ETV Bharat / international

Plane Crashes Into Lake: চল্লিশের বেশি সওয়ারি নিয়ে তানজানিয়ায় হ্রদে ডুবল উড়ান

তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বুকোবা বিমানবন্দরে নামার সময় প্রেশিসন এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়ানটি এদিন ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাবশত ভিক্টোরিয়া লেকের জলে ডুবে যায় (Passenger Plane Crashes Into Lake Victoria In Tanzania) ৷ তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন সূত্রে পাওয়া প্রাথমিক খবরে 15 জনকে উদ্ধারের কথা জানানো হয়েছে ৷

Plane Crashes Into Lake
চল্লিশোর্ধ্ব সওয়ারি নিয়ে তানজানিয়ায় হ্রদে ডুবল উড়ান
author img

By

Published : Nov 6, 2022, 5:21 PM IST

দার এস সালাম, 6 নভেম্বর: রানওয়েতে নামতে গিয়ে বিপত্তি ৷ যাত্রী নিয়ে উড়ান ডুবল সোজা হ্রদের জলে ৷ তানজানিয়ার দার এস সালামের ঘটনায় শোরগোল ৷ তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বুকোবা বিমানবন্দরে নামার সময় প্রেশিসন এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়ানটি এদিন ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাবশত ভিক্টোরিয়া লেকের জলে ডুবে যায় (Passenger Plane Crashes Into Lake Victoria In Tanzania) ৷ তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন সূত্রে পাওয়া প্রাথমিক খবরে 15 জনকে উদ্ধারের কথা জানানো হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও সওয়ারির মৃত্যু হয়েছে কি না, তা অজানা ৷

স্থানীয় পুলিশ কমিশনার অ্যালবার্ট চালামিলা জানিয়েছেন উড়ানে 43 জন ছিলেন, তাদের মধ্যে 39 জন যাত্রী (The plane was carrying 43 people) ৷ দুর্ঘটনার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছে দেশীয় সংবাদমাধ্যমটি ৷ টিবিসি'র রিপোর্টে প্রকাশ, "ঝড় এবং তুমুল বৃষ্টির কারণে রাজধানী দার এস সালাম থেকে রওনা হওয়া একটি বিমান ভিক্টোরিয়া হ্রদে ডুবে গিয়েছে ৷" সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিয়োতে স্পষ্ট যে উড়ানটি লেকের জলে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত ৷

দ্রুত উদ্ধারকারী নৌকা এবং কর্মীরা আপদকালীন উদ্ধারকাজ শুরু করে ৷ উড়ানের ভিতর কেউ আটকে আছেন কি না, শুরু হয়েছে তল্লাশি ৷ রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান (President Samia Suluhu Hassan) উদ্ধারকাজ শেষ না-হওয়া পর্যন্ত জনসাধারণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদের উপকূলেই অবস্থিত বুকোবা বন্দর ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেফতার 15 ভারতীয় মৎস্যজীবী

রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান এক বার্তায় বলেন, "প্রেশিসন এয়ারলাইন্সের উড়ান দুর্ঘটনার খবর আমার কানে পৌঁছেছে ৷ উদ্ধারকাজ চলাকালীন এইমুহূর্তে শান্ত থেকে ঈশ্বরকে ডাকাই শ্রেয় ৷"

দার এস সালাম, 6 নভেম্বর: রানওয়েতে নামতে গিয়ে বিপত্তি ৷ যাত্রী নিয়ে উড়ান ডুবল সোজা হ্রদের জলে ৷ তানজানিয়ার দার এস সালামের ঘটনায় শোরগোল ৷ তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বুকোবা বিমানবন্দরে নামার সময় প্রেশিসন এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়ানটি এদিন ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাবশত ভিক্টোরিয়া লেকের জলে ডুবে যায় (Passenger Plane Crashes Into Lake Victoria In Tanzania) ৷ তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন সূত্রে পাওয়া প্রাথমিক খবরে 15 জনকে উদ্ধারের কথা জানানো হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও সওয়ারির মৃত্যু হয়েছে কি না, তা অজানা ৷

স্থানীয় পুলিশ কমিশনার অ্যালবার্ট চালামিলা জানিয়েছেন উড়ানে 43 জন ছিলেন, তাদের মধ্যে 39 জন যাত্রী (The plane was carrying 43 people) ৷ দুর্ঘটনার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছে দেশীয় সংবাদমাধ্যমটি ৷ টিবিসি'র রিপোর্টে প্রকাশ, "ঝড় এবং তুমুল বৃষ্টির কারণে রাজধানী দার এস সালাম থেকে রওনা হওয়া একটি বিমান ভিক্টোরিয়া হ্রদে ডুবে গিয়েছে ৷" সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিয়োতে স্পষ্ট যে উড়ানটি লেকের জলে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত ৷

দ্রুত উদ্ধারকারী নৌকা এবং কর্মীরা আপদকালীন উদ্ধারকাজ শুরু করে ৷ উড়ানের ভিতর কেউ আটকে আছেন কি না, শুরু হয়েছে তল্লাশি ৷ রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান (President Samia Suluhu Hassan) উদ্ধারকাজ শেষ না-হওয়া পর্যন্ত জনসাধারণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদের উপকূলেই অবস্থিত বুকোবা বন্দর ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেফতার 15 ভারতীয় মৎস্যজীবী

রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান এক বার্তায় বলেন, "প্রেশিসন এয়ারলাইন্সের উড়ান দুর্ঘটনার খবর আমার কানে পৌঁছেছে ৷ উদ্ধারকাজ চলাকালীন এইমুহূর্তে শান্ত থেকে ঈশ্বরকে ডাকাই শ্রেয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.