হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: এই জন্যই বলে একটু পেটে বিদ্যা থাকা দরকার ৷ নাহলে শুধু মাত্র মাথার টাক দেখে কাউকে চিনতে গেলে এতবড় বিপত্তি তো হবেই ৷ আসলে টাকা জাল বা নকল করতে গিয়ে পাওয়া গেল নির্বুদ্ধিতার পরিচয় ৷ মহাত্মা গান্ধির জায়গায় জাল নোটে ধরা পড়ল বলিউড অভিনেতা অনুপম খেরের ছবি ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডায়ায় ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতে ৷
জানা গিয়েছে, প্রায় 1.60 কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷ যেখানে নোটে বাপুর বদলে ছবি রয়েছে 'কাশ্মিরি ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খেরের ৷ পুলিশি অভিযানে এই জাল নোট উদ্ধার হয়েছে ৷ এর আগে 22 সেপ্টেম্বর সুরাত থেকে জাল নোট তৈরি করার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এবার সেই জাল ছড়িয়েছে নোটের ছবির ক্ষেত্রেও ৷
अनुपम खेर की जगह नरेन्द्र मोदी का चेहरा होता तो भी क्या नोट को फेक कहा जाता?🤔🤔🤔🤔 pic.twitter.com/0wDb1b3Ena
— Dhaval (INDIA) 🙏 (@DhavalP67910501) September 30, 2024
পুলিশ কমিশনার রাজদীপ নুকুম জানিয়েছেন, শাহিদ কাপুরের ফর্জি সিরিজ দেখে দুষ্কৃতিরা অনুপ্রেরণা পেয়েছেন ৷ শুধু তাই নয়, নোটের উপরে অনুপম খেরের ছবি ছাড়াও লেখা হয়েছে 'রিজোল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ৷ যেখানে আসলে লেখা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
Fake notes featuring @AnupamPKher on ₹500 notes in place of #MahatmaGandhi in Ahmedabad.
— सृष्टि (@Srashti0822) September 30, 2024
What is going on 🤔🤔?@AnupamPKher reacted on this saying " kuch bhi ho sakta hai"#AnupamKher #MahatmaGandhi #hindustantimes #सृष्टि_ pic.twitter.com/qAUMN3FJAI
" ये आदमी अनुपमखेर का चाहनेवाला था की दुश्मन"
— Kishan Yadav (@urcristiano_ind) September 30, 2024
अहमदाबाद के एक वेपारी को 1.30 करोड़ का चूना लगा गया असली gold ले गया नकली नोट दे गया 😅😅#ahemdabad#AnupamKher #ArrestDeepakSharma pic.twitter.com/ms9aDHAbgv
জানা গিয়েছে, আহমেদাবাদের এক ফার্মের মালিক মেহুল ঠাকুরকে 1.6 কোটি টাকা জাল নোট দিয়ে ঠকিয়েছে দুষ্কৃতিরা ৷ বিষয়টি সামনে আসে যখন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি 2 হাজার 100 গ্রাম সোনা কিনতে চায় তাঁর কাছে ৷ সোনা ডেলিভারি করার পর ঠাক্করের কর্মচারী একটা প্লাস্টিক ব্যাগে 1.3 কোটি টাকা পান ৷ যেই ব্যাগে সবকটাই ছিল নকল টাকা৷ ঘটনার তদন্ত চলছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷