কলকাতা, 11 নভেম্বর: সিআইডির পাঠানো নোটিশে ভবানীভবনে হাজিরা দিতে হবে অর্জুন সিংকে। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে 12 নভেম্বরের পরিবর্তে 14 নভেম্বর হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে। 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে ৷ সেদিন সকাল সাড়ে এগারোটায় ভবানীভবনে যেতে হবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। পরবর্তী সময়ে ডাকতে হলে, নভেম্ববের শেষ সপ্তাহে ফের তাঁকে ডাকতে পারবে সিআইডি। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
উল্লেখ্য, সিআইডির হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। তাঁর দাবি, বিনা কারণে তাঁকে মিথ্যে মামলায় হেনস্থা করার জন্য নোটিশ ইস্যু করেছে সিআইডি। ওই নোটিশ খারিজ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। কিন্তু আদালতে ধাক্কা খেলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
কোন মামলায় অর্জুন সিংকে জেরা করতে চান রাজ্যের গোয়েন্দারা?
2020 সালে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। কাজের জন্য টাকা দেওয়া হলেও সেই কাজ হয়নি বলে অভিযোগ। এই মামলায় 2021 সালে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এরপর গত 4 নভেম্বর ফের তাঁকে নোটিশ পাঠিয়েছে সিআইডি। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। তারপরই ধাক্কা ৷
এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচনী পরিস্থিতিতে অর্জুন সিং যাতে নিজের এলাকা থেকে বাইরে যেতে না-পারেন সেই নির্দেশ দিক আদালত। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মামলাটি। এই পরিস্থিতিতে কি হাইকোর্টে মামলা হতে পারে?তদন্তে স্থগিতাদেশ দেওয়ার কোনও যুক্তিসংগত কারণ নেই। 6-7 বার তাঁকে ডাকা হয়েছে কিন্তু হাজির হননি।"
মামলাকারী অর্জুন সিংয়ের তরফে আইনজীবী বাঁশরী স্বরাজ বলেন, "এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। সিআরপিসি 160-এ তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। আগামী পরশু 13 নভেম্বর উপনির্বাচন রয়েছে। উপনির্বাচনের কাজে তিনি ব্যাস্ত থাকবেন। তারপর 20 নভেম্বর ডাকতে পারে সিআইডি। গত 4 বছরে কোনও নোটিশ নেই। 54টি এফআইআর দায়ের করা হয়েছে। অথচ এখন ভোটের আগে ডাকা হল! তাঁকে যাতে হেনস্থা না-করা হয় আদালত সেটা সুনিশ্চিত করুক।" সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি, অর্জুন সিংকে 14 নভেম্বর মাত্র 4 ঘণ্টার জন্য ভবানীভবনে ডাকার নির্দেশ দিয়েছেন।