ETV Bharat / sitara

রোজ মনে পড়ে তোমায় : শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বললেন জাহ্নবী

author img

By

Published : Feb 24, 2020, 9:58 AM IST

আজ শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী । আজ মাকে একটু বেশি করে মনে পড়ছে মেয়ে জাহ্নবীর ।

Janhvi Kapoor Remembers mother Sridevi
Janhvi Kapoor Remembers mother Sridevi

মুম্বই : মায়ের মৃত্যুটা এসেছিল খুব অপ্রত্যাশিতভাবে । তাই এখনও বিষয়টা মেনে নিতে পারেননি শ্রীদেবীর কন্যা জাহ্নবী । দু'বছর কেটে গেলেও মা-কে এখনও রোজ মনে পড়ে তাঁর । সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুভূতি প্রকাশ অভিনেত্রীর ।

মায়ের সঙ্গে নিজের একটা সাদা-কালো ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "প্রতিদিন তোমায় মনে পড়ে" ।

2018-র 24 ফেব্রুয়ারি দুবাইতে একটি ফ্যামিলি ফাংশনে যোগ দিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী । বাথটবে পাওয়া যায় তাঁর মৃতদেহ । ঠিক কী কারণে এই মৃত্যু, সেই নিয়ে জলঘোলা হয়েছে অনেক ।

তবে তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় এই সত্যিটা যে, শ্রীদেবী আর নেই । আলোর গতিতে সেদিন ছড়িয়ে পড়ে খবরটা । প্রথমে কেউ বিশ্বাস করতে না পারলেও, পরে মানতেই হয় । শকটা ধীরে ধীরে শোকে পরিণত হয় ।

শ্রীদেবীর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি 'মম' জন্ম দিয়েছিল এক অন্য শ্রীদেবীকে । কারণ সেই ছবিতে তাঁর অভিনয় পৌঁছেছিল এক অন্য মাত্রায় । হয়তো নিজে একজন মা বলেই, চরিত্রটিকে ওভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি । 'মম'-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অ্যাচিভ করেন শ্রীদেবী । তবে তখন তিনি আর কোথায়...পুরস্কারটা গ্রহণ করতে যান বনি কাপুর ও জাহ্নবী কাপুর ।

হয়তো আরও অনেক কিছু দেওয়ার ছিল শ্রীদেবীর । বাকি থেকে গেল...তাঁর আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

মুম্বই : মায়ের মৃত্যুটা এসেছিল খুব অপ্রত্যাশিতভাবে । তাই এখনও বিষয়টা মেনে নিতে পারেননি শ্রীদেবীর কন্যা জাহ্নবী । দু'বছর কেটে গেলেও মা-কে এখনও রোজ মনে পড়ে তাঁর । সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুভূতি প্রকাশ অভিনেত্রীর ।

মায়ের সঙ্গে নিজের একটা সাদা-কালো ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "প্রতিদিন তোমায় মনে পড়ে" ।

2018-র 24 ফেব্রুয়ারি দুবাইতে একটি ফ্যামিলি ফাংশনে যোগ দিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী । বাথটবে পাওয়া যায় তাঁর মৃতদেহ । ঠিক কী কারণে এই মৃত্যু, সেই নিয়ে জলঘোলা হয়েছে অনেক ।

তবে তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় এই সত্যিটা যে, শ্রীদেবী আর নেই । আলোর গতিতে সেদিন ছড়িয়ে পড়ে খবরটা । প্রথমে কেউ বিশ্বাস করতে না পারলেও, পরে মানতেই হয় । শকটা ধীরে ধীরে শোকে পরিণত হয় ।

শ্রীদেবীর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি 'মম' জন্ম দিয়েছিল এক অন্য শ্রীদেবীকে । কারণ সেই ছবিতে তাঁর অভিনয় পৌঁছেছিল এক অন্য মাত্রায় । হয়তো নিজে একজন মা বলেই, চরিত্রটিকে ওভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি । 'মম'-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অ্যাচিভ করেন শ্রীদেবী । তবে তখন তিনি আর কোথায়...পুরস্কারটা গ্রহণ করতে যান বনি কাপুর ও জাহ্নবী কাপুর ।

হয়তো আরও অনেক কিছু দেওয়ার ছিল শ্রীদেবীর । বাকি থেকে গেল...তাঁর আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.