ETV Bharat / sitara

পিএম কেয়ার্সে 25 লাখ, দুস্থ টেকনিশিয়নদের রেশন সামগ্রী কঙ্গনার

পিএম কেয়ার্স ফান্ডে 25 লাখ টাকা অনুদান দিলেন কঙ্গনা রানাওয়াত । পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নদের পরিবারের হাতে রেশন সামগ্রীও তুলে দেন তিনি । টুইট করে আজ একথা জানান তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।

zxc
zc
author img

By

Published : Apr 1, 2020, 8:37 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পিএম কেয়ার্স ফান্ড নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানান তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার সেই তালিকায় যোগ দিলেন কঙ্গনা রানাওয়াতও । ওই তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি । এর পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নদের হাতে রেশন সামগ্রীও তুলে দিয়েছেন ।

লকডাউনের জেরে শুটিং বন্ধ বলিউডে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নরা । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা । দিয়েছেন অনুদানও । আর এবার তাঁদের পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দিলেন কঙ্গনা । আজ টুইটারে অনুদানের বিষয়টি শেয়ার করেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল । তিনি লেখেন, "পিএম কেয়ার্স ফান্ডে 25 লাখ টাকা অনুদান দিয়েছে কঙ্গনা । এর পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ কর্মীদের পরিবারের হাতে রেশন সামগ্রীও তুলে দেয় সে । এই সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সাধ্য মতো কাজ করতে হবে । আমাদের পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ ।"

সবার আগে এই টেকনিশিয়নদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সলমান খান । সাহায্যের জন্য সলমানের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । মোট 25 হাজার কর্মীর পাশে দাঁড়ান । এরপর একে একে এগিয়ে আসেন রোহিত শেট্টি ও অজয় দেবগনের মতো তারকারা ।

অন্যদিকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল তৈরির সঙ্গে সঙ্গেই সেখানে অনুদানের জন্য এগিয়ে যান অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান দেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান. করণ জোহর, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট, সারা আলি খান ও গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও ।

মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পিএম কেয়ার্স ফান্ড নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানান তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার সেই তালিকায় যোগ দিলেন কঙ্গনা রানাওয়াতও । ওই তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি । এর পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নদের হাতে রেশন সামগ্রীও তুলে দিয়েছেন ।

লকডাউনের জেরে শুটিং বন্ধ বলিউডে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নরা । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা । দিয়েছেন অনুদানও । আর এবার তাঁদের পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দিলেন কঙ্গনা । আজ টুইটারে অনুদানের বিষয়টি শেয়ার করেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল । তিনি লেখেন, "পিএম কেয়ার্স ফান্ডে 25 লাখ টাকা অনুদান দিয়েছে কঙ্গনা । এর পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ কর্মীদের পরিবারের হাতে রেশন সামগ্রীও তুলে দেয় সে । এই সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সাধ্য মতো কাজ করতে হবে । আমাদের পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ ।"

সবার আগে এই টেকনিশিয়নদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সলমান খান । সাহায্যের জন্য সলমানের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । মোট 25 হাজার কর্মীর পাশে দাঁড়ান । এরপর একে একে এগিয়ে আসেন রোহিত শেট্টি ও অজয় দেবগনের মতো তারকারা ।

অন্যদিকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল তৈরির সঙ্গে সঙ্গেই সেখানে অনুদানের জন্য এগিয়ে যান অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান দেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান. করণ জোহর, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট, সারা আলি খান ও গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.