ETV Bharat / state

একঝাঁক বদ্রি পাখির মৃত্যু ! কারণ ঘিরে রহস্য - BADRI BIRDS DIED

বেশকিছু টিয়াপাখি এবং বদ্রি পাখি উদ্ধার করা হয়েছিল। সালানপুর রেঞ্জ অফিসের খাঁচায় রাখা পাখিগুলির মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হল তা জানতে হবে ময়নাতদন্ত।

BADRI BIRDS DIED
বদ্রি পাখির মৃত্যু ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 10:10 PM IST

আসানসোল, 15 নভেম্বর: খোদ বনদফতরের কার্যালয়ে অজানা কারণে মৃত্যু হল এক ঝাঁক বদ্রি পাখির ৷ আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়নপুর রেঞ্জ অফিসে এই পাখিগুলিকে খাঁচা বন্দি করে রাখা হয়েছিল। খাঁচায় থাকা সব পাখিরই মৃত্যু হয়েছে বলে খবর। তবে কী কারণে এই বদ্রি পাখিগুলির মৃত্যু হল তা এখনও জানা যায়নি। বনদফতরের পক্ষ থেকে পাখি গুলির ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই রানিগঞ্জ অঞ্চল থেকে বেশ কিছু টিয়াপাখি এবং বদ্রি পাখি উদ্ধার করা হয়েছিল। বিক্রি করার উদ্দেশে কিছু অসাধু ব্যক্তি ওই পাখিগুলিকে খাঁচা বন্দি করে নিয়ে যাছিল। বনদফতরের কর্মীরা হানা দিয়ে সেই পাখিগুলোকে উদ্ধার করেন। পরবর্তীকালে টিয়াপাখিগুলিকে ছেড়ে দেওয়া হলেও বদ্রি পাখি নিয়মমাফিক খাঁচাতেই রাখতে হয়। তার মধ্যে বেশ কিছু পাখি সালানপুর ব্লকের রূপনারায়নপুর রেঞ্জ অফিসে খাঁচায় রাখা ছিল ৷

শুক্রবার সকালে জানা যায়, সালানপুর রেঞ্জ অফিসে রাখা খাঁচায় বদ্রি পাখিগুলির মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। কী কারণে পাখিগুলি মারা গেল তা বনদফতরের কাছেও অজানা। রেঞ্জ অফিসার তমালিকা চন্দ্র বলেন, "টিয়াপাখিগুলিকে ছাড়া হলেও নিয়মমাফিক বদ্রি পাখি খাঁচায় রাখা হয়েছিল। কিছু পাখিকে শতাব্দী পার্ক এবং গুঞ্জন পার্কে তাদের নির্দিষ্ট খাঁচায় দিয়ে দেওয়া হয়। এরমধ্যে বেশ কিছু পাখি রূপনারায়ণপুর রেঞ্জ অফিসেও ছিল। কিন্তু শুক্রবার সেই পাখিগুলি মারা যায়। পাখিগুলি কী কারণে মারা গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ অনুসন্ধান করতে পাখিগুলির ময়নাতদন্ত করা হবে।"

আসানসোল, 15 নভেম্বর: খোদ বনদফতরের কার্যালয়ে অজানা কারণে মৃত্যু হল এক ঝাঁক বদ্রি পাখির ৷ আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়নপুর রেঞ্জ অফিসে এই পাখিগুলিকে খাঁচা বন্দি করে রাখা হয়েছিল। খাঁচায় থাকা সব পাখিরই মৃত্যু হয়েছে বলে খবর। তবে কী কারণে এই বদ্রি পাখিগুলির মৃত্যু হল তা এখনও জানা যায়নি। বনদফতরের পক্ষ থেকে পাখি গুলির ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই রানিগঞ্জ অঞ্চল থেকে বেশ কিছু টিয়াপাখি এবং বদ্রি পাখি উদ্ধার করা হয়েছিল। বিক্রি করার উদ্দেশে কিছু অসাধু ব্যক্তি ওই পাখিগুলিকে খাঁচা বন্দি করে নিয়ে যাছিল। বনদফতরের কর্মীরা হানা দিয়ে সেই পাখিগুলোকে উদ্ধার করেন। পরবর্তীকালে টিয়াপাখিগুলিকে ছেড়ে দেওয়া হলেও বদ্রি পাখি নিয়মমাফিক খাঁচাতেই রাখতে হয়। তার মধ্যে বেশ কিছু পাখি সালানপুর ব্লকের রূপনারায়নপুর রেঞ্জ অফিসে খাঁচায় রাখা ছিল ৷

শুক্রবার সকালে জানা যায়, সালানপুর রেঞ্জ অফিসে রাখা খাঁচায় বদ্রি পাখিগুলির মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। কী কারণে পাখিগুলি মারা গেল তা বনদফতরের কাছেও অজানা। রেঞ্জ অফিসার তমালিকা চন্দ্র বলেন, "টিয়াপাখিগুলিকে ছাড়া হলেও নিয়মমাফিক বদ্রি পাখি খাঁচায় রাখা হয়েছিল। কিছু পাখিকে শতাব্দী পার্ক এবং গুঞ্জন পার্কে তাদের নির্দিষ্ট খাঁচায় দিয়ে দেওয়া হয়। এরমধ্যে বেশ কিছু পাখি রূপনারায়ণপুর রেঞ্জ অফিসেও ছিল। কিন্তু শুক্রবার সেই পাখিগুলি মারা যায়। পাখিগুলি কী কারণে মারা গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ অনুসন্ধান করতে পাখিগুলির ময়নাতদন্ত করা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.