হিঙ্গলগঞ্জ, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আগে নাম উঠেছিল। সরকারি অনুদানে বাড়ি তৈরির স্বপ্নও দেখেছিলেন। আচমকা সেই তালিকা থেকে নাম গায়েব। প্রতিবাদে পথে নেমে বাসিন্দারা বিক্ষোভ শুরু দেখালেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হেমনগর এলাকায় 2021-22 আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছিল। তার কিছুদিন আগে আমফান ঘূর্ণিঝড়ে ওই এলাকার বহু মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছিল।বাসিন্দাদের দাবি, ওই সময় আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় গ্রামের 900টি পরিবারের নাম ছিল। যদিও তারপর ওই প্রকল্পে বাড়ি তৈরির অনুদান বন্ধ ছিল।
সম্প্রতি আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, পুরনো তালিকার থেকে মাত্র তিনটি নাম নতুন তালিকায় রয়েছে। বাদ গিয়েছে 897টি নাম। বাসিন্দাদের আরও অভিযোগ, পঞ্চায়েতের প্রতিনিধিরা তাঁদের নাম বাদ দিয়েছেন। আবাস যোজনার উপভোক্তাদের নামের চূড়ান্ত তালিকায় ফের নাম নথিভুক্ত করার দাবিতে বাসিন্দারা আন্দোলনও শুরু করেছেন।
এদিকে, তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন বঞ্চিতরা। বিরোধীদলের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই ষড়যন্ত্র করে তৃণমূল নেতৃত্ব তাঁদের নাম দিয়েছে বলেও দাবি বাসিন্দাদের একাংশের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
যমুনা মণ্ডল নামে এক গ্রামবাসী বলেন, "2020 সালে আমফান ঘূর্ণিঝড়ে আমাদের এলাকার বহু মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছিল, আবাস যোজনায় আমাদের ঘর করে দেওয়া হবে। সেই মতো পরের বছর আবাস যোজনার তালিকায় আমাদের গ্রামের 900 পরিবারের নাম ছিল। কিন্তু সম্প্রতি নতুন যে তালিকা বেরিয়েছে, তাতে দেখা যায় আমাদের নাম সেখানে নেই। নামের নতুন তালিকা সংশোধন করতে হবে। যাঁরা বাড়ি পাওয়ার উপযুক্ত, তাঁদের নাম তালিকায় ঢোকাতে হবে।"
অন্যদিকে, বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, "অতীতে আবাস যোজনায় কাদের নাম ছিল, তা আমার জানা নেই। সার্ভে করার পরেই উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।"