দার এস সালাম, 6 নভেম্বর: রানওয়েতে নামতে গিয়ে বিপত্তি ৷ যাত্রী নিয়ে উড়ান ডুবল সোজা হ্রদের জলে ৷ তানজানিয়ার দার এস সালামের ঘটনায় শোরগোল ৷ তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বুকোবা বিমানবন্দরে নামার সময় প্রেশিসন এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়ানটি এদিন ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাবশত ভিক্টোরিয়া লেকের জলে ডুবে যায় (Passenger Plane Crashes Into Lake Victoria In Tanzania) ৷ তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন সূত্রে পাওয়া প্রাথমিক খবরে 15 জনকে উদ্ধারের কথা জানানো হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও সওয়ারির মৃত্যু হয়েছে কি না, তা অজানা ৷
স্থানীয় পুলিশ কমিশনার অ্যালবার্ট চালামিলা জানিয়েছেন উড়ানে 43 জন ছিলেন, তাদের মধ্যে 39 জন যাত্রী (The plane was carrying 43 people) ৷ দুর্ঘটনার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছে দেশীয় সংবাদমাধ্যমটি ৷ টিবিসি'র রিপোর্টে প্রকাশ, "ঝড় এবং তুমুল বৃষ্টির কারণে রাজধানী দার এস সালাম থেকে রওনা হওয়া একটি বিমান ভিক্টোরিয়া হ্রদে ডুবে গিয়েছে ৷" সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিয়োতে স্পষ্ট যে উড়ানটি লেকের জলে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত ৷
দ্রুত উদ্ধারকারী নৌকা এবং কর্মীরা আপদকালীন উদ্ধারকাজ শুরু করে ৷ উড়ানের ভিতর কেউ আটকে আছেন কি না, শুরু হয়েছে তল্লাশি ৷ রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান (President Samia Suluhu Hassan) উদ্ধারকাজ শেষ না-হওয়া পর্যন্ত জনসাধারণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদের উপকূলেই অবস্থিত বুকোবা বন্দর ৷
আরও পড়ুন: শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেফতার 15 ভারতীয় মৎস্যজীবী
রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান এক বার্তায় বলেন, "প্রেশিসন এয়ারলাইন্সের উড়ান দুর্ঘটনার খবর আমার কানে পৌঁছেছে ৷ উদ্ধারকাজ চলাকালীন এইমুহূর্তে শান্ত থেকে ঈশ্বরকে ডাকাই শ্রেয় ৷"