, "পুলিশ আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে আবেদন করেছে ৷ আপনার পোস্ট আইন ভাঙছে ৷"

এ দিন সেলিম দাবি করেন, "কলকাতা পুলিশ বা সিবিআই কেউ আরজি করের ভাঙচুরের ঘটনায় যুক্তদের নিয়ে ব্যবস্থা নিচ্ছিল না ৷ আমি প্রথম পোস্ট করেছিলাম ৷ পাশাপশি, হাসপাতাল ও প্রশাসন কেন ওই মহিলা চিকিৎসক খুনের ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছে, সেই প্রশ্ন তুলেছি ৷ একবারের জন্য বলিনি পুলিশ দাবি করেছে ৷ পুলিশ ও তৃণমূল প্রথম থেকেই নিজেদের ঘাড়ে সেই দায় নিয়ে, নানা যুক্তি খাড়া করার চেষ্টা করেছে ৷ আমার ভিডিয়ো মিথ্যা হলে, ওরা বলুক সেটা ৷"

তাঁর আরও দাবি, "ভিতরে ভাঙচুর করার ভিডিয়ো আমি টুইট করি ৷ পুলিশ আমার এক্স হ্যান্ডেল বন্ধের দাবির স্বপক্ষে এক্স-কে অভিযোগ করে ৷ মমতা ফাঁসির কথা, আর ভাইপো অভিষেক এনকাউন্টার করার কথা বলে শুরুতেই প্রতিবাদী কণ্ঠ দমাতে চেয়েছিল ৷ সমস্ত দুর্নীতি পুলিশের দেখার কথা ৷ তার পরিবর্তে রাজনীতি সামাল দিচ্ছে ৷ পুলিশ ঠিক করবে কী লেখা হবে ? প্রথমদিন থেকেই তৃণমূলের আইটি সেল বলে চলেছে মিথ্যাচার হচ্ছে ৷ আমরা কখনও পুলিশ বলেছে এমনটা বলিনি ৷" উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামায় 280 জনকে নোটিশ দিয়েছিল পুলিশ ৷

কলকাতা, 15 নভেম্বর: এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ আরজি কর-কাণ্ড নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন করায়, তাঁর 'এক্স' হ্যান্ডেল বন্ধ করানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ অভিযোগের প্রেক্ষিতে 'এক্স' সংস্থার তরফে তাঁকে পাঠানো ইমেলের কথা উল্লেখ করলেন সেলিম ৷

কোন অভিযোগে পুলিশ এই আবেদন করেছিল ? সেলিমের দাবি, আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন নির্যাতিতার বাবা-মাকে জানিয়েছিল, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন ৷ এ নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছিলেন ৷ একই সঙ্গে 14 অগস্ট রাতে আরজি করে ভাঙচুরের ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছিলেন তিনি ৷ সেই প্রেক্ষিতেই না কি পুলিশ মহম্মদ সেলিমের এক্স অ্যাকাউন্ট বন্ধের আবেদন করে ৷

সেলিম জানিয়েছেন, গত 13 নভেম্বর এক্স সংস্থার তরফে তাঁকে ইমেল করে সে কথা জানানো হয় ৷ সেখানে বলা হয়েছে, "পুলিশ আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে আবেদন করেছে ৷ আপনার পোস্ট আইন ভাঙছে ৷"

এ দিন সেলিম দাবি করেন, "কলকাতা পুলিশ বা সিবিআই কেউ আরজি করের ভাঙচুরের ঘটনায় যুক্তদের নিয়ে ব্যবস্থা নিচ্ছিল না ৷ আমি প্রথম পোস্ট করেছিলাম ৷ পাশাপশি, হাসপাতাল ও প্রশাসন কেন ওই মহিলা চিকিৎসক খুনের ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছে, সেই প্রশ্ন তুলেছি ৷ একবারের জন্য বলিনি পুলিশ দাবি করেছে ৷ পুলিশ ও তৃণমূল প্রথম থেকেই নিজেদের ঘাড়ে সেই দায় নিয়ে, নানা যুক্তি খাড়া করার চেষ্টা করেছে ৷ আমার ভিডিয়ো মিথ্যা হলে, ওরা বলুক সেটা ৷"

তাঁর আরও দাবি, "ভিতরে ভাঙচুর করার ভিডিয়ো আমি টুইট করি ৷ পুলিশ আমার এক্স হ্যান্ডেল বন্ধের দাবির স্বপক্ষে এক্স-কে অভিযোগ করে ৷ মমতা ফাঁসির কথা, আর ভাইপো অভিষেক এনকাউন্টার করার কথা বলে শুরুতেই প্রতিবাদী কণ্ঠ দমাতে চেয়েছিল ৷ সমস্ত দুর্নীতি পুলিশের দেখার কথা ৷ তার পরিবর্তে রাজনীতি সামাল দিচ্ছে ৷ পুলিশ ঠিক করবে কী লেখা হবে ? প্রথমদিন থেকেই তৃণমূলের আইটি সেল বলে চলেছে মিথ্যাচার হচ্ছে ৷ আমরা কখনও পুলিশ বলেছে এমনটা বলিনি ৷" উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামায় 280 জনকে নোটিশ দিয়েছিল পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.