মুম্বই : 'ভূত পার্ট ১- দা হন্টেড শিপ' ভারতে ভয়ের ভাষা বদলাবে বলেই মনে করছেন অভিনেত্রী ভূমি পেদনেকর । ভানুপ্রতাপ সিংয়ের পরিচালনায় কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার ।
ছবিতে সাইন করার সময় দু'বার ভেবেছিলেন কি না জানতে চাওয়ায় ভূমি IANS-কে বলেন, "না । আমি স্ক্রিপ্ট পড়েছিলাম । পরিচালক আমার খুব ভালো বন্ধু । ছবিটি গোড়া থেকেই আমি জানি । আমি জানতাম এই ঘরানায় এরকম ছবি আগে কখনও হয়নি । ভূত এমন একটা ছবি যা ভারতে ভয়ের ভাষা বদলাতে চলেছে ।"
ভানুপ্রতাপের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ভিকি কৌশলও । সমুদ্র সৈকতে একটি পরিত্যক্ত জাহাজে এক দম্পতির গল্প দেখানো হয়েছে 'ভূত...'-এ । মুম্বইয়ের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি ।
ভূমি বলেন, "ভিকি একজন অসাধারণ অভিনেতা । ছবির সঙ্গে জড়িত মানুষ ও স্ক্রিপ্টের প্রতি ভালোবাসার কারণে আমাকে এটা করতেই হত । ভানুর প্রতি আমার বিশ্বাস আছে । তিনি পরিচালক হিসেবে খুবই আশাপ্রদ ।"
'ভূত পার্ট ১- দা হন্টেড শিপ' 2020-র 21 ফেব্রুয়ারি মুক্তি পাবে ।