ETV Bharat / entertainment

একী কাণ্ড! 500 টাকার নোটে জ্বলজ্বল করছে বলিউড অভিনেতার ছবি - Anupam Kher Picture on Notes - ANUPAM KHER PICTURE ON NOTES

Anupam Kher's picture in Fake currency Notes: সত্যিই অবাক করার মতো ঘটনা ৷ নকল নোটের দুর্নীাতির জাল মাত্রা ছাড়িয়ে গিয়েছে ৷ 22 সেপ্টেম্বরই নকল টাকা তৈরির অপরাধে 4জনকে গ্রেফতার করেছে সুরাতের পুলিশ ৷ এবার নকল টাকায় ধরা পড়ল 'কাশ্মিরি ফাইলস' খ্যাত অভিনেতার ছবি ৷

Anupam Kher's picture in Fake currency Notes
500 টাকার নোটে বলিউড অভিনেতার ছবি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 5:51 PM IST

Updated : Sep 30, 2024, 6:29 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: এই জন্যই বলে একটু পেটে বিদ্যা থাকা দরকার ৷ নাহলে শুধু মাত্র মাথার টাক দেখে কাউকে চিনতে গেলে এতবড় বিপত্তি তো হবেই ৷ আসলে টাকা জাল বা নকল করতে গিয়ে পাওয়া গেল নির্বুদ্ধিতার পরিচয় ৷ মহাত্মা গান্ধির জায়গায় জাল নোটে ধরা পড়ল বলিউড অভিনেতা অনুপম খেরের ছবি ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডায়ায় ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতে ৷

জানা গিয়েছে, প্রায় 1.60 কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷ যেখানে নোটে বাপুর বদলে ছবি রয়েছে 'কাশ্মিরি ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খেরের ৷ পুলিশি অভিযানে এই জাল নোট উদ্ধার হয়েছে ৷ এর আগে 22 সেপ্টেম্বর সুরাত থেকে জাল নোট তৈরি করার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এবার সেই জাল ছড়িয়েছে নোটের ছবির ক্ষেত্রেও ৷

পুলিশ কমিশনার রাজদীপ নুকুম জানিয়েছেন, শাহিদ কাপুরের ফর্জি সিরিজ দেখে দুষ্কৃতিরা অনুপ্রেরণা পেয়েছেন ৷ শুধু তাই নয়, নোটের উপরে অনুপম খেরের ছবি ছাড়াও লেখা হয়েছে 'রিজোল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ৷ যেখানে আসলে লেখা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

জানা গিয়েছে, আহমেদাবাদের এক ফার্মের মালিক মেহুল ঠাকুরকে 1.6 কোটি টাকা জাল নোট দিয়ে ঠকিয়েছে দুষ্কৃতিরা ৷ বিষয়টি সামনে আসে যখন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি 2 হাজার 100 গ্রাম সোনা কিনতে চায় তাঁর কাছে ৷ সোনা ডেলিভারি করার পর ঠাক্করের কর্মচারী একটা প্লাস্টিক ব্যাগে 1.3 কোটি টাকা পান ৷ যেই ব্যাগে সবকটাই ছিল নকল টাকা৷ ঘটনার তদন্ত চলছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: এই জন্যই বলে একটু পেটে বিদ্যা থাকা দরকার ৷ নাহলে শুধু মাত্র মাথার টাক দেখে কাউকে চিনতে গেলে এতবড় বিপত্তি তো হবেই ৷ আসলে টাকা জাল বা নকল করতে গিয়ে পাওয়া গেল নির্বুদ্ধিতার পরিচয় ৷ মহাত্মা গান্ধির জায়গায় জাল নোটে ধরা পড়ল বলিউড অভিনেতা অনুপম খেরের ছবি ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডায়ায় ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতে ৷

জানা গিয়েছে, প্রায় 1.60 কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷ যেখানে নোটে বাপুর বদলে ছবি রয়েছে 'কাশ্মিরি ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খেরের ৷ পুলিশি অভিযানে এই জাল নোট উদ্ধার হয়েছে ৷ এর আগে 22 সেপ্টেম্বর সুরাত থেকে জাল নোট তৈরি করার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এবার সেই জাল ছড়িয়েছে নোটের ছবির ক্ষেত্রেও ৷

পুলিশ কমিশনার রাজদীপ নুকুম জানিয়েছেন, শাহিদ কাপুরের ফর্জি সিরিজ দেখে দুষ্কৃতিরা অনুপ্রেরণা পেয়েছেন ৷ শুধু তাই নয়, নোটের উপরে অনুপম খেরের ছবি ছাড়াও লেখা হয়েছে 'রিজোল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ৷ যেখানে আসলে লেখা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

জানা গিয়েছে, আহমেদাবাদের এক ফার্মের মালিক মেহুল ঠাকুরকে 1.6 কোটি টাকা জাল নোট দিয়ে ঠকিয়েছে দুষ্কৃতিরা ৷ বিষয়টি সামনে আসে যখন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি 2 হাজার 100 গ্রাম সোনা কিনতে চায় তাঁর কাছে ৷ সোনা ডেলিভারি করার পর ঠাক্করের কর্মচারী একটা প্লাস্টিক ব্যাগে 1.3 কোটি টাকা পান ৷ যেই ব্যাগে সবকটাই ছিল নকল টাকা৷ ঘটনার তদন্ত চলছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

Last Updated : Sep 30, 2024, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.