ETV Bharat / international

Earthquake in Afghanistan : আফগানিস্তানের পশ্চিমে জোড়া ভূমিকম্প, মৃত কমপক্ষে 22

author img

By

Published : Jan 18, 2022, 7:28 AM IST

আফগানিস্তান-তুর্কমেনিস্তান সীমান্তে অবস্থিত প্রত্যন্ত বাঘদিস ৷ সোমবার দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল এলাকা (Earthquake in Afghanistan) ৷

Earthquake  Badghis Province in Afghanistan
আফগানিস্তানের বাঘদিস প্রদেশে ভূমিকম্প

কাবুল, 18 জানুয়ারি : কয়েক ঘণ্টার ব্যবধানে দু'বার ভূকম্পনে কেঁপে উঠল আফগানিস্তানের পশ্চিমে অবস্থিত বাদঘিস প্রদেশ ৷ সোমবার বিকেল নাগাদ তুর্কমেনিস্তান সীমান্তে অবস্থিত এই অঞ্চলে ভূমিকম্প হয় ৷ মারা গিয়েছেন কমপক্ষে 22 জন, জানিয়েছেন স্থানীয় এক আধিকারিক (Two Earthquake hit Badghis Province in Afghanistan) ৷

আফগানিস্তানের প্রত্যন্ত এই অঞ্চলটি সবচেয়ে অনুন্নত ৷ মনে করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ এই প্রদেশের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান বাস মহম্মদ সারওয়ারি (Bas Mohammad Sarwari) জানিয়েছেন, বহু বাড়ি ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Indonesia Flores Island earthquake : ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প, জারি সুনামির সতর্ক বার্তা

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর 2টোয় প্রথম ভূ-কম্পনের তীব্রতা ছিল 5.3, বিকেল 4টের সময় দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা 4.9 ৷ বাদঘিস প্রদেশের রাজধানী কালা-এ-নাও-এর (Qala-e-Naw) 41 কিলোমিটার পূর্বে এবং 50 কিলোমিটার দক্ষিণপূর্বে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ভূকম্পনের সঙ্গে সঙ্গে অঞলবাসী ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে ৷

প্রদেশের দক্ষিণে অবস্থিত কাদিস (Qadis) জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ এখনও অনুসন্ধান চলছে ৷ সারওয়ারি বলেন, "আমরা ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধারকারী দল আর অন্য জিনিসপত্র পাঠাব ৷"

কাবুল, 18 জানুয়ারি : কয়েক ঘণ্টার ব্যবধানে দু'বার ভূকম্পনে কেঁপে উঠল আফগানিস্তানের পশ্চিমে অবস্থিত বাদঘিস প্রদেশ ৷ সোমবার বিকেল নাগাদ তুর্কমেনিস্তান সীমান্তে অবস্থিত এই অঞ্চলে ভূমিকম্প হয় ৷ মারা গিয়েছেন কমপক্ষে 22 জন, জানিয়েছেন স্থানীয় এক আধিকারিক (Two Earthquake hit Badghis Province in Afghanistan) ৷

আফগানিস্তানের প্রত্যন্ত এই অঞ্চলটি সবচেয়ে অনুন্নত ৷ মনে করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ এই প্রদেশের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান বাস মহম্মদ সারওয়ারি (Bas Mohammad Sarwari) জানিয়েছেন, বহু বাড়ি ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Indonesia Flores Island earthquake : ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প, জারি সুনামির সতর্ক বার্তা

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর 2টোয় প্রথম ভূ-কম্পনের তীব্রতা ছিল 5.3, বিকেল 4টের সময় দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা 4.9 ৷ বাদঘিস প্রদেশের রাজধানী কালা-এ-নাও-এর (Qala-e-Naw) 41 কিলোমিটার পূর্বে এবং 50 কিলোমিটার দক্ষিণপূর্বে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ভূকম্পনের সঙ্গে সঙ্গে অঞলবাসী ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে ৷

প্রদেশের দক্ষিণে অবস্থিত কাদিস (Qadis) জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ এখনও অনুসন্ধান চলছে ৷ সারওয়ারি বলেন, "আমরা ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধারকারী দল আর অন্য জিনিসপত্র পাঠাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.