ETV Bharat / international

বর্ণবিদ্বেষ ও পুলিশি হিংস্রতার বিরুদ্ধে বিক্ষোভ ব্রাজিলে

author img

By

Published : Jun 12, 2020, 1:14 PM IST

ব্রাজিলের নিতোরাই শহরে বিক্ষোভে সামিল শতাধিক মানুষ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা।

Brazilians protest against police racism, killings
Brazilians protest against police racism, killings

নিতেরোই, 12 জুন: বর্ণবাদ ও পুলিশি হিংস্রতার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ব্রাজিলের নিতোরাই শহর। প্রায় শতাধিক মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় । এই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা । বর্ণবাদের অবসান ও রাষ্ট্রপতি বোলসোনারোর নীতির বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রাজ়িলে পুলিশি অত্যাচারে মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে । সন্তানহারা মা-বাবারাও আজ বিক্ষোভে সামিল হয় ৷ সন্তানদের ছবি হাতে তাঁদের মিছিলে দেখা যায় ৷

পুলিশের হাতে মৃত মারকোস ডে সোউসার মা ব্রুণা মোজি বিক্ষোভে সামিল হয়ে বলেন, তিনি বিচারের জন্য এই লড়াইয়ে সামিল হয়েছেন। 2018 সালে মারকোসকে ড্রাগ পাচারের অভিযোগে পুলিশ মেরে ফেলে।

জানা গেছে, ব্রাজ়িলে পুলিশের হাতে মৃত্যুর সংখ্যা 2019-এর তুলনায় 2020 সালে বাড়তে থাকে ৷ 2020 সালে 606 জন মানুষ মারা যায় । যা গত বছরের তুলনায় 8 শতাংশ বেশি।

নিতেরোই, 12 জুন: বর্ণবাদ ও পুলিশি হিংস্রতার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ব্রাজিলের নিতোরাই শহর। প্রায় শতাধিক মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় । এই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা । বর্ণবাদের অবসান ও রাষ্ট্রপতি বোলসোনারোর নীতির বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রাজ়িলে পুলিশি অত্যাচারে মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে । সন্তানহারা মা-বাবারাও আজ বিক্ষোভে সামিল হয় ৷ সন্তানদের ছবি হাতে তাঁদের মিছিলে দেখা যায় ৷

পুলিশের হাতে মৃত মারকোস ডে সোউসার মা ব্রুণা মোজি বিক্ষোভে সামিল হয়ে বলেন, তিনি বিচারের জন্য এই লড়াইয়ে সামিল হয়েছেন। 2018 সালে মারকোসকে ড্রাগ পাচারের অভিযোগে পুলিশ মেরে ফেলে।

জানা গেছে, ব্রাজ়িলে পুলিশের হাতে মৃত্যুর সংখ্যা 2019-এর তুলনায় 2020 সালে বাড়তে থাকে ৷ 2020 সালে 606 জন মানুষ মারা যায় । যা গত বছরের তুলনায় 8 শতাংশ বেশি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.