মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পিএম কেয়ার্স ফান্ড নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানান তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার সেই তালিকায় যোগ দিলেন কঙ্গনা রানাওয়াতও । ওই তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি । এর পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নদের হাতে রেশন সামগ্রীও তুলে দিয়েছেন ।
লকডাউনের জেরে শুটিং বন্ধ বলিউডে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির দুস্থ টেকনিশিয়নরা । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা । দিয়েছেন অনুদানও । আর এবার তাঁদের পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দিলেন কঙ্গনা । আজ টুইটারে অনুদানের বিষয়টি শেয়ার করেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল । তিনি লেখেন, "পিএম কেয়ার্স ফান্ডে 25 লাখ টাকা অনুদান দিয়েছে কঙ্গনা । এর পাশাপাশি ইন্ডাস্ট্রির দুস্থ কর্মীদের পরিবারের হাতে রেশন সামগ্রীও তুলে দেয় সে । এই সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সাধ্য মতো কাজ করতে হবে । আমাদের পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ ।"
-
Kangana has also contributed to PM cares 25 lakhs and donated Ration to daily wage earners families, we need to stand united and do what best we can, many thanks from our family @narendramodi @PMOIndia #PMCARES #Istandwithhumanity pic.twitter.com/oNEif6I2Uj
— Rangoli Chandel (@Rangoli_A) April 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kangana has also contributed to PM cares 25 lakhs and donated Ration to daily wage earners families, we need to stand united and do what best we can, many thanks from our family @narendramodi @PMOIndia #PMCARES #Istandwithhumanity pic.twitter.com/oNEif6I2Uj
— Rangoli Chandel (@Rangoli_A) April 1, 2020Kangana has also contributed to PM cares 25 lakhs and donated Ration to daily wage earners families, we need to stand united and do what best we can, many thanks from our family @narendramodi @PMOIndia #PMCARES #Istandwithhumanity pic.twitter.com/oNEif6I2Uj
— Rangoli Chandel (@Rangoli_A) April 1, 2020
সবার আগে এই টেকনিশিয়নদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সলমান খান । সাহায্যের জন্য সলমানের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । মোট 25 হাজার কর্মীর পাশে দাঁড়ান । এরপর একে একে এগিয়ে আসেন রোহিত শেট্টি ও অজয় দেবগনের মতো তারকারা ।
অন্যদিকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল তৈরির সঙ্গে সঙ্গেই সেখানে অনুদানের জন্য এগিয়ে যান অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান দেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান. করণ জোহর, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট, সারা আলি খান ও গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও ।