স্প্রিংফিল্ড, 5 মার্চ: আমেরিকার স্প্রিংফিল্ডে লাইনচ্যুত হল একটি মালগাড়ি বা কার্গো ট্রেন ৷ ট্রেনটির 20টি বগি বেলাইন হয়ে উলটে যায় ৷ চলতি মাসে ওহিয়ো প্রদেশে এই নিয়ে দ্বিতীয়বার এরকম রেল দুর্ঘটনা ঘটল ৷ তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি ৷ তবে সতর্কতা হিসেবে প্রথমে প্রশাসনের তরফে এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে চলা যেতে বলা হয় ৷
স্থানীয় সময়ানুযায়ী এই দুর্ঘটনাটি ঘটে বিকেল পাঁচটা নাগাদ ৷ ওহিয়োর রাজধানী কলম্বাস থেকে প্রায় 46 মাইল দূরে অবস্থিত স্প্রিংফিল্ড ৷ জানা গিয়েছে, ওই মালগাড়িতে মোট 212টি বগি ছিল তার মধ্যে 20টি লাইনচ্যুত হয় ৷ মনে করা হয়েছিল ওই দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিতে কোনও রাসয়ানিক পদার্থ থাকতে পারে ৷ তাই দুর্ঘটনার পর দ্য ক্লার্ক কাউন্ট্রি ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তরফে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয় ৷
তবে পরে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত ওই মালগাড়ির বগিগুলিতে কোনও বিষাক্ত রাসয়ানিক ছিল না ৷ তাই আর এলাকা ফাঁকা করানোর প্রয়োজন হয়নি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বগিগুলি ট্রেনলাইন থেকে বেশ অনেকটা দূরেই ছিটকে পড়ে ৷ উল্লেখ্য, গত 3 ফেব্রুয়ারি প্রায় একইরকম একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল পেনসিলভেনিয়ার কাছে অবস্থিত উত্তর-পূর্ব ওহিয়ো প্রদেশের পূর্ব প্যালেস্টাইন এলাকায় ৷ সেখানেই একটি একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল (Ohio train accident) ৷
আরও পড়ুন: জি20 সম্মেলনে অটো-রিক্সা সফরে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন
তবে ওই বগিগুলিতে বিষাক্ত কেমিক্যাল থাকায় 3 ফেব্রুয়ারির ঘটনা তুলনায় গুরুতর আকার ধারণ করেছিল ৷ আগুন ধরে গিয়েছিল ক্ষতিগ্রস্ত বগিগুলিতে ৷ ঘটনায় কেউ হতাহত না-হলেও প্রায় 5 হাজার বাসিন্দাকে অন্যত্র সরানো হয় ৷ এর ফলে স্থানীয়দের শরীরে কোনও ক্ষতিকারক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা ৷
আরও পড়ুন: বিয়ের 25 বছর বাদে একে অপরকে গুলিতে ঝাঁঝরা করলেন স্বামী-স্ত্রী