ETV Bharat / sitara

"সিবিআইয়ের সিদ্ধান্ত আমাদের থেকে আলাদা হবে না", সুশান্তের মৃত্যু মামলা নিয়ে বললেন পরমবীর সিং

author img

By

Published : Jan 1, 2021, 8:18 PM IST

মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং বলেন, "আমি নিশ্চিত সিবিআই শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছবে । আর সেই সিদ্ধান্ত আমাদের থেকে আলাদা কিছু হবে না । সুপ্রিম কোর্টও আমাদের তদন্তকে 'পেশাদার' বলে প্রশংসা করেছিল । কিন্তু কেউ কেউ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদের অপমান করতে চেয়েছে । তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে ।"

asd
asd

মুম্বই : চার মাস পেরিয়ে গিয়েছে । কিন্তু সুশান্ত সিং রাজপুত খুন হয়েছিলেন না তিনি আত্মহত্যা করেছিলেন তা এখনও জানা যায়নি । কয়েকদিন আগেই এই নিয়ে মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । এতদিন ধরে চলা তদন্তে কী কী উঠে এসেছে সেই বিষয়ে সিবিআইকে জানাতে বলেছিলেন তিনি । আর এবার ওই একই বিষয়ে মুখ খুললেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং ।

সিবিআই-এর তদন্ত প্রসঙ্গে আজ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "আমি নিশ্চিত সিবিআই শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছবে । আর সেই সিদ্ধান্ত আমাদের থেকে আলাদা কিছু হবে না । সুপ্রিম কোর্টও আমাদের তদন্তকে 'পেশাদার' বলে প্রশংসা করেছিল । কিন্তু কেউ কেউ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদের অপমান করতে চেয়েছে । তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে ।"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এরপরই এই ঘটনার তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে বিহারে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন সুশান্তের বাবা । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় CBI-এর হাতে ।

এদিকে সুশান্তের মৃত্যু মামলায় আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করে (ED)। এরই মাঝে সুশান্তের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । সেই সময় মাদক সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তদন্তের সময় রিয়া সহ গ্রেপ্তার করা হয় অনেককেই । সেখানে নাম জড়িয়ে পড়ে বলিউডের একাধিক তারকার । তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

এরই মাঝে সুশান্তের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দেয় AIIMS । তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত । যদিও এই তত্ত্ব মানতে চাননি পরিবারের সদস্যরা । বরং AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছিলেন তাঁরা । এরপরই শোনা যায় যে শীঘ্রই ক্লোজ়ার রিপোর্ট জমা দিতে চলেছে CBI । যদিও সেই দাবি খারিজ করে তদন্ত জারি রয়েছে বলে সাফ জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ।

মুম্বই : চার মাস পেরিয়ে গিয়েছে । কিন্তু সুশান্ত সিং রাজপুত খুন হয়েছিলেন না তিনি আত্মহত্যা করেছিলেন তা এখনও জানা যায়নি । কয়েকদিন আগেই এই নিয়ে মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । এতদিন ধরে চলা তদন্তে কী কী উঠে এসেছে সেই বিষয়ে সিবিআইকে জানাতে বলেছিলেন তিনি । আর এবার ওই একই বিষয়ে মুখ খুললেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং ।

সিবিআই-এর তদন্ত প্রসঙ্গে আজ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "আমি নিশ্চিত সিবিআই শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছবে । আর সেই সিদ্ধান্ত আমাদের থেকে আলাদা কিছু হবে না । সুপ্রিম কোর্টও আমাদের তদন্তকে 'পেশাদার' বলে প্রশংসা করেছিল । কিন্তু কেউ কেউ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদের অপমান করতে চেয়েছে । তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে ।"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এরপরই এই ঘটনার তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে বিহারে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন সুশান্তের বাবা । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় CBI-এর হাতে ।

এদিকে সুশান্তের মৃত্যু মামলায় আর্থিক তছরুপের বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করে (ED)। এরই মাঝে সুশান্তের মৃত্যুতে মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । সেই সময় মাদক সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তদন্তের সময় রিয়া সহ গ্রেপ্তার করা হয় অনেককেই । সেখানে নাম জড়িয়ে পড়ে বলিউডের একাধিক তারকার । তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

এরই মাঝে সুশান্তের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দেয় AIIMS । তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত । যদিও এই তত্ত্ব মানতে চাননি পরিবারের সদস্যরা । বরং AIIMS-এর রিপোর্ট 'ত্রুটিপূর্ণ' বলে দাবি করেছিলেন তাঁরা । এরপরই শোনা যায় যে শীঘ্রই ক্লোজ়ার রিপোর্ট জমা দিতে চলেছে CBI । যদিও সেই দাবি খারিজ করে তদন্ত জারি রয়েছে বলে সাফ জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.