ETV Bharat / bharat

লরি থেকে জিনিস নামাতে গিয়ে বিপত্তি, কাঁচের তলায় চাপা পড়ে মৃত্যু 4 শ্রমিকের - Glass Factory Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Workers Death in Pune: পুনের কারখানায় লরি থেকে কাঁচের সিট সরানোর সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের ৷ নিহতরা সকলে রায়বরেলির বাসিন্দা । অন্যদিকে, দিল্লির রোহিনীতে নির্মীয়মান বাড়ির ছাদ ভেঙে মৃত্য হয়েছে 2 শ্রমিকের ৷

WORKERS DEAD
পুনের কারখানায় দুর্ঘটনা (ইটিভি ভারত)

পুনে, 30 সেপ্টেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! কারখানায় পৌঁছন লরি থেকে জিনিস সরাচ্ছিলেন 6 জন শ্রমিক ৷ আচমকাই দু'টি কাঁচের সিটের নীচে চাপা পড়ে যান তাঁরা ৷ ঘটনায় মারা যান 4 শ্রমিক ৷ গুরুতর আহত বাকি 2 জন ৷ নিহতরা সকলেই উত্তরপ্রদেশের রায়বরেলির বাসিন্দা ৷

পুনের ইয়েলভেওয়ারির একটি কারখানায় রবিবার দুপুরে লরি থেকে কাঁচের জিনিস আনলোড করার কাজ হচ্ছিল ৷ কাঁচের জিনিসগুলো নামানোর জন্য ট্রাকে বাধা বেল্ট খুলছিলেন শ্রমিকরা ৷ সেই সময়, আচমকাই ভারী ওজনের দু'টি কাঁচের সিট পড়ে যায় 6 জন শ্রমিকের উপর ৷

ভারী হওয়ায় অনেক চেষ্টা করেও সেই কাঁচ সরাতে পারেননি কারখানার বাকিরা ৷ অগত্যা খবর দেওয়া হয় দমকলে ৷ খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা করে কাঁচের তলায় চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করেন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গুরুতর আহত বাকি 2 জন ৷ পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের রায়বরেলির বাসিন্দা ৷ সোমবার ময়নাতদন্তের পর তাঁদের দেহ পরিবারের কাছে পাঠানো হবে ৷

অন্যদিকে, একটি নির্মীয়মান বাড়ির ছাদ ভেঙে দিল্লির রোহিনীতে মৃত্যু হয়েছে 2 শ্রমিকের ৷ আহত আরও 2 জন ৷ পুলিশ জানিয়েছে, নিহতরা দিল্লির ভাগ্যবিহারের বাসিন্দা ৷ কানঝাওয়ালা থানার অন্তর্গত মদনপুর দাবাস এলাকায় একটি বাড়ি তৈরির কাজ চলছিল ৷ কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদ ৷ তার তলায় চাপা পড়ে যান 4 শ্রমিক ৷ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় 2 শ্রমিকের ৷

পুনে, 30 সেপ্টেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! কারখানায় পৌঁছন লরি থেকে জিনিস সরাচ্ছিলেন 6 জন শ্রমিক ৷ আচমকাই দু'টি কাঁচের সিটের নীচে চাপা পড়ে যান তাঁরা ৷ ঘটনায় মারা যান 4 শ্রমিক ৷ গুরুতর আহত বাকি 2 জন ৷ নিহতরা সকলেই উত্তরপ্রদেশের রায়বরেলির বাসিন্দা ৷

পুনের ইয়েলভেওয়ারির একটি কারখানায় রবিবার দুপুরে লরি থেকে কাঁচের জিনিস আনলোড করার কাজ হচ্ছিল ৷ কাঁচের জিনিসগুলো নামানোর জন্য ট্রাকে বাধা বেল্ট খুলছিলেন শ্রমিকরা ৷ সেই সময়, আচমকাই ভারী ওজনের দু'টি কাঁচের সিট পড়ে যায় 6 জন শ্রমিকের উপর ৷

ভারী হওয়ায় অনেক চেষ্টা করেও সেই কাঁচ সরাতে পারেননি কারখানার বাকিরা ৷ অগত্যা খবর দেওয়া হয় দমকলে ৷ খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা করে কাঁচের তলায় চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করেন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গুরুতর আহত বাকি 2 জন ৷ পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের রায়বরেলির বাসিন্দা ৷ সোমবার ময়নাতদন্তের পর তাঁদের দেহ পরিবারের কাছে পাঠানো হবে ৷

অন্যদিকে, একটি নির্মীয়মান বাড়ির ছাদ ভেঙে দিল্লির রোহিনীতে মৃত্যু হয়েছে 2 শ্রমিকের ৷ আহত আরও 2 জন ৷ পুলিশ জানিয়েছে, নিহতরা দিল্লির ভাগ্যবিহারের বাসিন্দা ৷ কানঝাওয়ালা থানার অন্তর্গত মদনপুর দাবাস এলাকায় একটি বাড়ি তৈরির কাজ চলছিল ৷ কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদ ৷ তার তলায় চাপা পড়ে যান 4 শ্রমিক ৷ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় 2 শ্রমিকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.