দিল্লি, 3 সেপ্টেম্বর : বিশ্ব উদ্ভাবনী সূচকে(গ্লোবাল ইনোভেশন ইনডেক্স) 48তম স্থানে উঠে এল ভারত । বিশ্ব বৌদ্ধিক সম্পদ সংস্থার (WIPO) তরফে 50টি দেশের শীর্ষ তালিকা প্রকাশ করা হয়েছে । সেই তালিকায় এবছর রয়েছে ভারতও । তালিকার প্রথমদিকে রয়েছে সুইৎজ়ারল্যান্ড, সুইডেন, অ্যামেরিকা, ব্রিটেন এবং নেদারল্যান্ড ।
2019-এ 52তম স্থানে ছিল ভারত । 2015 সালে স্থান ছিল 81 । এবছর শীর্ষ 50-র তালিকায় আসে । গত বছরই বিশ্ব বৌদ্ধিক সম্পদ সংস্থা ভারতকে দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্যতম উদ্ভাবনী দেশ হিসেবে গ্রহণ করেছিল । শেষ পাঁচ বছরে ভারত উদ্ভাবনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে বলে জানিয়েছিল WIPO ।
উদ্ভাবনে একটি দেশের সক্ষমতা ও সাফল্যের উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয় । প্রতি বছর বিশ্বের 131টি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান, বিজ্ঞানভিত্তিক প্রকাশনা ও আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের সংখ্যা ইত্যাদি বিষয়ে বিবেচনা করে তৈরি করা হয় এই সূচক । এটি সংশ্লিষ্ট দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা নির্দেশ করে এবং তার মাধ্যমে দেশটিকে তালিকায় স্থান দেওয়া হয় ।
ভারতের উদ্ভাবনী সূচক গত বছর প্রকাশ করেছিল নীতি আয়োগ । সূচক ।