ETV Bharat / state

বেআইনি হকারদের দখলে নিউ মার্কেট ! 3 দিনের মধ্যে দখল মুক্ত করবে পুলিশ - NEW MARKET ENROACHERS

পুজোর সময় মানবিকতার অজুহাতে রাস্তার দখল নেয় এক ঝাঁক হকার । এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম ৷

NEW MARKET ENROACHERS
টাউন ভেন্ডিং কমিটির বৈঠক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 9:32 AM IST

কলকাতা, 30 নভেম্বর: বেলাগাম হকাররাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর যৌথ অভিযান চালায় পুলিশ ও কলকাতা পুরনিগম ৷ কলকাতার বিভিন্ন এলাকার ফুটপাত বা রাস্তা বেআইনি হকারদের দখল মুক্ত হয় । পাশাপশি, নিউমার্কেট এলাকার চেহারা বদলে যায় । বেশ কয়েক মাসের ব্যবধানে ফের নিউমার্কেট এলাকায় ফিরেছে সেই বেলাগাম হকাররাজ ৷ পিচ রাস্তায় আবার দখল নিয়েছে বেআইনি হকাররা । এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম ৷ কলকাতা পুলিশকে আগামী 3 দিনের মধ্যে তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল টাউন ভেন্ডিং কমিটি । নিউমার্কেট থানা এই কাজ না করতে পারলে কমিটির তরফে উচ্চপর্যায়ের অভিযোগ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে ।

সেই সঙ্গে, আগামী তিন মাসের মধ্যে কলকাতার 54 হাজার তালিকাভুক্ত হকারকে দেওয়া হবে পরিচয়পত্র বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ৷ বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, স্বপন সমাদ্দার, অভিজিৎ মুখোপাধ্যায় ও পুর সচিব স্বপন কুমার কুণ্ডু । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বৈঠকে নিউ মার্কেট এলাকা ফের পিচ রাস্তায় বসা হকারদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই । হকার সংগ্রাম কমিটি সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ, হকার ইউনিয়নের নেতা অসিত সাহা, মানা চক্রবর্তী ছিলেন বৈঠকে । নিউ মার্কেট প্রসঙ্গে সকলেই তাঁদের বক্তব্য প্রকাশ করেন।

সম্প্রতি পিচ রাস্তায় ডালা বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে । শাসক দলের দুই গোষ্ঠীর ঝামেলায় ফুটপাথ দখল করে তৈরি হওয়া পার্টি অফিস ভেঙে দেওয়ার ঘটনা ঘটে । এই প্রসঙ্গে হকার সংগঠনগুলির প্রতিনিধিদের দাবি, দুর্গাপুজোর সময় মানবিকতার সুযোগ নিয়ে যারা রাস্তায় হকার বসিয়েছে বা অর্থের বিনিময় এই কাজ করেছে, সেই দায় কমিটির নয় । তারা কোনও ভাবেই স্থায়ীভাবে বসতে পারে না । নিউমার্কেট পুলিশের ভূমিকাও ঠিক নয় বলে জানান হকার সংগঠনের প্রতিনিধিরা ।

হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দেবাশীষ কুমার জানান, টাউন ভেন্ডিং কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাস কলকাতা জুড়ে 54 হাজার তালিকাভুক্ত হকারদের সচিত্র পরিচয় পত্র দেওয়া হবে । নিউমার্কেটের ব্ল্যাক টপ দখল করে যে সমস্ত হকাররা বেআইনিভাবে দোকান করছেন, তাদের তুলে দেওয়ার জন্য নিউমার্কেট থানাকে তিনদিনের সময়সীমা দেওয়া হয়েছে । তারা উপযুক্ত পদক্ষেপ না-নিলে পরবর্তী সময়ে কমিটির তরফে প্রশাসনের উচ্চ স্তরে অভিযোগ করা হবে ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকাররাজ নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন । তারপরই ময়দান চত্বরে অ্যাকশন মুডে নেমেছিল কর্পোরেশন ও পুলিশ । তার জেরে নিউ মার্কেটের শ্রী ফিরেছিল । নিউমার্কেটের দোকানদাররা সেই পদক্ষেপকে স্বাগতও জানান । পার্কিং থাকলেও হকারদের দাপটে গাড়ি রাখতে পারতেন না, সেখানে ফের পার্কিং শুরু হয় । ফলে দোকানদারের ব্যবসার হাল ফিরেছিল । পুজোর সময় মানবিকতার অজুহাতে রাস্তার দখল নেয় এক ঝাঁক হকার । এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম ৷

পড়ুন: শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, শালবনিতে কারখানা নিয়ে ঘোষণা

কলকাতা, 30 নভেম্বর: বেলাগাম হকাররাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর যৌথ অভিযান চালায় পুলিশ ও কলকাতা পুরনিগম ৷ কলকাতার বিভিন্ন এলাকার ফুটপাত বা রাস্তা বেআইনি হকারদের দখল মুক্ত হয় । পাশাপশি, নিউমার্কেট এলাকার চেহারা বদলে যায় । বেশ কয়েক মাসের ব্যবধানে ফের নিউমার্কেট এলাকায় ফিরেছে সেই বেলাগাম হকাররাজ ৷ পিচ রাস্তায় আবার দখল নিয়েছে বেআইনি হকাররা । এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম ৷ কলকাতা পুলিশকে আগামী 3 দিনের মধ্যে তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল টাউন ভেন্ডিং কমিটি । নিউমার্কেট থানা এই কাজ না করতে পারলে কমিটির তরফে উচ্চপর্যায়ের অভিযোগ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে ।

সেই সঙ্গে, আগামী তিন মাসের মধ্যে কলকাতার 54 হাজার তালিকাভুক্ত হকারকে দেওয়া হবে পরিচয়পত্র বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ৷ বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, স্বপন সমাদ্দার, অভিজিৎ মুখোপাধ্যায় ও পুর সচিব স্বপন কুমার কুণ্ডু । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বৈঠকে নিউ মার্কেট এলাকা ফের পিচ রাস্তায় বসা হকারদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই । হকার সংগ্রাম কমিটি সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ, হকার ইউনিয়নের নেতা অসিত সাহা, মানা চক্রবর্তী ছিলেন বৈঠকে । নিউ মার্কেট প্রসঙ্গে সকলেই তাঁদের বক্তব্য প্রকাশ করেন।

সম্প্রতি পিচ রাস্তায় ডালা বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে । শাসক দলের দুই গোষ্ঠীর ঝামেলায় ফুটপাথ দখল করে তৈরি হওয়া পার্টি অফিস ভেঙে দেওয়ার ঘটনা ঘটে । এই প্রসঙ্গে হকার সংগঠনগুলির প্রতিনিধিদের দাবি, দুর্গাপুজোর সময় মানবিকতার সুযোগ নিয়ে যারা রাস্তায় হকার বসিয়েছে বা অর্থের বিনিময় এই কাজ করেছে, সেই দায় কমিটির নয় । তারা কোনও ভাবেই স্থায়ীভাবে বসতে পারে না । নিউমার্কেট পুলিশের ভূমিকাও ঠিক নয় বলে জানান হকার সংগঠনের প্রতিনিধিরা ।

হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দেবাশীষ কুমার জানান, টাউন ভেন্ডিং কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাস কলকাতা জুড়ে 54 হাজার তালিকাভুক্ত হকারদের সচিত্র পরিচয় পত্র দেওয়া হবে । নিউমার্কেটের ব্ল্যাক টপ দখল করে যে সমস্ত হকাররা বেআইনিভাবে দোকান করছেন, তাদের তুলে দেওয়ার জন্য নিউমার্কেট থানাকে তিনদিনের সময়সীমা দেওয়া হয়েছে । তারা উপযুক্ত পদক্ষেপ না-নিলে পরবর্তী সময়ে কমিটির তরফে প্রশাসনের উচ্চ স্তরে অভিযোগ করা হবে ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকাররাজ নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন । তারপরই ময়দান চত্বরে অ্যাকশন মুডে নেমেছিল কর্পোরেশন ও পুলিশ । তার জেরে নিউ মার্কেটের শ্রী ফিরেছিল । নিউমার্কেটের দোকানদাররা সেই পদক্ষেপকে স্বাগতও জানান । পার্কিং থাকলেও হকারদের দাপটে গাড়ি রাখতে পারতেন না, সেখানে ফের পার্কিং শুরু হয় । ফলে দোকানদারের ব্যবসার হাল ফিরেছিল । পুজোর সময় মানবিকতার অজুহাতে রাস্তার দখল নেয় এক ঝাঁক হকার । এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম ৷

পড়ুন: শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, শালবনিতে কারখানা নিয়ে ঘোষণা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.